সাধারন জ্ঞান পড়লে অনেকের নাকি মনে থাকেনা। তাই তোমাদের আজকে সহজ টেকনিকে সাধারন জ্ঞান। সবাই কবিতার মত মূখস্ত করবে।
D-8 বা (Developing-8) ভূক্ত দেশসমূহঃ
টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব
বা=বাংলাদেশ
প=পাকিস্তান
মা=মালয়েশিয়া
না=নাইজেরিয়া
ই=ইরান
তু=তুরস্ক
মি=মিশর
ই=ইন্দোনেশিয়া
বাকি থাকবে সব।
SAARC এর সদস্যঃ
টেকনিকঃ NIPA MBBS পড়তে আগ্রহী।
N=Nepal
I=India
P=Pakistan
A=Afganistan
M=Malvidas (মালদ্বীপ)
B=Bangladesh
B=Bhutan
S=Sri-lanka
কি খুব কঠিন?
G-7 ভূক্ত দেশসমূহ
টেকনিকঃ জার্মানির কানা রাজা যুযু ফ্রাই খায়
জার্মানি=জার্মানি
কানা=কানাডা
রা=রাশিয়া (এটি এখন নেই।ছন্দ মেলানোর জন্য লিখলাম)
জা=জাপান
যু=যুক্তরাষ্ট্র
যু=যুক্তরাজ্য
ফ্রা=ফ্রান্স
ই=ইতালি
আর খায়= নাই
ECO –ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ
টেকনিকঃ আইতু + ৭ স্তান।
আ=আজারবাইজান,
ই= ইরান
তু=তুরস্ক
আর ৭ স্থান= আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান।