সংখ্যাবাচক শব্দ নিয়ে বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ক শব্দের তালিকা:
১. ত্রিফলা (আমলকী, হরীতকী ও বহেড়া)
২. ত্রিদেব (ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর)
৩. ত্রিভুবন (স্বর্গ, মর্ত্য ও পাতাল)
৪. ত্রিবিদ্যা/ত্রিবেদ (ঋক, সাম ও যজু)
৫. ত্রিকাল (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ)
৬. তিনকাল (শৈশব, যৌবন ও বার্ধক্য)
৭. তিনকুল (পিতৃবংশ, মাতৃবংশ ও শ্বশুরবংশ)
৮. চতুর্যুগ (সত্য, দ্বাপর, ত্রেতা ও কলি)
৯. চতুর্বর্ণ (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র)
১০. চতুর্বেদ (ঋক, সাম, যজু ও অথর্ব)
১১. চতুরঙ্গ (হাতি, ঘোড়া, রথ ও পদাতিক)
১২. চতুর্দিক (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম)
১৩. পাঁচফোড়ন (জিরা, কালোজিরা, মেথি, মৌরি ও রাঁধুনি)
১৪. পঞ্চকন্যা (অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী)
১৫. পঞ্চকর্ম (বমন, বিরেচন, নস্য, নিরূহ ও অনুবাসন)
১৬. পঞ্চগঙ্গা (ভাগীরথী, গোমতী, কাবেরী, কৃষ্ণা ও পিনাকিনী)
১৭. পঞ্চগুণ (রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ)
১৮. পঞ্চদেবতা (গণেশ, সূর্য, বিষ্ণু, শিব ও দুর্গা)
১৯. পঞ্চনদী (কিরণা, ধূতপাপা, সরস্বতী, গঙ্গা ও যমুনা)
২০. পঞ্চপর্ব (অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা ও রবিসংক্রান্তি)
২১. পঞ্চপাণ্ডব (যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব)
২২. পঞ্চভূত/পঞ্চপ্রেত (ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ ও ব্যোম)
২৩. পঞ্চবটী (অশ্বত্থ, বিল্ব, বট, অশোক ও আমলকী)
২৪. পঞ্চশস্য (ধান, মাষকলাই, যব, তিল ও মুগ)
২৫. পঞ্চামৃত (দই, দুধ, ঘি, মধু ও চিনি)
২৬. পঞ্চরত্ন (নীলকান্ত, হীরক, পদ্মরাগ, মুক্তা ও প্রবাল)
২৭. পঞ্চশীল/গৌতম বুদ্ধের পাঁচটি উপদেশ (জীবহত্যা না করা, চুরি না করা, মিথ্যা না বলা, কামাচারে আসক্ত না হওয়া ও মদ্যাসক্ত না হওয়া)
২৮. পঞ্চেন্দ্রিয়/জ্ঞানেন্দ্রিয় (চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক)
২৯. কর্মেন্দ্রিয় (বাক, হস্ত, পাদ, পায়ু ও উপস্থ)
৩০. অন্তরেন্দ্রিয় (মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার)
৩১. ষড়ঋতু (গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত)
৩২. ষড়গুণ (সন্ধি, বিগ্রহ, আসন, যান, দ্বৈধ ও আশ্রয়)
৩৩. ষড়রিপু/ষড়বর্গ (কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য)
৩৪. ষড়গোস্বামী/শ্রীচৈতন্যদেবের ছয়জন ভক্ত ও শিষ্য (রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ও জীব গোস্বামী)
৩৫. সপ্তধাতু (রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র)
৩৬. সপ্তপাতাল (তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল ও রসাতল)
৩৭. সপ্তরক্ত (করতল, পদতল, অপাঙ্গ, জিহ্বা, তালু, ওষ্ঠাধর ও নখ)
৩৮. সপ্তর্ষি/সপ্তর্ষিমণ্ডল (মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ)
৩৯. সপ্তলোক (ভূ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য)
৪০. সপ্তরথী (দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, শকুনি, দুর্যোধন ও দুঃশাসন)
৪১. সপ্তাহ/সাতদিন (রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি)
৪২. সাতসমুদ্র (লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, ক্ষীর ও জল)
৪৩. অষ্টধর্ম (সত্য, শৌচ, অহিংসা, অনসূয়া, ক্ষমা, অনৃশংস্য, অকার্পণ্য ও সন্তোষ)
৪৪. অষ্টধাতু (সোনা, রুপা, তামা, পিতল, দস্তা, কাঁসা, সিসা ও লোহা)
৪৫. অষ্টনায়িকা (মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারসিংহী ও কৌমারী)
৪৬. অষ্টমূর্তি (ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, যজমান, সোম ও সূর্য)
৪৭. অষ্টরস (শৃঙ্গার, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস ও রৌদ্র)
৪৮. নবগুণ (আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, আবৃত্তি, তপস্যা ও দান)
৪৯. নবগ্রহ (বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো)
৫০. নবছিদ্র (দুই চোখ, দুই কান, দুই নাসারন্ধ্র, মুখ, পায়ু ও উপস্থ)
৫১. নবরত্ন (মুক্তা, মাণিক্য, বৈদূর্য, গোমেদ, হীরক, বিদ্রুম, পদ্মরাগ, মরকত ও নীলকান্ত)
৫২. নবরত্ন/বিক্রমাদিত্যের রাজসভার নয়জন সভাসদ (ধন্বন্তরী, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির ও বররুচি)
৫৩. দশদিক (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈর্ঋত, ঊর্ধ্ব ও অধঃ)
৫৪. বারোমাস (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র)