১। বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
২। বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
উঃ আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
৩। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গ।
৪। বাংলাদেশের দক্ষিণে সীমানা কি?
উঃ বঙ্গোপসাগর।
৫। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
৬। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
উঃ ৫টি।
৭। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উঃ ১৬ মে, ১৯৭৪ সালে।
৮। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।
৯। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
উঃ ১৯৭৪ সালের ৩য় সংশোধনীর মাধ্যমে।
১০। ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
উঃ ২০১৫ সালে ১০০তম সংশোধনীর মাধ্যমে।
১১। বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।
১২। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কি.মি.?
উঃ ২ কি.মি.।
১৩। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত?
উঃ মুহুরীর চর (ফেনী)
১৪। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
উঃ ৫,১৩৮ কি.মি.।
১৫। বাংলাদেশের মোট স্থলসীমা কত?
উঃ ৪,৪২৭ কি.মি.।
১৬। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত?
উঃ ৪,১৪৪ কি.মি.।
১৭। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য কত?
উঃ ২৮৩ কি.মি.।
১৮। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উঃ ৭১১ কি.মি.।
১৯। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উঃ ১৫৫ কি.মি.।
২০। বাংলাদেশ-ভারত স্ট্রিপ ম্যাপ মানচিত্রে স্বাক্ষর করে কবে?
উঃ ২০ আগস্ট ২০১১।
ওয়াও