কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১. মাল্টিমিডিয়া কত প্রকার ? = ২ ( লিনিয়ার (সিনেমা, ভিডিও, টিভি) , নন- লিনিয়ার (কম্পিউটার )
২. বাংলাদেশে ISP – প্রোভাইডার = আইএসআইএন , গ্রামীন সাইবার নেট, প্রশিকা নেট , ব্র্যাক বিডি নেট , প্রদেষ্টা নেট, অগ্নি সিস্টেমস , বিওএল , কায়েফ নেট , কস্ট নেট ।
৩। ভৌগোলিক অবস্থান হিসেবে বিবেচনা করলে কম্পিউটারের নেটওর্য়াক কত ধরনের? = ২ ( লোকাল এরিয়া, ওয়াইড এরিয়া)
৪। কম্পিউটারে DATE – লিখার রেঞ্জ কত ? = ৪ বাইট
৫। কম্পাইলার কী ? = যে অনুবাদক হাই লেভেল ভাষার উৎস তথা সোর্স কোডকে মেশিন ভাষায় তথা অবজেক্ট কোডে পরিণত করে ।
৬। ইন্টারপ্রেটার কী? = যে অনুবাদক হাই লেভেল ভাষার উৎস তথা সোর্স কোডকে মেশিন ভাষায় তথা অবজেক্ট কোডে পরিণত করে তবে অনুবাদ পদ্ধতি প্রতিটি লাইন ভিন্ন ভিন্ন ভাবে অনুবাদ করে।
৭। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাকে কয় ভাগে ভাগ করা হয় ? = ৩ভাগে
৮। তথ্যের মৌলিক একক কী ? = উপাত্ত
৯। ডাটাবেজের প্রাণ কী? = টেবিল
১০ । ডাটাবেজের ক্ষুদ্রতম একক কী ? = ফিল্ড

১১। কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কবে ? = ১৯৭১সালে
১২। ডিজিটার সিস্টেমে মৌলিক গেট কতটি ? = ৩টি ( অর, অ্যান্ড , নট )
১৩। BCD stands for = Binary Coded Decimal
14. BCD -এর কোড কয়টি বিট দিয়ে গঠিত ? = ৪বিট
১৫। বাংলা ভাষায় তথ্য বিনিময়ের সংকেত কোডিং সিস্টেম হয়  = ইউনিকোড
১৬ । ইউনিকোড -এ পৃথিবীর সকল ভাষার জন্য কতটি কোডের ব্যবস্থা করা আছে ? = ৬৫, ৫৩৬টি ।
১৭। ASCII stands for  = American Standard Codes for Information Interchange .
১৮..ASCII – কোডে সংকেত কতটি ? = ২৫৬টি
১৯. ASCII- কোডের কতটি ইংরেজি ভাষা হরফ, সংখ্যা , ও চিহ্ন জন্য ? = ১২৮টি
২০ । হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে F- এর দশমিক মান কত ? = ১৫ ।

২১। মাল্টি টাস্কিং ও মাল্টি ইউজার সিস্টেমের জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় = UNIX
২২। কম্পিউটারের হার্ডওয়ার ও এ্যাপ্লিকেশন প্রোগামের মধ্যে সমন্বয় করে = সিস্টেম অপারেটর
২৩। সফটওয়ার সাধারণত কত প্রকার ? = ২প্রকার
২৪। USB (Universal Serial Bus) – পোর্টের ডাটা স্থানান্তর ক্ষমতা = ১২ মেগাবাইট /সেকেন্ড
২৫। ফায়ারওয়ার পোর্টের ডাটা স্থানান্তর ক্ষমতা  = ৭৮৬ মেগাবাইট /সেকেন্ড
২৬। Computer – এ কত ধরণের বাস রয়েছে ? = ৩ধরণের । ডেটা বাস, কন্ট্রল বাস, এ্যাড্রেস বাস
২৭। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা এবং লিনাক্স এইগুলো কে কী বলা হয় ? Ans:অপারেটিং সিস্টেম
২৮। সুপার কম্পিউটারের উদ্ভাবক কে? – সেইমার ক্রে
২৯। বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার — সিডিসি-৬৬০০
৩০। বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার — ENIAC

৩১। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব — কৃত্রিম বুদ্ধিমত্তা
৩২। PCMCIA represents a standard for — Notebook.
৩৩। পৃথিবীতে কোন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি করে? — এপসন ১৯৮১, নাম: অসবর্ন
৩৪। বাংলাদেশে তৈরি ল্যাপটপ — দোয়েল।
৩৫। এক ন্যানো সেকেন্ড = এক সেকেন্ড এর একশ কোটি ভাগের এক ভাগ।
৩৬। কম্পিউটারের কাজ ভুল ফলাফল দেওয়াকে বলে – GIGO
৩৭। GIGO এর পূর্ণরূপ – Garbage In Garbage.
৩৮। কম্পিউটার সেকেন্ডে যোগ করতে পারে – দুই কোটি পর্যন্ত।
৩৯। কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে – লুপিং।
৪০। বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ চালু হয় কবে ? ⇨ উত্তরঃ ২১ফেব্রয়ারী ২০১৩।

৪১। বাংলাদেশে ইলেষ্ট্রনিক বুক(EBOOK)-এরযাত্রা শুরু হয় কবে ? ⇨ উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১ ।
৪২। বাংলাদেশে গুগল স্ট্রীট ভিউ কার্যক্রম চালু হয় কবে? ⇨ উত্তর: ৯ ফেব্রুয়ারি ২০১৩..
৪৩। জাতিসংঘ রেডি ও বাংলা কবে যাত্রা শুরু করে? ⇨ উত্তর: ২১ ফেব্রুয়ারি ২০১৩..
৪৪। বাংলা সামাজিক সেবা বেশতো (Beshto) চালু হয় কবে? ⇨ উত্তর: ২৮ ফেব্রুয়ারি ২০১৩..
৪৫। VLSI কথটি হল- ⇨ উত্তরঃ Very Large System Integration
৪৬। www, HTML, DVD, ipod ইত্যাদি কোন কম্পিউটার প্রজন্মের আবিষ্কার ? ⇨ উত্তরঃ ৪র্থ
৪৭। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন “পিপীলিকা”উদ্বোধন করা হয় কবে ? ⇨ উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৩।
৪৮। Blogger এর জনক -Evan Willam Belli
৪৯। কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে? ⇨ উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে।
৫০। কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি কাজ হল- ⇨ উত্তরঃ Input, processing, output and storage
৫১। বাংলাদেশে ১৯৬৪ সালে পরমানু শক্তি কমিশনে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার? অথবা, বাংলাদেশের প্রথম কম্পিউটারটি ছিল-। ⇨ উত্তরঃ – মেইনফ্রেম
৫২। কত সালে ? কোন জেলাকে বাংলাদেশের প্রথমডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ? ⇨ উত্তরঃ ২০ ডিসেম্বর ২০১২ । যশোর ।
৫৩। বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথমউদ্বোধন করা হয় কবে ? ⇨ উত্তরঃ ১৪ অষ্টোবর ২০১২ ।
৫৪। কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি কাজ হল- ⇨ উত্তরঃ Input, processing, output and storage
৫৫। IPOS system includes- ⇨ উত্তরঃ Input, processing, output and-Storage
৫৬। কম্পিউটার সিস্টেমের কয়টি অংশ ⇨ উত্তরঃ ২
৫৭। কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হচ্ছে- ⇨ উত্তরঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার
৫৮। মেমোরির প্রকারভেদমেমোরি সাধারণ ২ প্রকার। (১) প্রাইমারী মেমোরি (মেইন মেমোরি) (২) সেকেন্ডারী মেমোরি (সহায়ক মেমোরি)
৫৯। তথ্যপ্রযুক্তির বিখ্যাত প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতার নাম …

1. Google — Larry Page & Sergey Brin
2. Facebook— Mark Zuckerberg
3. Yahoo— David Filo & Jerry Yang
4. Twitter— Jack Dorsey & Dick Costolo
5. Internet— Tim Berners Lee
6. Linkdin— Reid Hoffman, Allen Blue& Koonstantin Guericke
7. Email— Shiva Ayyadurai
8. Blogger— Evan Willam Belli
9. Whatsapp — Jan Koum & Brian Acton
10.Hotmail— Sabeer Bhatia
11.Mozilla Firefox— Dave Hyatt & Blake Ross
12.Wikipedia— Jimmy Wales
13.You tube— Steve Chen, Chad Hurley & JawedKarim Tom Anderson
14.Skype— Niklas Zennstrom,Janus Friis & Reid Hoffman
15.Opera— Jon Stephenson von Tetzchner & Geir lvarsoy

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nineteen =