১. বর্তমান সরকার বিচার ব্যবস্থায় সচ্ছতা ও জবাবদিহাতা স্থাপনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
যেমন : যুদ্ধ অপরাধী ও মানবতাবিরধীদের বিচারের কাটগড়ায় আনতে সক্ষম হয়েছে, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পূন্য করে জাতিকে কালিমা থেকে মুক্ত করেছে , জেল হত্যার বিচারে সুষ্ঠভাবে সম্পূণ্য করার জন্যে আপীল করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করেছে।
২. দেশের সার্বভৌমও রক্ষায় সাফল্য অর্জন করেছে। যেমন: ৬৮ বৎসর ধরে চলামান ছিটমহল সমস্যার সমাধান করেছে, ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে চলা বিরোধ নিরোধ করেছে।
৩. বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলারে উন্নিত হয়েছে।
৪. দেশের আইন শৃঙ্খলায় রক্ষা ও জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সাফল্য অর্জন করে আন্তজার্তিকভাবে সুনাম কুড়িয়েছে।
৫. দেশের অবকাঠামোগত গত উন্নায়নে সরকার ফ্রাস্ট ট্রাক প্রকল্প গ্রহন করেছে এবং সাফল্যের সাথে প্রকল্প গুলো চলমান রয়েছে। যেমন: ঢাকা শহরে যনযাট নিরসনে মেট্রোরেল প্রকল্প, দেশের দক্ষিণ -পশ্চিম অঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগ পদ্মা সেতু প্রকল্প ইত্যাদি।
৬. বর্তমান সরকার MDG এর লক্ষ্য গুলো সাফল্যের সাথে অর্জন করেছে বিশেষ করে শিশু মৃত্যুর হার কমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছে এবং SDG এর ১৭ লক্ষ্য অর্জনে ৭ম পঞ্চম বার্ষিক পরিকল্পনা গ্রহন করেছে।
৭. বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে বহুমখী প্রকল্প গ্রহন করে ( রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, সৌর বিদ্যুৎ প্রকল্প) শতভাগ বিদ্যুত উৎপানের দ্বার প্রান্তে অবস্থান করছে।
৮. ডিজিটাল বাংলাদেশ গড়তে সাফল্যের সহিত বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। যেমন : বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন, দেশে ৫ জি সুবিধা চালু, SEA- ME-WE 5 স্টেশন স্থাপন।
৯. বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধনে সাফল্যে সহিত কূটনৈতিক কার্যক্রমের চলামান রেখেছে, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আন্তর্জাতিক ভাবে সমাদৃত হয়েছে।
১০. অর্থনৈতিক কাঠামো স্থাপনে ও দেশে বিনিয়োগ বাড়ানোর জন্যে Special Economic Zone Area ঘোষনা করেছে। পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির মাধ্যেমে প্রধান রপ্তানি পন্য উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত আছে।