৩৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
হালিমা আক্তার ইমা
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
ইংরেজি বিভাগ।
একটা মাত্র চয়েজ ছিল। ইংরেজিতে পোস্ট ছিল ৬১ টি।বিষয়ভিত্তিক সিটের ভিতর ইংরেজিতে সবচেয়ে প্রতিযোগিতা হয় জেনে ও একটা চয়েজ দিছি । ১২০০ ভাইভা দিছে ইংরেজি থেকে। আর আমার ৪০ রিটেন আর ভাইভা কাছাকাছি ছিল। রিটেনের ২৫ দিন পর ভাইভা দেই।
৪/০২/২০২০
বোর্ড ঃশ্রদ্ধেয় স্যার নূরজাহান বেগম এনডিসি।
সিরিয়াল ঃ১০
ভাইভার আগে জামদানি কিনেছিলাম এবং জামদানির ইতিহাস জেনে গেছি। খুব পরিপাটি ভাবে গিয়েছিলাম।
দরজা খুলে সালাম দেওয়ার সাথে সাথে নূরজাহান স্যার এর প্রথম প্রশ্ন কোথায় আছো?
আমিঃআমি এই প্রশ্নের জন্য মুচকি হাসি দিলাম মুখ বন্ধ করে।দাঁড়িয়ে ছিলাম বসতে বলা না পর্যন্ত। বসার পর ধন্যবাদ দিয়ে প্রশ্নের উত্তর দিলাম এভাবে আসলে স্যার আমি বিসিএস ছাড়া কোথাও এপ্লাই করেনি । ৩৮ তম বিসিএস ভাইভা আজ দিচ্ছি আর ৪০ রিটেন কিছুদিন আগে দিলাম। এখনো ও বেকার আছি।
নূরজাহান স্যার ঃতোমার নাম ইমা?
আমি ঃজি স্যার, মনে মনে ভাবছি এখন কি Jane Austen এর Emmaএর কথা বলবে নাকি! না এমা ওয়াটসন তবে এগুলো ও দেখে গেছি। কিছুই জিজ্ঞেস করে নি।সোজা সার্টিফিকেট এ চলে যান। এক্সটার্নাল কে বলেন উনার অনার্স আর মাস্টার্স এর রেসাল্ট বলেন।৩.৩৮ শোনার পর আবার জিজ্ঞাসা করেন একটা চয়েজ দিয়েছো টিচার হতে চাও? কেনো?
আমি ঃ স্যার আমি মূলত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছেড়ে ন্যাশনাল ভার্সিটিতে আসি। আবার বিবাহিত হওয়ায় একটা চাপে ছিলাম। আমার শ্রদ্ধেয় মরহুম স্যার মফিজুল ইসলামের অনুপ্রেরণায় ভালো রেসাল্ট এর পাশাপাশি সাহিত্যের অনেক কিছু শিখতে পারি।মূলত উনি আরেকটা মফিজুল ইসলাম স্যার বানাতে চেয়েছিলেন আর আমি শিক্ষকতার হাত ধরে হাজারটা মফিজুল ইসলাম স্যার বানাতে চাই।
নূরজাহান স্যার ঃতোমার আইকনিক টিচার উনি। আছ্ছা বলো এক মিনিট রোহিঙ্গা সম্পর্কে ..
আমি ঃ একমিনিট বলাতে শুধু মূল কথা বল্লাম
শুধু দক্ষিণ এশিয়া নয় সমগ্র বিশ্বে, এগারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার বিশ্বের প্রথম মানবতাবাদী দেশ হিসেবে অনন্য নজির স্হাপন করেছে। কিন্ত আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত ৪০০কোটি বরাদ্দের ফলে তারা বিষফোঁড়া হয়ে দাড়াচ্ছে।রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। অতএব বাংলাদেশ এর দায়ভার বহন করবে না।বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসা এবং সমস্যা সমাধানে এগিয়ে আসা।
নূরজাহান স্যারঃ প্রতিবন্ধী এর জন্য সরকার কী করছে?
আমি ঃ বর্তমান সরকার বাজেটে প্রতিবছর আলাদা বরাদ্দ রাখছে
প্রতিবন্ধী ভাতা ১৫ লক্ষে উন্নীত করা হয়েছে। মাসিক ৭০০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্হা করছে (এগুলো রিটেনে পড়েছিলাম)
এছাড়া আশার খবর জনাব সায়মা ওয়াজেদ পুতুল অটিজিম নিয়ে যে কাজ শুরু করেছেন তা সমাজে অটিজম নিয়ে ভাবনার পরিবর্তন আনছে।
নূরজাহান স্যার ঃকুমিল্লা জেলার বিখ্যাত ব্যক্তির নাম বলো??
আমি ঃ বোর্ড যেহেতু মহিলা চেয়ার ম্যান তাই নবাব ফয়জুন্নেসা দিয়ে বাকী সবার নাম বল্লাম
নূরজাহান স্যার ঃবাচ্চা আছে,স্বামী কি করে?
আমি ঃজি, ছেলে আছে একজন, ক্লাস ফোরে পড়ে। স্বামী প্রবাসে একটা ম্যাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন।
নূরজাহান ঃআছ্ছা স্যার প্রশ্ন করুন..
এক্সটার্নাল ১ঃ
ইলিয়াড আর ওডেসি নিয়ে বলো…
আমি ঃস্যার যেহেতু বাংলায় প্রশ্ন করেছেন তাই বাংলায় বল্লাম।
এক্সটার্নাল ঃআছ্ছা একটা বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্য এর উপন্যাস এর তুলনামূলক আলোচনা করো
আমি ঃএটা ভালো পেরেছি । অসমাপ্ত আত্মজীবনী আর Winston Churchill চার্চিলের এর History of the second world war গল্প বলেনি কিন্ত মোটিফ, উদ্দেশ্য , অনুপ্রেরণায় জায়গা, গল্পের পিছনে একজনের মহানায়ক হয়ে উঠা আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষমতা লড়াইয়ের বাইরে আরো কত স্বার্থ ও রাজনীতি এসব
এক্সটার্নাল ১ এর একটা প্রশ্নের উত্তর পারেনি।
এক্সটার্নাল ১ঃVictorian spirit আর Lord Alfred Tennyson থেকে প্রশ্ন করেন
এগুলো উত্তর দিলাম
এক্সটার্নাল ২ঃ The victorian period থেকে অনেক কিছু জিজ্ঞেস করেন। (dramatic monologue, My Last Duchess , Browning, Arnold)
এগুলো পেরেছি।
ভিক্টোরিয়ার স্টুডেন্ট দেখে সবাই ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে প্রশ্ন থেকে করেন।অথচ শেকসপিয়ার থেকে শুরু করে সব পড়ে গেছি।
আসার সময় ধন্যবাদ দেওয়ার সময় নূরজাহান স্যার বলেন তুমি কি বিদেশ চলে যাবে?
উনি প্রশ্ন জিজ্ঞেস করছে তাই শুধু বলছি না স্যার (মনে মনে বলি বিসিএস ছেড়ে কোথাও যাব না।)
একটা কথা সবসময় বিশ্বাস করি এবং স্বতন্ত্র থাকতে চাই
Two roads diverged in a wood and I took the one less traveled by
And that has made all the difference.
ভাইভা নিয়ে ভীতি ছিল, ভেবেছিলাম কি জানি হয়, কত প্র্যাক্টিস আয়নার সামনে দাঁড়িয়ে করেছি, তবে মুক্তিযুদ্ধ, সংবিধান , নিজের বিষয় পড়েছি।ভাইভা দিয়ে মনে হলো ভাইভা ভাগ্যের ব্যাপার। কারণ কাকে দেখে তাদের কি মনে আসে তারাই বলতে পারেন। তবে প্রশ্ন করার পর প্রশ্নকর্তা কি উত্তর পেলে কারো জ্ঞান সম্পর্কে ধারনা পাবে তা তখনি ঠিক করে বলতে পারলে ভাইভা অনুকূলে চলে আসে। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ!!
হালিমা আক্তার ইমা
৩৮তম বিসিএস
বিসিএস সাধারণ শিক্ষা (সুপারিশ প্রাপ্ত)
মেধাক্রমঃচতুর্থ
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/