১। হাত, পা , কান, মাথা >>>> তদ্ভব শব্দ
২। কলম ,ইমন, ইশারা , খবর >> আরবি ।।
৩। আব্বু > উর্দু , বাবা > তুর্কি , বাপ > দেশি
৪। আম্মু > উর্দু , মা > তদ্ভব ,
৫। দাদা – দাদি, চাচা- চাচি , ফুফা-ফুফি , দুলা ,বেটা,পানি, ঝামেলা, ঠিকানা, জায়গা , জিলাপি , চানাচুর , ডালপুরি >>> হিন্দি
৬। চন্দ্র , সূর্য, গ্রহ, নক্ষত্র , স্বামী , পুত্র , খাদ্য >> তত্সম
৭। বেগম,বিবি, খাতুন, চাকু, কাঁচি,বন্দুক, খোকা ,বাবুর্চি, উজবুক, , কোর্মা > তুর্কি
৮। পেঁপে , আনারস, পাউরুটি , আচার , চাবি, বালতি,গামলা, জানালা , সাবান, তোয়ালে , টুপি, ফিতা,কামিজ, সেমিজ, আলপিন , মাইরি > পর্তুগিজ।
৯। রিক্সা, ক্যারাটে , হাসনাহেনা , হারিকিরি >>> জাপানি
১০। চা, চিনি, লিচু, লুচি >>>>>> চীনা
১১। দাম , সেমাই, সুড়ঙ্গ, কেন্দ্র >>>> গ্রীক
১২। লুঙ্গি , ফুঙ্গি > বর্মি
১৩। কুপন, কাফে, রেস্তরা , রেনেসাঁস,েআঁতাত > ফরাসি ।
১৪। চকোলেট > মেক্সিকান
১৫। হরতাল,খদ্দর >>> গুজরাটি
১৬। পেট,ঢেঁকি,চুলা, কুলা, আলু, ডাব, ডাগর , ঝোল, ঢেউ, টোপর, গঞ্জ , ডিঙ্গা, ডিঙ্গি , ঢিল, চোঙ্গা >> দেশি শব্দ ।
১৭। ম্যাজেন্টা , মাফিয়া >> েইতালি ।
১৮। রোয়ানু >> দিভেহী ( মালদ্বীপ)
১৯। তদ্ভব শব্দের কিছু উদাহরণঃ গোয়াল, গরু, ঘোড়া, উট, হাতি, গাধা, সাপ, সোনা, রুপা, আম, ছাতা, লাঠি, বাতি, চোখ, কান, এক, দুই, তিন, পোয়া, সাড়ে, দেড়, আধ, মা, বাপ, ভাই, বোন, মামা, জ্যাঠা, কামার, বাঁদর, ভাত, , মেয়ে, , মাস, . শিউলি, কুমার, পয়লা, দোসরা, পাঁচই, আমি, তুমি, তিনি, চলে, হয়, নাচে, কাল, ভালো, হালকা, পাতলা, বাছুর, , আজ, আলতা, আটপৌরে, দেউলিয়া, দেউটি, উনুন, এয়ো, ওঝা, চিড়া, ছুতা, ছাতা, জট, ঝি ইত্যাদি।
মিশ্র শব্দ
ডাক্তারখানা (ইংরেজি + ফরাসি)
হেড মৌলভী (ইংরেজি+ফারসি)
হেড মাস্টার (ইংরেজি+ইংরেজি)
খ্রিস্টাব্দ (ইংরেজি+তৎসম)
মাস্টার মশাই (ইংরেজি+তদ্ভব)
পকেটমার (ইংরেজি+বাংলা)
বোমাবাজ (পর্তুগিজ+ফরাসি)
শাকসবজি (তৎসম+ফারসি)
হাটবাজার (বাংলা+ফরাসি)
রাজাবাদশা (তৎসম+ফরাসি)
আইনজীবি (ফরাসি+তৎসম)
চৌহদ্দি (ফারসি+আরবি)
কালিকলম (বাংলা+আরবি)
টেকনিকে মিশ্র শব্দঃ
রাজা বাদশারা তাদের খ্রিস্টাব্দে
হেড মৌলভী, হেড পন্ডিতদের খুব সম্মান
করতেন। সেই সময় পকেটমাররা,
ডাক্তারখানা, হাটবাজারের
চৌহ্দ্দিতে ঘোরাফেরা
যৌগিক শব্দঃ
টেকনিক >> >>মিতালি মধুর পড়ুয়া গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দৌহিত্রকে নিয়ে সাংবাদিকের সাথে চিকামারে।
ব্যাখ্যাঃ মিতালি, মধুর, পড়ুয়া, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, দৌহিত্র, সাংবাদিক, চিকামারা।
রূঢ়ি শব্দঃ
টেকনিক >> >> তৈলে ভাজা সন্দেশ খেয়ে এক প্রবীণ পাঞ্জাবী পড়ে গবেষণা করে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজায়।
ব্যাখ্যাঃ তৈল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবী, গবেষণা, হস্তী, দারুণ, বাশি।
যোগরূঢ় শব্দঃ
টেকনিক >> >>রাজপুত পঙ্কজ তুরঙ্গমে চড়ে মহাযাত্রায় গিয়ে জলধির নিকট আদিত্যের সাথে দণ্ডবৎ হয়ে রইল।
ব্যাখ্যাঃ রাজপুত, পঙ্কজ, তুরঙ্গম, মহাযাত্রা, জলধি, আদিত্য, দণ্ডবৎ।
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ →
#কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়—
→ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি।
#কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়—
→ গুরু, শিশু, সন্তান, জন, শিক্ষিত, পাখি।
#নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে—
→ শ্রদ্ধাস্পদাসু
#লিঙ্গান্তর হয় না এমন শব্দ —
→ কবিরাজ, কেরানী ,রাষ্ট্রপতি, ডাক্তার ।
#কতগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ —
→ শাঁকচুন্নী, সধবা, সতীন, সপত্নী, বিধবা, সধবা, ডাইনি, কুলটা এয়ো, দাই।
#দুটি পুরুষবাচক শব্দ রয়েছে —
→ ননদ