সাধারণ জ্ঞান ১৭ মার্চ, ২০১৮ ইং

#বাংলাদেশ#
১) আজ ১৭ মার্চ জাতিরর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের – ৯৮ তম জন্মবার্ষিকী
২) বঙ্গবন্ধুর জন্ম – ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
৩) বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম – বাইগার
৪) গোপালগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী – মধুমতি
৫) বঙ্গবন্ধুর দাদার নাম – শেখ আবদুল হামিদ
৬) বঙ্গবন্ধুর বাবা মায়ের নাম – শেখ লুৎফর রহমান ও বেগম সায়েরা খাতুন
৭) টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের পূর্বপুরুষদের বসতি স্থাপিত হয়েছিল – ১৮৫৪ সালে
৮) শেখ মুজিবের ভাই বোন – ৬ জন, ( মুজিব ছিলেন ৩য়)
৯) বঙ্গবন্ধুর নাম ” শেখ মুজিবুর রহমান ” রাখেন তাঁর নানা – শেখ আবদুল মজিদ
১০) বঙ্গবন্ধুর ডাক নাম ছিল – খোকা
১১) গ্রামবাসী শেখ মুজিবকে আদর করে ডাকতেন – মিয়া ভাই
১২) বঙ্গবন্ধু প্রথম যে স্কুলে পড়াশোনা শুরু করেন সেটির নাম – গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া স্কুল ( তাঁর পূর্বপুরুষদের তৈরি স্কুল)
১৩) বঙ্গবন্ধু যখন বিয়ের করেন তখন তাঁর ও তাঁর স্ত্রীর বয়স ছিল যথাক্রমে – ১০ বছর ও ৩ বছর ( শেখ মুজিব আমার পিতা – শেখ হাসিনা)
১৪) বঙ্গবন্ধুর স্ত্রী ৬/৭ বছর বয়স থেকে লালিত পালিত হন – বেগম সায়েরা খাতুনের কাছে ( বঙ্গবন্ধুর মায়ের কাছে)
১৫) বঙ্গবন্ধু তাঁর স্কুল জীবনে গরীব সহপাঠীদের দিয়ে আসতেন – ছাতা, আর একদিন নিজের গায়ের পাঞ্জাবি পায়জামা দিয়ে চলে এসেছিলেন, আর নিজে বাড়ি এসেছিলেন গায়ে চাদর জড়িয়ে
১৬) স্কুলে পড়ার সময় বঙ্গবন্ধুর – বেরিবেরি রোগ হয়েছিল
১৭) তিনি ম্যাট্রিক পাস করেন – গোপালগঞ্জ স্কুল থেকে
১৮) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের – আইন বিভাগের ছাত্র ছিলেন
১৯) ” হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি ” কথাটা বলেছিলেন শেখ হাসিনার ছোট ভাই – শেখ কামাল, গোপালগঞ্জ থানায় বন্ধী শেখ মুজিবকে দেখতে গিয়ে
২০) ” পুটনির দ্বীপ ” অবস্থিত – সুন্দরবনের বঙ্গোপসাগর ও সুন্দরবনের মোহনায়
২১) এই পুটনির দ্বীপে দেখা মিলেছে বিরল প্রজাতির – গোলাপি ডলফিনের
২২) বাংলাদেশে গোলাপি ডলফিন প্রথম দেখা যায় – ২০০২ সালে
২৩) বিশ্বে মোট ডলফিন রয়েছে – ৮ প্রজাতির
২৪) সবচেয়ে বেশি ইরাবতী ডলফিন রয়েছে – বাংলাদেশে


##আর্ন্তজাতিক#
২৫) স্বজনপ্রীতির অভিযোগে পদত্যাগের দাবীর মুখে – জাপানের প্রধানমন্ত্রী
২৬) রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন – ১৮ মার্চ
২৭) নির্বাচনে বিজয়ী হলে পুতিন হবেন – ৪র্থ মেয়াদে রুশ প্রেসিডেন্ট
২৮) ” হোয়াট হ্যাপেনড ” বইটির নাম – ভারতে
২৯) আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রত্যাহারের জন্য আবেদন করেছে – ফিলিপাইন
৩০) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হিটলারের সাথে তুলনা করেছেন – সৌদি যুবরাজ
৩১) সুইডেনের প্রধানমন্ত্রী – স্টিফেন লোফভেন
৩২) উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী – রি ইয়ং হো
৩৩) সুইডেনের বার্তা সংস্থা – টিটি
৩৪) সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে – ২৩ রুশ কূটনীতিককে বহিস্কার করল যুক্তরাজ্য
৩৫) ন্যাটো মহাসচিব – জেনস স্টলটেনবার্গ
৩৬) কাজাখস্তানের রাজধানী – আস্তানা
৩৭) সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে – ৮ বছর ধরে

#সালমান_চৌধুরী_পিয়াস#

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

three × two =