১। Pen through the line এর সঠিক অনুবাদ-
ক. লাইনটি মুছে দাও খ. লাইনের উপর কলম ছোড়া
গ. লাইন বরাবর কলম চালানো ঘ. লাইনটি কেটে দাও
উত্তরঃ ঘ. লাইনটি কেটে দাও
২। ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
ক. ২০% খ. ১৫% গ. ১৬.৬৭% ঘ. ১৮.৭৫%
উত্তরঃ গ. ১৬.৬৭%
৩। ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. চালাক খ. খনা গ. ছাতক ঘ. মহাজন
উত্তরঃ ঘ. মহাজন
৪। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?
ক. দ্বি-মাত্রিক খ. ত্রি-মাত্রিক গ. কোনটিই নয় ঘ. এক মাত্রিক
উত্তরঃ ক. দ্বি-মাত্রিক
৫। কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া – হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে ?
ক. ব্যাপার খ. নিমিত্ত গ.প্রার্থনা ঘ. প্রসঙ্গ
উত্তরঃ খ. নিমিত্ত
৬। Adjacent to- Phrase এর অর্থ-
ক. নিকটবর্তী খ. বিপরীত দিক গ. বিরক্ত হওয়া ঘ. আশির্বাদ করা
উত্তরঃ ক. নিকটবর্তী
৭। ‘মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি’- গানের গীতিকার কে?
ক. আপেল মাহমুদ খ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
গ. নজরুল ইসলাম বাবু ঘ. গোবিন্দ হালদার
উত্তরঃ ঘ. গোবিন্দ হালদার
৮। বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?
ক. ঢাকা খ. সিলেট গ. ময়মনসিংহ ঘ. বরিশাল
উত্তরঃ ক. ঢাকা
৯। ‘মুক্তি পেতে ইচ্ছুক’ এক কথায় কি বলে?
ক. মুমুক্ষু খ.মূমূক্ষ গ.মুমূক্ষ ঘ.মুমুক্ষা
উত্তরঃ ক. মুমুক্ষু
১০। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
ক. ৯ খ. ১৫ গ. ১২ ঘ. ১১
উত্তরঃ খ. ১৫
১১। ১ মিলিয়ন = কত বিলিয়ন?
ক. ০.১ বিলিয়ন খ. ০.০০০১ বিলিয়ন গ. ০.০১ বিলিয়ন ঘ. ০.০০১ বিলিয়ন
উত্তরঃ ঘ. ০.০০১ বিলিয়ন
১২। দেশি শব্দ নয় কোনটি?
ক. ঝিঙ্গা খ. ঢিল গ. মুড়কী ঘ. মাছি
উত্তরঃ ঘ. মাছি
১৩। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ফোর্ট উইলিয়াম গ. রজনীকান্ত ঘ. চার্লস উইলকিন্স
উত্তরঃ ঘ. চার্লস উইলকিন্স
১৪। কোনটি সঠিক বানান?
ক. Pandulam খ. Pandolam গ. Pendulam
উত্তরঃ ঘ. Pendulum
১৫। সারাংশ কোন পুরুষ লিখতে হয়?
ক. মধ্যম খ. প্রথম গ. সবগুলো ঘ. উত্তম
উত্তরঃ খ. প্রথম
১৬। কোনটি সঠিক?
ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস) খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহিপীর (নাটক) ঘ. মহাশ্মশান (নাটক)
উত্তরঃ গ. বহিপীর (নাটক)
১৭। বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
ক. ১১ ১\৯% খ. ১২% গ. ১০% ঘ. ১৮ ১\৩%
উত্তরঃ ক. ১১ ১\৯%
১৮। ১২টি বই থেকে ৫টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকেবে?
ক. ১৪২ খ. ১৮৮ গ. ১২০ ঘ. ১৪০
উত্তরঃ গ. ১২০
১৯। “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে”- এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. দায়িত্ববোধ খ. রাজা হওয়ার ইচ্ছা গ. স্বৈরতন্ত্র ঘ. রসবোধ
উত্তরঃ ক. দায়িত্ববোধ
২০। যদি x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y এর মান কত?
ক. 3 খ. 7 গ. 8 ঘ. 5
উত্তরঃ ক. 3
২১। “হর্ষণ’ শব্দের অর্থ কি?
ক. দেখা খ. হাসা গ.চাষ করা ঘ. আনন্দ
উত্তরঃ ঘ. আনন্দ
২২। x < 4 হলে নীচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে?
ক. 0 খ. 3 গ. সবগুলোই ঘ. -4
উত্তরঃ গ. সবগুলোই
২৩। One who deals in cattle is-
ক. jockey খ.seller গ.drover ঘ.auctioneer
উত্তরঃ গ.drover
২৪। ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
ক. দেনা-পাওনা খ. পোস্টমাস্টার গ. হৈমন্তী ঘ. সমাপ্তি
উত্তরঃ ঘ. সমাপ্তি
২৫। মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?
ক. ব্যাতিহার কর্তা খ.মূখ্য কর্তা গ. প্রযোজক কর্তা ঘ.প্রযোজ্য কর্তা
উত্তরঃ খ.মূখ্য কর্তা
২৬। Walking is good for health এ বাক্যে walking শব্দটি-
ক. Gerund খ. Adverb গ. Verb ঘ. Noun
উত্তরঃ ক. Gerund
২৭। “SIM” এর পূর্ণরূপ কী?
ক. Single intensive module খ. Subscriber identity module গ. Spot identity module ঘ. Small initiative module
উত্তরঃ খ. Subscriber identity module
২৮। What is an epic?
ক. All of the answers খ. a short poem গ. a long poem ঘ. a sative
উত্তরঃ গ. a long poem
২৯। OIC’র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. কায়রো খ. জেদ্দা গ. রিয়াদ ঘ. তেহরান
উত্তরঃ খ. জেদ্দা
৩০। ‘উদাত্ত পৃথিবী’ কাব্য গ্রন্থের রচয়িতা কে?
ক. সুভাষ মুখোপাধ্যায় খ. সুফিয়া কামাল
গ. কবি আল মাহমুদ ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ. সুফিয়া কামাল
৩১। একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে?
ক. ৫০০ খ. ৫০,০০০ গ. কোনটিই নয় ঘ. ৫০
উত্তরঃ গ. কোনটিই নয়
৩২। Many শব্দের Synonym কোনটি?
ক. Numerous খ. Enormous গ. All of the answers ঘ. Several
উত্তরঃ গ. All of the answers
৩৩। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
ক. ৯০ খ. ৮০ গ. ৭৫ ঘ. ৭০
উত্তরঃ ক. ৯০
৩৪। কোন দেশে প্রথম ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?
ক. লিবিয়া খ. মিশর গ. লেবানন ঘ. তিউনিশিয়া
উত্তরঃ ঘ. তিউনিশিয়া
৩৫। Personnel এর বাংলা অর্থ কি?
ক. ব্যক্তিগত খ. কর্মীগণ গ. ব্যক্তি সম্পর্কীয় ঘ.ব্যক্তিগত বিষয়
উত্তরঃ খ. কর্মীগণ
৩৬। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?
ক. অভ্যন্তরীন সম্পদ বিভাগ খ. পরিকল্পনা বিভাগ গ. অর্থ বিভাগ ঘ. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
উত্তরঃ ঘ. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
৩৭। দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে ?
ক. কোলন খ. হাইফেন গ. কমা ঘ. সেমিকোলন
উত্তরঃ ঘ. সেমিকোলন
৩৮। কোন গ্রন্থটি William Blake এর লেখা?
ক. The Traveller খ. The School Boy গ. The Daffodils ঘ. All of the above
উত্তরঃ খ. The School Boy
৩৯। নিচের কোন গ্রন্থটির রচয়িতা H.G. Wells?
ক. The invisible Man খ. The Time Machine
গ. The First Man on the Moon ঘ. All of the above
উত্তরঃ ঘ. All of the above
৪০। He will stick — nothing.
ক. to খ. with গ. of ঘ. for
উত্তরঃ ক. to
৪১। যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?
ক. চতুর্ভুজ খ. ট্রাপিজিয়াম গ. রম্বস ঘ. সামন্তরিক
উত্তরঃ খ. ট্রাপিজিয়াম
৪২। Meticulous শব্দের অর্থ-
ক. অস্পষ্ট খ. মাধ্যমিক পাশ গ. যত্নবান ঘ. সামর্থ্যবান
উত্তরঃ গ. যত্নবান
৪৩। একটি দেশের জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। ঐ দেশের মোট জনসংখ্যার ১.৮৫ মিলয়ন হলে মাথাপিচু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার?
ক. ৪০৫ খ. ৪.০৫৪ গ. ৪০ ঘ. ৪০.৫৪০
উত্তরঃ গ. যত্নবান
৪৪। ‘Worse’ শব্দটি Adjective এর কোন degree?
ক. Assertive খ. Positive গ. Comparative ঘ. Superlative
উত্তরঃ গ. Comparative
৪৫। Fare শব্দটি দ্বারা কি বুঝায়?
ক. ভয় দেখানো খ. মেলা গ. ভাড়া ঘ.সুষ্ঠু
উত্তরঃ গ. ভাড়া
৪৬। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৪২ খ. ১৪১ গ. ৮৭ ঘ. ১০৪
উত্তরঃ খ. ১৪১
৪৭। Which one is the incorrect sentence?
ক. Fetch some water for me. খ. We are united. গ. We reached at home yesterday. ঘ. He answered my questions
উত্তরঃ গ. We reached at home yesterday.
৪৮। We are having a friendly ___ about football.
ক. chat খ. whisper গ. report ঘ. gossip
উত্তরঃ ক. chat
৪৯। নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়?
ক. প্রতিসরণ খ. প্রতিসরাঙ্ক গ. প্রতিফলন ঘ. প্রতিধ্বনি
উত্তরঃ ঘ. প্রতিধ্বনি
৫০। Praise শব্দের antonym কোনটি ?
ক. Scold খ. All of the answers গ. Rebuke ঘ. Reprimand
উত্তরঃ খ. All of the answers
৫১। উপসর্গের কাজ কি?
ক. নতুন শব্দ গঠন করা খ. শব্দের বিরতি প্রদর্শন গ. শব্দের লক্ষণ দেখানো ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. নতুন শব্দ গঠন করা
৫২। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি?
ক. ফা-হিয়েন খ. হিউয়েন সাং গ. মা হুয়ান ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক. ফা-হিয়েন
৫৩। ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক. উপন্যাসে খ. কাব্য গ. প্রহসন ঘ. মহাকাব্য
উত্তরঃ গ. প্রহসন
৫৪। ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি?
ক. ব + ন + ধ + ন খ. বন্ + ধন্ গ. ব + ন্ধ + ন ঘ. বান + ধন
উত্তরঃ খ. বন্ + ধন্
৫৫। ‘Thank you very much’ – এ বাক্যে very শব্দটি একটি-
ক. Adjective খ. Adverb গ. Noun ঘ. Pronoun
উত্তরঃ খ. Adverb
৫৬। একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘণ্টায় ১০০ কি.মি. হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক. ১০০ কি.মি. খ. ৫০ কি.মি. গ. সমাধান সম্ভব নয় ঘ. ২০০ কি.মি.
উত্তরঃ খ. ৫০ কি.মি.
৫৭। বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
ক. ১৬ খ. 42 গ.24 ঘ. 32
উত্তরঃ খ. 42
৫৮। 12 + 22 + 32 ……… + x2 এর মান কত?
ক. x খ.x(x+1)(2x+1)6 গ. x1+4 ঘ.xn
উত্তরঃ খ.x(x+1)(2x+1)6
৫৯। ‘আমার জ্বর জ্বর লাগছে” এটি কোন ধরনের বাক্য?
ক. মিশ্র খ. যৌগিক গ. দ্বিরুক্ত ঘ. সরল
উত্তরঃ ঘ. সরল
৬০। নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ ?
ক. তৎসম উপসর্গ খ. বিদেশি উপসর্গ গ. তদ্ভব উপসর্গ ঘ. বাংলা উপসর্গ
উত্তরঃ খ. বিদেশি উপসর্গ
৬১। কোন কবির মাতাও একজন কবি?
ক. আহসান হাবিব খ. বিষ্ণু দে গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ. জীবনানন্দ দাশ
৬২। ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
ক. ১.৮৫২ খ. ২.৮৭১ গ. ২.২৫৮ ঘ. ১.৮৫৫
উত্তরঃ ক. ১.৮৫২
৬৩। ECNEC এর বর্তমান সভাপতি কে?
ক. অর্থ মন্ত্রী খ. প্রধানমন্ত্রী গ. পরিকল্পনা মন্ত্রী ঘ. জনপ্রশাসন মন্ত্রী
উত্তরঃ খ. প্রধানমন্ত্রী
৬৪। কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
ক. ২০০ টাকা খ. ১৬০ টাকা গ. ১৪০ টাকা ঘ.১০০ টাকা
উত্তরঃ গ. ১৪০ টাকা
৬৫। একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?
ক. ২৫ : ১৬ খ. ৯ : ১৬ গ. ১৬ : ৯ ঘ. ১৬ : ২৫
উত্তরঃ ঘ. ১৬ : ২৫
৬৬। Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?
ক. চিলি খ. যুক্তরাজ্য গ. আমেরিকা ঘ. জার্মানি
উত্তরঃ গ. আমেরিকা
৬৭। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-
ক. সাবিত্রী খ. সুরবালা গ. গফুর ঘ. ষোড়শী
উত্তরঃ খ. সুরবালা
৬৮। নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি?
ক. আমাশয় ও ডায়াবেটিকস খ. ক্যান্সার ও স্ট্রোক
গ. টাইফয়েড ও ডায়াবেটিকস ঘ. কলেরা ও স্ট্রোক
উত্তরঃ খ. ক্যান্সার ও স্ট্রোক
৬৯। She copied the word – এ বাক্যে copied শব্দটি-
ক. Adverb খ. Adjective গ. Verb ঘ. Noun
উত্তরঃ গ. Verb
৭০। AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
ক. সবগুলোই খ. 4 IR গ. Digital device ঘ. Cloud server
উত্তরঃ ঘ. Cloud server
৭১। He would — arrested if he had tried unfair means এখানে শূন্যস্থানে কি বসবে?
ক. has been খ. be surely গ. have been ঘ. be Police
উত্তরঃ গ. have been
৭২। 0.5 + 0.05 + 0.005 0.5 0.05 0.005 = কত?
ক. 0.550000625 খ. 0.550000525 গ. 0.550000425 ঘ. 0.550000325
উত্তরঃ ক. 0.550000625
৭৩। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম
ক. আলোক তরঙ্গ খ. গামা রশ্মি গ. মাইক্রোওয়েভ ঘ. অবলোহিত বিকিরণ
উত্তরঃ গ. মাইক্রোওয়েভ
৭৪। ১ হতে ২০ পর্যন্ত সংখ্যাগেুলোর যোগফল কত?
ক. ২৪০ খ. ২২০ গ. ২৩০ ঘ. ২১০
উত্তরঃ ঘ. ২১০
৭৫। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খ. ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
গ. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তরঃ ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়