অনিন্দ অভি সাহেবের ভাইভা অভিজ্ঞতা

ভাইভা অভিজ্ঞতা : ৩৮ তম বিসিএস
চয়েস: Foreign Affairs, Roads & Highway
সাবজেক্ট: Mechanical Engineering (RUET)
বোর্ড : প্রফেসর হামিদুল হক স্যার
সময়: ১৫ মিনিট
আমাকে উল্লেখযোগ্য যা যা প্রশ্ন করা হয়েছিল –
চেয়ারম্যান স্যার : দেশে এত প্রজেক্ট চলছে তাও এত ইঞ্জিনিয়ার কেনো বিসিএস দিচ্ছে ?
চেয়ারম্যান স্যার : দেশের অন্যতম রাজনৈতিক দলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনার নাম বলুন।
চেয়ারম্যান স্যার : সম্প্রতি একজন প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন, উনার নাম এবং উনার রাজনৈতিক দলের নাম কি ?
চেয়ারম্যান স্যার : জাস্টিন ট্রুড্যুর পিতার নাম কি এবং উনি কে ছিলেন ?
চেয়ারম্যান স্যার : বিবি রাসেলকে চিনেন ? উনি কে ?
এক্সটার্লান (১) : চলমান বৈশ্বিক ইস্যুগুলো বলুন।
এক্সটার্লান (১) : ইউকের প্রধান দুইটি রাজনৈতিক দলের নাম বলুন ।এদের মধ্যে কারা কাশ্মীর ইস্যুকে সমর্থন করছে ।
এক্সটার্লান (১) : টিউলিপ সিদ্দিক কে? উনি কোন রাজনৈতিক দলের সাংসদ?
এক্সটার্লান (১) : ছায়া মন্ত্রীসভা কি? টিউলিপ সিদ্দিক ছায়া মন্ত্রীসভার কোন দায়িত্বে রয়েছেন ? মাননীয় প্রধানমন্ত্রী তার কি হন ?
চেয়ারম্যান স্যার : Who is the head of UNICEF in Bangladesh?
চেয়ারম্যান স্যার : আপনার জেলার একজন বিশিষ্ট ব্যাক্তিত্ব কর্মকমিশনে রয়েছেন, উনি কে ?
চেয়ারম্যান স্যার : উনার আর কি পরিচয় রয়েছে? উনার কর্মজীবন সম্পর্কে বলুন। উনার লিখা দুইটি বই এর নাম বলুন।
চেয়ারম্যান স্যার : শাহ আব্দুল করিমের দুইটি গানের দুই লাইন করে বলুন।
চেয়ারম্যান স্যার : জাতিসংঘের ব্যার্থতাগুলো বলুন।
এক্সটার্নাল (২) : বাংলাদেশের সাথে জাতিসংঘের এপর্যন্ত সম্পর্কের ইতিহাস বলুন।
এক্সটার্নাল (১) : হাওর অঞ্চলে মাছ মারা যাচ্ছে কেনো ? এর প্রতিকার কি হতে পারে বলে আপনার মনে হয় ?
এক্সটার্নাল (২) : ইউকের সাধারন নির্বাচন কবে হতে যাচ্ছে?
চেয়ারম্যান স্যার : এলান গিন্সবার্গ ও জর্জ হ্যারিসন সম্পর্কে বলুন। কোথায় কনসার্টটি হয়েছিলো? উনার সাথে আর কে কে উপস্থিত ছিলেন সেখানে?
চেয়ারম্যান স্যার : জাতিসংঘের আরো কিছু ব্যার্থতা বলুন।
ভাইবা বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিলো, হামিদুল হক স্যার নিজেও অনেক সাপোর্টিভ। ভাইবায় পজিটিভ থাকা খুব জরুরি। আমি ১২ জনের মধ্যে ১২তম ছিলাম, তাই ততটা ভয় কাজ করেনি।
অনিন্দ অভি
সহকারী প্রকৌশলী (Mechanical)
সড়ক ও জনপথ ( সুপারিশকৃত)
মেধাক্রম:ষষ্ঠ
Mechanical Engineering
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( RUET )
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =