রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সকল পরিক্ষায় থাকেই। তাই সহজে সবগুলো নাটক,গল্প,উপন্যাস বাকী সকল সাহিত্যকর্ম গুলো মনে রাখতে পোস্টটা ভালো করে পড়ুন।
উপন্যাসঃ
দুইবোন এত চতুর ছিল যে, চোখের বালি
দিয়ে রাজর্ষির সাথে যোগাযোগ
করত ঘরের বাহিরে। শেষের কবিতা
উপন্যাসের চার অধ্যায়ে গোরা
বারবার মালঞ্চির জন্য বৌ
ঠাকুরাণীর কাছে করুণা চাইল।
১. দুইবোন
২. চতুরঙ্গ ( চতুর)
৩. চোখের বালি
৪. রাজর্ষি
৫. যোগাযোগ
৬. শেষের কবিতা
৭. চার অধ্যায়
৮. গোরা
৯. মালঞ্চ
১০. বৌ ঠাকুরাণীর হাট
১১. করুণা
১২. ঘরে বাহিরে
নাটক :
রাজা ও রাণী তাসের দেশে নটির
পূজা করতে বসন্তকালের যাত্রায়
রুদ্রচন্দ্রকে বিসর্জন দিয়ে বাল্মীকির
প্রতিভাকে অচলায়তন করলেন। এই শুনে
চিত্রাঙ্গদা অরূপবতী শ্যামাকে
নিয়ে ডাকঘরে বসে মুক্তমনে তপসী
জপতে শুরু করলেন। সেখানে আরো
উপস্থিত ছিল রক্তকরবী, চন্ডালিকা ও
মালিণী।
১. রাজা ও রাণী
২. তাসের দেশ
৩. নটির পূজা
৪. বসন্ত
৫. কালের যাত্রা
৫. রুদ্রচন্ড
৬. বিসর্জন
৭. বাল্মীকির প্রতিভা
৮. অচলায়তন
৯. চিত্রাঙ্গদা ( নৃত্যনাট্য)
১০. অরূপরতন (অরূপবতী)
১১. শ্যামা (নৃত্যনাট্য)
১২. ডাকঘর
১৩. মুক্তধারা ( মুক্তমনে)
১৪. তাপসী ( তপসী)
১৫. রক্তকরবী
১৬. চন্ডালিকা
১৭. মালিণী
১৮. রাজা
কাব্যগ্রন্থ :
পূরবী ভানুসিংহ ঠাকুরের
কবিকাহিনী নিয়ে বনফুল ও
গীতাঞ্জলী লিখেছে। কিন্তু পুনশ্চ এর
কথা ও কাহিনী নবজাতক লেখকেরা
তাদের জন্মদিনে সানাই বাজিয়ে
বিচিত্র চৈত্রালিকে উৎসর্গ করলেন।
শেষসপ্তাহের সন্ধ্যায় গীতালি ও
সঞ্চয়িতা গীত গাইতে গাইতে ও
গল্পসল্প করতে করতে ক্ষণিকের মধ্যে
বলাকার বাড়িতে উপস্থিত হল।
পরিশেষে শেষলেখায় বলতে চাই,
মানসী ও শ্যামলী আরগ্য হয়ে মহুয়া মনে
প্রভাত সংগীতে ও ছড়ায় খেয়া
পুরষ্কার পেল।
১. পূরবী
২. ভানুসিংহ ঠাকুরের পদাবলি
৩. কবিকাহিনী
৪. বনফুল
৫. গীতাঞ্জলী
৬. লেখন। (লিখেছে)
৭. পুনশ্চ
৮. কথা ও কাহিনী
৯. নবজাতক
১০. জন্মদিনে
১১. সানাই
১২. বিচিত্রতা
১৩. চৈত্রালি
১৪. চিত্রা
১৫. উৎসর্গ
১৬. শেষসপ্তক
১৭. সন্ধ্যা সংগীত
১৮. গীতালি
১৯. সঞ্চয়িতা
২০. গীতবিতান
২১. গল্পসল্প
২২. ক্ষণিকা
২৩. বলাকা
২৪. পরিশেষ
২৫. শেষলেখা
২৬. মানসী
২৭. শ্যামলী
২৮. আরগ্য
২৯. মহুয়া
৩০. প্রভাত সংগীত
৩১. ছড়ার ছবি
৩২. খেয়া
প্রহসন:
চিরকুমার সভার সভাপতি বৈকুন্ঠের আর
শেষ রক্ষা হলো না।
১. চিরকুমার সভা
২. বৈকুণ্ঠের খাতা
৩. শেষ রক্ষা
প্রেমের গল্প:
পাত্রপাত্রী শেষ রাত্রের শেষ কথা
বলার পর একই রাত্রিতে দৃষ্টিদান করে
মাল্যদান করাল। সমাপ্তি মেয়েটি
ল্যাবরেটরীকে নষ্টনীড় মনে করে
পরে মধ্যম প্রায়শ্চিত্ত করল।
১. পাত্র ও পাত্রী
২. শেষের রাত্রি
৩. শেষ কথা
৪. একরাত্রি
৫. দৃষ্টিদান
৬. মাল্যদান
৭. সমাপ্তি
৮. ল্যাবরেটরী
৮. নষ্টনীড়
৯. মধ্যবর্তনী (মধ্যম)
১০. প্রায়শ্চিত্ত
সামাজিক গল্প:
পোস্টমাস্টার হৈমন্তি দিদিকে ছুটি
দিতে চাইলেও দিদি
কাবুলিওয়ালার দেনা-পাওনার
পণরক্ষা করার জন্য নিজের কর্মফল ও
ব্যবধান
রক্ষার জন্য মেঘ ও রৌদ্রের সাথে
মিলিত হন।
১. পোস্টমাস্টার
২. হৈমন্তি
৩. ছুটি
৪. কাবুলিওয়ালা
৫. দেনা-পাওনা
৬. পণরক্ষা
৭. কর্মফল
৮. ব্যবধান
৯. মেঘ ও রৌদ্র
১০. দিদি
অতিপ্রাকৃত গল্প:
মণিহার তার ক্ষুধিত পাষান হৃদয়ে
নিশীতে গুপ্তধনের জন্য জীবিত ও মৃত
কঙ্কালের খনন কাজ করল। কিন্তু শুভা
একে অতিথি আপদ মনে করল।
১. মণিহার
২. ক্ষুধিত পাষান
৩. নিশীতে
৪. গুপ্তধন
৫. জীবিত ও মৃত
৬. কঙ্কাল
৭. শুভা (প্রকৃতি ও মানব সম্পকিত গল্প)
৮. অতিথি (ঐ)
৯. আপদ (ঐ);
কবিতা :
১৪০০ সালে আমাদের ছোট নদী আষাঢ়
মাসে দুই বিঘা জমির ন্যায় জলে পূর্ণ
ছিল। হিন্দুমেলার দোকানদার
শাজাহানের নিরুদ্দেশ ও আত্মত্রাণ
নির্জরেরর জন্য স্বপ্নভঙ্গ হয়ে রইল।
তাহলে কি এই সবুজের অভিযান
আমাদের কাজে প্রশ্ন হয়ে রইল ?
১. ১৪০০ সাল
২. আমাদের ছোট নদী
৩. আষাঢ়
৪. দুই বিঘা জমি
৫. ন্যায়দন্ড
৬. জলছবি
৭. হিন্দুমেলার উপহার
৮. সাজাহান
৯. নিরুদ্দেশ যাত্রা
১০. আত্মত্রাণ
১১. নির্জরেরর স্বপ্নভঙ্গ
১২. সবুজের অভিযান
১৩. প্রশ্ন
প্রবন্ধ :
আমার ছেলেবেলার জীবনস্মৃতি
স্বদেশ থেকে বিশ্ব হয়ে কালান্তরে
জাপান ও রাশিয়ার কাছে পৌঁছে
গিয়েছে । সভ্যতার সংকট হিসেবে
বাংলা ভাষার শব্দতত্ত্ব ইউরোপ ও
জাভাবাসীর কাছে পঞ্চভুতের মত
মনে হল।
১. আমার ছেলেবেলা
২. জীবনস্মৃতি
৩. স্বদেশ
৪. বিশ্বপরিচয় (বিশ্ব)
৫. কালান্তর
৬. জাপান যাত্রী
৭. রাশিয়ার চিঠি
৮. সভ্যতার সংকট
৯. বাংলা ভাষার পরিচয়
১০. শব্দতত্ত্ব
১১. ইউরোপ প্রবাসীর পত্র
১২. জাভাযাত্রীর পথ
১৩. পঞ্চভুত (রম্য গল্প)