সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ ১৯ মার্চ, ২০১৮

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ সিরিল রামাফোসা

প্রশ্নঃ ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?
উত্তরঃ ১৮জন

প্রশ্নঃ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তরঃ সোমালিয়া

প্রশ্নঃ আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ গোলকোষ্ট , অস্ট্রেলিয়া

প্রশ্নঃ স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন?
উত্তরঃ Neurone

প্রশ্নঃ স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?
উত্তরঃ ১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)

প্রশ্নঃ নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?
উত্তরঃ US Bangla Airline, Model২১১

প্রশ্নঃ সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন?
উত্তরঃ bumb -stock devices

প্রশ্নঃ সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?
উত্তরঃ সৌদি আরব

প্রশ্নঃ চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে?
উত্তরঃ ১৯ফেব্রুয়ারি (২০১৮)

প্রশ্নঃ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
উত্তরঃ নিউজিল্যান্ড

প্রশ্নঃ ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী?
উত্তরঃ নেপাল

প্রশ্নঃ সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
উত্তরঃ ১১৫তম

প্রশ্নঃ বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?
উত্তরঃ সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।

প্রশ্নঃ শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তরঃ লেবুখালী, পটুয়াখালী

প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?
উত্তরঃ রাশিদ খান (আফগানিস্তান)

প্রশ্নঃ প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?
উত্তরঃ বেজিং

প্রশ্নঃ অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ সুসান কাইফেল

প্রশ্নঃ বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা কত?
উত্তরঃ ১৮০টি ।

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ, এটি চীনের তৈরি। তার নাম কি?
উত্তরঃ AG600

প্রশ্নঃ 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বেজিং, চীন

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
উত্তরঃ ৪জন

প্রশ্নঃ মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
উত্তরঃ কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।

প্রশ্নঃ SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তরঃ এলন মাস্ক

প্রশ্নঃ দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা
উত্তরঃ ২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

প্রশ্নঃ বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
উত্তরঃ ওষুধ

প্রশ্নঃ বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?
উত্তরঃ ১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। ( কাগুজে নোট ৪ মার্চ ,১৯৭২)

প্রশ্নঃ বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?
উত্তরঃ ফ্রান্স

প্রশ্নঃ বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো?
উত্তরঃ মিসরের আলেকজান্দ্রিয়াতে

প্রশ্নঃ বর্তমান অর্থ সচিব কে?
উত্তরঃ মোহাম্মদ মুসলিম চৌধুরী

প্রশ্নঃ বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
উত্তরঃ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
উত্তরঃ জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
উত্তরঃ ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।

প্রশ্নঃ বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?
উত্তরঃ South Sdanese Pound(SSP)।

প্রশ্নঃ 2018 বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তরঃ বিহার

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twenty + 8 =