যতটুকু মনে পড়ে হুবহু বলার চেষ্টা করলামঃ
লিখিত খারাপ ও ব্যাকআপ চাকরি থাকার সুবাদে ভয় জিনিসটা খুব বেশি ফিল হয় নাই। সকাল থেকে চাইছিলাম জব্বার স্যারের বোর্ডে যেন না পড়ে, হায়্রে কপাল।
যেখানে গেলে বাঘের ভয়……সেখানেই পিএসসি।
(কারন উনি বুয়েটের, টেক্নিক্যাল যদি বেশি ধরে)
বোর্ড- আব্দুল জব্বার স্যার।
সিরিয়াল- ৮/১২.
সময়- ১৩-১৪ মিনিট।
চয়েজ- পুলিশ, প্রশাসন….
সালাম দিয়ে ঢোকার পর, চেয়ারম্যান স্যার বসতে বল্লেন।
চে- নাম কি, বাড়ি কোথায়, কোথায় পড়াশুনা করেছেন? রেসাল্ট এত ভালো টিচার হোন নাই কেন?
-স্যার দেশের জন্য ভালো কিছু করার ইচ্ছা। টিচিং এ আবেদন করেও কোন সাড়া পাই নি সেভাবে।তাই ওই আশা ছেড়ে দিছিলাম।
চে-বাবা কি করে?
– স্যার, বাবা কৃষক। চিংড়ি মাছের ঘের আছে একটা ছোট।
চে- পুলিশ কেন প্রথম চয়েস?
– (ছোটবেলা থেকে খেলাধুলা করা হইছে খুব। তাছাড়া আউটডোর একটিভিটিস বেশি পছন্দ।) (রেডি ছিল, এটাই সুন্দর ভাবে বলছিলাম। স্যার খুশি।)
চে- আউটডোর একটিভিটিস তো প্রশাসনেও আছে।
– জি স্যার, তবে আমার পুলিশ বেশি ভালো লাগে।
চে- পুলিশের এত দুর্নাম করে সবাই। তাহলে কেন পুলিশ দিলেন?
– স্যার, পুলিশকে অনেক আগে থেকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হইছে। বাংলা সিনেমায় পুলিশ নেগেটিভ রোল প্লে করে, ক্লিমেক্সের পর উপস্থিত হয়। তাছাড়া অনেক প্রবাদেও পুলিশকে কটাক্ষ করা হইছে। বাচ্চাকে তার মা ভয় দেখায় যে, কান্না থামাও না হলে পুলিশ আসবে। ভাষা আন্দোলনে ছাত্রদের অপর গুলি চালিয়েছে পুলিশ । সামরিক সরকারের সময়ও পুলিশি নিপীড়ন দেখতে পাই। সব মিলিয়ে আমাদের পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারনা জন্মেছে স্যার।
তবে এটা ভুলে গেলে চলবে না স্যার যে, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ রাজারবাগ থেকে পুলিশই করেছিল।
(এটা আমার রেডি ছিল, স্যাররা অনেক খুশি)
চে-হু, আপনাকে পুলিশেই বেশি মানাবে। ফিটনেস ঠিক আছে।
এক্স ১- আপ্নার বসার ভংগী পুলিশদের মতো।
এক্স ১- জিম করেন??
– স্যার এক্তু।
– হু, দেখলেই বোঝা যায়।
চে- হাইট কত?
-স্যার, ৫’৯”।
চে- PBI, NSI, DGFI এ গুলা কোন মন্ত্রনালয় বা সংস্থার ভিতর পড়ে?
– PBI,স্বরাস্ট্র মন্ত্রণালয়ের।
– NSI,প্রধানমন্ত্রীর কার্যালয়ের
-DGFI,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
চে- সাধারণ থানা ও মডেল থানার পার্থক্য কি?
– সাধারণ থানায় ইন্সপেক্টর ইনচার্জ এ থাকে।
মডেলে এ এস পি। তাছাড়া মডেল থানায় আধুনিক অস্ত্র বেশি থাকে। ইত্যাদি।
এক্স ১- চোর ও ডাকাতের ভিতর পার্থক্য কি?
– স্যার, ৪-৫ জন হলে চোর। তার বেশি ডাকাত।
আর চোর না বলে নেয়, ডাকাত জোরপূর্বক নিয়ে নেয়। (অনেক হাসাহাসি, কিন্তু বলল ২ জনও ডাকাতি করতে পারে । তবে পরের সংগা ঠিক আছে )
এক্স ১- কি কি খেলাধুলা করতেন?
– ক্রিকেট ফুটবল বেশি খেলি স্যার। ডিপার্টমেন্ট টিমের ৪ বছর ক্যাপ্টেন ছিলাম।
১- ইন সুয়িং ও আঊট সুয়িং কাকে বলে।
১- বেস্ট সুয়িং বলার কে?
– স্যার,অনেকে ভালো করে, তবে ওয়াশিম আকরামের বল ইউটিউবে দেখছি, হি ইস দ্যা বেস্ট।
১- স্পিনার ও পেসার কি?
১-আপ্নি কোনটা করেন?
১- ফুটবলে কোন পজিশনে খেলেন?
ইত্যাদি ইত্যাদি
(এক্স ২ঃ ৯-১০মিনিট কোন কথাই বলে নাই। শুধু আমাকে ফ্ল করতে ছিল।)
এক্স ২- এলাকার বিখ্যাত কিছু জিনিসের নাম বলুন।
– স্যার, সুন্দরবন। চিংড়ি মাছ। সন্দেশ। ঘরের টালি।
এক্স ২- সুন্দরবন গেছেন কখনও?
– জ্বি স্যার, ২ বার।
চে- আমাদের স্যাটেলাইট কিভাবে কাজ করবে?
– উত্তর। স্যার অনেক খুশি হইছিল।
(আর কিছু টুকটাক প্রশ্ন ছিল, মনে নেই)
চে- ঠিকাছে, আপ্নি এখন আসতে পারেন।
সালাম দিয়ে, বের হয়ে আসছিলাম।
(খুবই স্পষ্ট ভাবে বিনয়ের সাথে উত্তর দিছিলাম)
(৯০% এর মত উত্তর দিতে পেরেছিলাম মনে হয়)
(ভাইভা পুরা বাংলায়)
(লিখিত বাজে দিছিলাম, বাট ভাইভা ছিল স্বপ্নের মত)
নাম-সৌমেন্দ্র কুমার বাইন।
বাড়ি- দেবহাটা, সাতক্ষীরা।
বিষয় – ইলেকট্রনিকস & টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ( রুয়েট)
সুপারিশপ্রাপ্ত-
বিসিএস_পুলিশ (মেধাক্রম-২০)
আমার জন্য সবাই আশির্বাদ ও দোয়া করবেন।
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/