বিল, হাওর, লেক, সমুদ্র, চর ও দ্বীপ

১/ আড়িয়াল বিল অবস্থিত – মুন্সিগঞ্জে।
২/ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদি – আত্রাই।
৩/ বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় – বিল ডাকাতিয়াকে।
৪/ টাঙ্গুয়ার হাওর অবস্থিত – সুনামগঞ্জে।
৫/ বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ – বগা লেক (বান্দরবান)।
৬/ দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক – মহামায়া (চট্টগ্রাম)।

৭/ বাংলাদেশের বৃহত্তম বিল – চলন বিল।
৮/ বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎস – চলন বিল।
৯/ বিল ডাকাতিয়া অবস্থিত – খুলনা জেলার ডুমুরিয়ায়।
১০/ তামাবিল অবস্থিত – সিলেটে।
১১/ চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত – ফয়’স লেক।
১২/ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর – হাকালুকি হাওর।

১৩/ বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত – কক্সবাজার সমুদ্র সৈকত।
১৪/ যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা সমুদ্র সৈকত।
১। ছিটকরলা ছিটমহলটি যে জেলায় অবস্থিত – কুড়িগ্রাম
২। চর নিউটন যে জেলায় অবস্থিত – ভোলা
৩। কোলাবিল যে জেলায় অবস্থিত – খুলনা
৪। হাইল হাওর যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার ও হবিগঞ্জ
৫। সাজেক ভ্যালি যে জেলায় অবস্থিত – রাঙামাটি
৬। বলিশিরা ভ্যালি যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার

৭। টাঙ্গুয়ার হাওরের অপর নাম – রামসার হাওর
৮। টাঙ্গুয়ার হাওরকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে – ২০০০ সালে ইউনেস্কো
৯। বাইক্কা বিল যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার
১০। চর গজারিয়া যে জেলায় অবস্থিত – লক্ষ্মীপুর
১১। আড়িয়াল বিল যে জেলায় অবস্থিত – মুন্সিগঞ্জ
১২। আদিনাথ মন্দির যে জেলায় অবস্থিত – কক্সবাজার
১৩। যে জেলা দ্বীপ রাণি নামে পরিচিত – ভোলা

১৪। বাংলাদেশের যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে – কুলাউড়া পাহাড়ে
১৫। বাটালি পাহাড় যে জেলায় অবস্থিত – চট্টগ্রাম
১৬। বিল পদ্মা যে জেলায় অবস্থিত – মাদারীপুর
১৭। খোদাই বিল যে জেলায় অবস্থিত – চাঁদপুর
১৮।সুন্দরবনের মোট আয়তন – ১০,০০০ বর্গ কি.মি
১৯।সুন্দরবনের অপর নাম – বাদাবন
২০।বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর আয়তন – ৩৬২.১৮ বর্গ কি.মি.
২১।সাতছড়ি জাতীয় উদ্যান যে জেলায় অবস্থিত – হবিগঞ্জ

২২।বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? উত্তর: ৫৪টি
২৩।মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার
২৪।বাংলাদেশের মোট ভূমির কত % টারসিয়ারী যুগের পাহাড়?
= ১২%
২৫।বাংলাদেশের সর্বোচ্চ পবর্তশৃঙ্গ কোনটি ?
= তাজিংডং (বিজয় ) ১২৩১ মিটার
২৬।বরেন্দ্র অঞ্চলের পাহাড় সমূহ কত গড়ে মিটার ?
= ৬-১২
২৭।লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত ?
= ২১মিটার
২৮।বাংলাদেশের কত% ভূমি নদী বিধৌত এক বিস্তৃর্ণ সমভূমি ?
= ৮০%

২৯।বাংলাদেশের প্লাবন ভূমির আয়তন কত ?
১, ২৪, ২৬৬ বর্গ কি.মি
৩০। বাংলাদেশে ভূমিকম্প হয় কেন ?
= টেকনোটনিক প্লেটের সংঘর্ষে
৩১। বাংলাদেশের ভূমিকম্প মানচিত্রে কতটি বলয় আছে ?
= ৩টি
৩২।বাংলাদেশ ভূখণ্ডে কতটি নদী ?
= ৭০০টি
৩৩।বাংলাদেশের নদীর আয়তন কত ?
= ২২, ১৫৫ কি.মি.
৩৪। তিস্তা ব্যারেজ কবে স্থাপিত হয় ?
= ১৯৯৭-৯৮
৩৫।মাতামুহুরী নদীর উত্পত্তি স্থল
= লামার মইভার পর্বত
৩৬। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত ?
= ১৭৭ কি. মি.

৩৭।বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি?
=৮০%
৩৮।১৯৭৪ সাল থেকে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত কমেছে?
=০.০৩ একর
৩৯।বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
= কেওক্রাডাং
৪০।মধুপুর ও ভাওয়ালের সোপান ভূমির অন্তর্ভুক্ত কোন জেলাগুলো?
=ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ
৪১।মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন?
লালচে ও ধূসর
৪২।ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
-৩টি
৪৩।বাংলাদেশের অবস্থান কোথায়?
=পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায়

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =