শুভ্র দেব সাহেবের ভাইভা অভিজ্ঞতা

পুলিশ যাদের ফার্স্ট চয়েজ তাদের জন্য আমার ভাইভা অভিজ্ঞতা নতুন দ্বার উন্মোচন করে দিবে। আই বেট। ফ্যাসেন ইউর সিটবেল্ট গাইজ।
দীর্ঘদিন চেপে ছিলাম।
ফার্স্ট অফ অল লেট মি ইন্ট্রোডিউস মাইসেল্ফ।
শুভ্র দেব
এএসপি, ৩৮ তম বিসিএস(সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রমঃ ৪০তম।
বর্তমান কর্মস্থলঃ সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক।
পড়াশোনাঃ আই আর, ঢাবি।
সেশনঃ ১২-১৩
ফার্স্ট চয়েজঃ বিসিএস পুলিশ। (এডমিন, ট্যাক্স…)
ভাইভা ডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৯।
বোর্ডঃ বিজ্ঞ সদস্য জনাব আব্দুল লতিফ স্যার।
সিরিয়ালঃ ৪র্থ। (১২ জনের মধ্যে)
ভিতরে গিয়ে আদাব দিয়ে বসলাম। লতিফ স্যার উনার হাজার বছরের সেই চিরায়ত লুক, ভ্রু কুচকে চোখ দুটা সাইকিয়াট্রিস্ট দের মত করে ইন্সপেক্ট করতে লাগলো আমাকে। আমার বুক ধকধক থাকলেও মুখে মুচকি হাসি।
চেয়ারম্যান স্যারই শুরু করলেন।
চেয়ারম্যানঃ হোয়াটস ইউর ন্যাম?
আমিঃ আন্সারড।
চেঃ হোয়াট ওয়াজ ইউর ইন্সটিটিউশান?
মিঃ আন্সারড।
চেঃ সো ইউ ওয়ান্ট টু বি আ পুলিশ! টেল মি দ্য ডিফারেন্স বিটুইন পিস্তল এন্ড রাইফেল।
মিঃ আন্সারড( উইথ স্টাম্বল) বাট নট এক্সেপ্টেড।
চেঃ হোয়াট ইজ জসগস্কযব্হদগসব ট্র্যাজেডি ? (এরকমই হইসিল। আপনাদের মত আমিও বুঝিনি 😅)
মিঃ (হাবলার মত বললাম) স্যার আই ডোন্ট গেট ইউ।
চেঃ (স্লো মোশনে) হোয়াট ইজ ইয়াসমিন ট্র্যাজেডি?
মিঃ জানতাম বাট মনে পড়ছিল না। একটু ভাবতেসিলাম। তিনি ছ্যাত করে বললেন, না পারলে ছেড়ে দেন। বললাম, সরি স্যার।
চেঃ নুসরাত হত্যা মামলার কথা তো শুনেছেন? নুসরাত কার কাছে ডেথ ডিক্লারেন্স দেয়?
মিঃ আন্সারড বাট হি ওয়াজন্ট কনভিন্সড।
চেয়ারম্যান স্যার বিরক্ত হয়ে এক্সটার্নাল-১ এর কাছে পুশ করলেন। এক্স-১ স্যারের চেহেরা ছিল অনেকটা হুমায়ুন ওমরেশ পুরির মত। রক্ত শীতল হয়ে গেসিল।
এক্স-১ঃ সো, শুভ্র দেব ইউ আর লুকিং নার্ভাস। ঢাকায় থাকেন। বলেন, হাউ মেনি ট্রাফিকস আর দেয়ার ইন ঢাকা সিটি?
মিঃ উনি একবার বাংলা একবার ইংরেজি বলায় কনফিউজড হয়ে জিজ্ঞাসা করি, স্যার বাংলা নাকি ইংরেজিতে উত্তর দিব?
এক্স-১ঃ (বিদ্রুপের সুরে) বাংলায় তো করতে চাচ্ছেন বোধায়। করেন।
মিঃ স্যার, প্রায় ৭ লক্ষ (হুদাই ঢিল ছুড়সি, আমার বাপও বলতে পারবে না)
এক্স-১ঃ হয়নি। ১৩ লক্ষ। এবার বলেন টোটাল রিক্সা কত?
মিঃ (ভাবলাম এবার একটু কম বলি) স্যার ৩ থেকে ৪ লক্ষ।
এক্স-১ঃ হয়নি। ৭ লক্ষ।
মিঃ ভোদাই মার্কা হাসি দিয়ে তাকায় আছি 😥
এক্স-১ঃ আচ্ছা বলেন, আপনি তো ডিএমপি তে পোস্টিং পেতে পারেন। এই যে হিউজ ট্রাফিক, এসব মেইনটেইন করবেন কিভাবে?
মিঃ (১০/১২ সেকেন্ডে নিয়ে আন্সার গুছাইতেছিলাম, চেয়ারম্যান স্যার রেগে বললেন না পারলে ছেড়ে দেন। আমরা কি অগাধ টাইম নিয়ে বসছি নাকি?) আন্সারড প্রোপারলি।
এক্স-১ঃ এক্সট্রাডিশান ট্রিটি কি?
মিঃ আন্সারড।
এক্স-১ঃ বাংলাদেশের কোন কোন দেশের সাথে আছে?
মিঃ আন্সারড।
এক্স-১ঃ বন্দি বিনিময় হইসে কোন কোন দেশের সাথে?
মিঃ স্যার ভারত।
এক্স-১ঃ শুধু ভারত? থাইল্যান্ডের সাথে হয়নি?
মিঃ কনফিউশান নিয়ে, না স্যার।
এক্স-১ ভুল আন্সার, থাইল্যান্ডের সাথেও হয়েছে বলে এক্স-২ এর কাছে ঠেলে দিলেন।
এক্স-২ স্যার এতক্ষণ চুপচাপ শুনছিলেন আর পর্যবেক্ষণ করছিলেন। আমার প্রতি বেচারার মায়া প্রথম কোয়েশ্চেনেই টের পেলাম।
এক্স-২ঃ বলো, পি আর বি কি?
মিঃ আন্সারড।
এক্স-২ঃ কত সালে?
মিঃ আন্সারড।
এক্সঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পার্থক্য কি?
জানা আন্সার। একটু ভেবে বলতে যাবো তখনই টুট টুট টুট করে এলার্ম বাজলো। চেয়ারম্যান স্যার হন্তদন্ত হয়ে বলো টাইম ইজ আপ।
ভাইভার টাইম ছিল ৭-৮ মিনিট। লিটারালি, ২০০ মারক্সের ভাইভা ৭-৮ মিনিট!
বিমর্ষ লাগছিল। উঠে চলে আসবো তখন চেয়ারম্যান স্যার বললেন,
চেঃ আচ্ছা বলতো জি আর পি কি?
মিঃ খুব সুন্দর করে আন্সার করলাম।
স্যার বললেন আচ্ছা যাও। সালাম দিয়ে, দোয়া চেয়ে বের হলাম।
বের হয়ে হাটতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল, স্বপ্নটাকে কবর দিয়ে আসলাম।
রিটেন ভালো হইসিল। বাংলাদেশ বিষয়াবলিতে ২০ মার্ক ছাড়লেও কনফিডেন্স ছিল টোটাল ৫৬০-৫৭০ পাবো। বাট ভাইভা ভালো না হলে যে জেনারেল ক্যাডার আশা করাটা বোকামি!
কিন্তু না, বিধাতা নিরাশ করেননি। 😍
কোটাহীন এই ছেলেটাকে প্রথম বিসিএসেই পুলিশ ক্যাডার দিয়েছেন
সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতেসে। দোয়া করবেন। ভালোবাসা সকলের প্রতি ❤
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =