বিভিন্ন ইজম বা বাদ সম্পর্কিতঃ পার্ট-০১

বিভিন্ন ইজম বা বাদ সম্পর্কিতঃ পার্ট-০১
১। আন্তর্জাতিক সম্রাজ্যবাদের উদ্ভব হয় কবে? * বিংশ শতাব্দীর প্রথমার্ধে । নোট: সম্রাজ্যবাদের সর্বোচ্চস্তর পুঁজিবাদ
২। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোন দেশে সম্রাজ্যবাদী মনোভাব তীব্রতর হয়? = জার্মানী ও ইতালি।
৩। কোন চুক্তির মাধ্যমে সমগ্র আফ্রিকাকে ইউরোপের উন্নত দেশগুলো নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়? = ১৮৮৬সালের বার্লিন চুক্তির মাধ্যমে।
৪। অর্থনৈতিক উদ্দেশ্যে সমাজ্র করে কোন দেশ? = বৃটেন ও ফ্রান্স
৫। পুঁজিবাদকে সম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর বলে কে আখ্যায়িত করেছেন? = ভি. আই. লেনিন।
৬। উপনিবেশবাদের উদ্ভব হয় কবে? =ষোড়শ শতাব্দীর পর থেকে
৭। কোন আন্দোলনের কারণে উপনিবেশগুলো স্বাধীনতা অর্জন করে ? = জাতীয়তাবাদ( ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের শুরুতে )
৮। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার অন্যতম শক্তি হল =জাতীয়তাবাদ
৯।জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ? * ম্যাকিয়াভেলি
১০। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন কে ? =বিসমার্ক
১১।জাতীয়তাবাদের ফলে স্বাধীন হওয়া রাষ্ট্রসমূহকে নিয়ন্ত্রনের নতুন কৌশল কোনটি ? =নব্য উপনিবেশবাদ
১২।নব্য উপনিবেশবাদের হাতিয়ার বলা হয় কোনটিকে? = মুক্তবাজার অর্থনীতিকে
১৩। নতুন বিশ্ব ব্যবস্থা কী ? =এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা
১৪। নতুন বিশ্ব ব্যবস্থার উদ্ভব হয় কবে?/ দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার পতন হয় কবে? =১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে
১৫।২য় বিশ্বযুদ্ধের পরে কী কারণে আমেরিকা এবং রাশিয়া দুই মেরুকেন্দ্রিক রাজনীতিতে বা স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে? =পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক মতাদর্শের
১৬।মধ্যযুগের একটি অর্থনৈতিক কাঠামোয় মূলত জমির মালিকানার উপর নির্ভর করে যেখানে রাজারা ছিলো নিজের রাজ্যের সব জমির একচ্ছত্র মালিক সেই অর্থনৈতিক ব্যবস্থা হলো = সামন্তবাদ
১৭।সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ? =ইতালি ।ফ্রান্সে বিকশিত হয়।
১৮। বিশ্বায়ন শুরু হয় কবে ? =১৯৯৫ সালে । WTO প্রতিষ্ঠার পর থেকে । বিশ্বায়ন দশক ১৯৯৫-২০০৪ । বিশ্বায়নের জনক মার্শ্যাল ম্যাকলোহান
১৯।WTO প্রতিষ্ঠার জন্য ৮বছর ব্যাপী উরুগুয়ে রাউন্ড শুরু হয় কবে? =১৯৮৬ সালে শেষ হয় ১৯৯৩ সালে
২০।আধুনিকতা শুরু হয়- = উনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ( ১ম বিশ্বযুদ্ধের আগে )
২১।উত্তর আধুনিকতাবাদের সূচনা পর্ব = ১৯১০-১৯৩০( বিকাশ ২য় বিশ্বযুদ্ধের পরে)
২২।কোন বিপ্লবের সামন্তবাদের অবসান ঘটে ? = ফরাসি বিপ্লব (১৭৮৯) ( স্বাধীনতা , সাম্য , ভ্রাতৃত্ব স্লোগান)
২৩।বর্ণবাদ আইন চালু হয় কোথায় ? -দক্ষিণ আফ্রিকায়। ১৯৫৬ সালে ‘বর্ণবাদ আইনে’ দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আগমন ঠেকাতে ভারতীয় মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করা হয়েছিল। জেমস হার্জল = বর্ণবাদ নীতির প্রবক্তা (১৯৪৮) নেলসন ম্যান্ডেলা = বর্ণবাদ নীতি ও শেতাঙ্গ শাসনের অবসানে ‘সংগ্রাম’ করেন। এফ ডব্লিও ক্লার্ক = প্রেসিডেন্ট হিসেবে শেতাঙ্গ শাসনের অবসানে ‘সংস্কার পদক্ষেপ ও গণভোট’ নিয়েছিলেন।
২৪।বর্তমান বিশ্বের সমাজতান্ত্রিক দেশ কয়টি ও কী কী ? =চীন, কিউবা, লাওস ও ভিয়েতনাম
২৫।’এক দেশ এক সমাজতন্ত্র’ কোথায় ছিল ? =রাশিয়া (স্ট্যালিন চালু করেন )
২৬।এক দেশ দুই নীতি (দেং জিয়াওপিং) = চীন; চীন = সমাজতান্ত্রিক আর হংকং = পুঁজিতান্ত্রিক দেশ। তাই ১৯৯৭ সালে হংকং চীনের শাসনাধীনে আসলে হংকং এর ‘পুজিতন্ত্রকে’ টিকিয়ে রাখার জন্য ‘এক দেশ দুই নীতি’ চালু করা হয়। এই নীতির মেয়াদ (১৯৯৭-২০৪৭)।
২৭।দাস ক্যাপিটাল বইটির লেখক কে? = (কার্ল মার্কস । এটি সমাজতন্ত্রের বাইবেল (কার্ল মার্কস, ১৮৬৭ সালে লন্ডনে রচিত, ৩ খন্ডের ২ টি মৃত্যুর পর প্রকাশিত) ।
২৮।বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে ? = কার্ল মার্কস
২৯।কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কে রচনা করেন ? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মসূচিসংক্রান্ত প্রথম দলিলের নাম কী ?
= কমিউনিস্ট মেনিফেস্টো, মার্কস ও এঙ্গেলস কর্তৃক রচিত। সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন । ,
৩০।কার্ল মার্কস অনুপ্রানিত হন কাদের দ্বারা ? =ফ্রেডরিক এঙ্গেল ও এডাম স্মিথ হতে
৩১।আয়রন কার্টেন কী? = লৌহ যবানিকা। কমিউনিস্ট শাসকদের আইন। আদেশ যা পরিবর্তন করা দুরহ ছিল
৩২।কে স্ট্যালিনের নীতির বিরোধিতা করে ”পুজিবাদীদের” সাথে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি’ প্রনয়ন করেন? = ক্রুশ্চেভ (১৯৫৬সালে) ।তিনি স্ট্যালিনের মৃত্যুর পর ‘নিকিতা ক্রুশ্চেভ’ রাশিয়ায় ক্ষমতাসীন হন। ৩৩। ১৯৫০-৫৩ সালে কোরিয়ার যুদ্ধে কী কারনে কোরিয়া ৩৮ ডিগ্রিতে শুধু বিভক্ত হয় ? =পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক মতাদর্শের
৩৪।সম্প্রতি কোনদেশে সমাজান্ত্রিক আন্দোলনের ৬০ বছর পূর্তি উৎযাপন করল ? = কিউবা
৩৫।জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্বের সাথে সংশ্লিষ্ট ? = উদারতাবাদ
৩৬।নৈরাজ্য কোন তত্ত্বের মূল উপাদান ? – = নয়া উদারতাবাদ
৩৭।আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী তত্ত্ব কয়টি ? – = ৩টি ( বাস্তববাদ , উদারতাবাদ , কাঠামোবাদ)
৩৮।Imperialism , the highest stage of Capitalism বইটি কার লেখা ?ৎ – = ভি , আই. লেনিন (রুশ/অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন । ১৯১৭ সালে সংঘটিত রুশ বিপ্লব/ অক্টোবর বিপ্লবের সাথে কোন থিসিস জড়িত ? = এপ্রিল থিসিস
৩৯।সম্রাজ্যবাদের চূড়ান্ত প্রকাশ হলো =নব্য উপনিবেশবাদ
৪০।নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক নজির কোন দেশ? =ইরাক , আফগানিস্তান
৪১।উপনিবেশবাদের সূচনা হয় কবে? =পঞ্চদশ শতাব্দীতে
৪২।উপনিবেশবাদের অবসান শুরু হয় = দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
৪৩।উপনিবেশবাদের তাত্ত্বিক ভিত্তি কোনটি? =সম্রাজ্যবাদ
৪৪।আধুনিক ইতিহাসে উপনিবেশবাদের মাধ্যমে কোনটির প্রকাশ হয়েছে ? = জাতীয়তাবাদ
৪৫।আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি ? = ১৬০০-১৮০০
৪৬।দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সরকারের বর্ণবাদী নীতির বিপক্ষে সংগ্রাম এবং ত্যাগের জন্য স্মরণীয় হয়ে আছেন নেলসন ম্যান্ডেলা
৪৭।উত্তর আধুনিকতাবাদ কোথায় শুরু হয়? = ফ্রান্সে
৪৮।গণতন্ত্রের উদ্ভব = প্রাচীন গ্রিসে
৪৯।আধুনিক গণতন্ত্রের সূতিকাগার = যুক্তরাজ্য
৫০।বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ = ভারত
৫১।ইউরোপে রেনেসাঁ শুরু হয় কবে ? = চতুর্দশ শতকে।
৫২।আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রপঞ্চ ‘ গেম থিওরি’ তত্ত্বের প্রবক্তা কে? = এমিল বোরেল
৫৩।চতুর্থ বিশ্ব বলতে বোঝায় = এশিয়া , আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সেই সকল দেশসমূহ যাদের মাথাপিছু আয় অত্যন্ত নিম্ন , প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা েনই , ভবিষ্যৎ উন্নয়নের কোনো সম্ভাবনা নেই।
৫৪।বিশ্বব্যবস্থা’ ধারণার প্রবর্তক কে? = সিনিয়র বুশ
৫৫।গ্লাসনস্ত কী? = খোলামেলা আলোচনা ( মিখাইল গর্বাচেভ) পেরেস্ত্রইকা কী? = উন্নয়নমূলক আলোচনা । মিখাইল গর্বাচেভ) । এই দুটির মাধ্যমেই দুই জার্মানি একত্রিত হয়।
৫৬।১৭৮৯সালে সংঘটিত ফরাসি বিপ্লবে লেখনির দ্বারা অনুপ্রেরণা যুগিয়েছিলেন কারা? = দার্শনিক রুশো ও ভলতেয়ার (নোট: মূল নায়ক > রুশো, বিপ্লবের শিশু- নেপোলিয়ন, স্লোগান: স্বাধীনতা , সাম্য, ভ্রাতৃত্ব)
৫৭।ফরাসি বিপ্লবের কারণে ১৪ জুলাই, ১৭৮৯ সালে কোন দুর্গের পতন হয়? = বাস্তিল দুর্গের
৫৮।২য় বিশ্ব যুদ্ধের পর সোভিয়েত ইউনিয় শাসিত পূর্ব জার্মানিকে যুক্তরাজ্য -যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ শাসিত পশ্চিম জার্মানির পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থেকে রক্ষা কল্পে ১৯৬১ সালে নির্মিত বার্লিন প্রাচীর কবে ভাঙ্গা হয়? = ১৯৮৯ সালে
৫৯.অনানুষ্ঠানিক ভাবে দুই জার্মানি একত্রিত হয়েছিল কবে? = ৩অক্টোবর, ১৯৯০ ।এর মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।
৬০।২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ঘোষিত নীতি কোনটি? =মার্শাল পরিকল্পনা।১৯৪৭সালের ৫ জুন।
৬১।শত ফুল ফুটতে দাও ” আন্দোলন পরিচালিত হয় কোথায়? =চীনে,১৯৫৭-৫৮ সালে
৬২।”গ্রেট লিপ ফরওয়ার্ড ” কর্মসূচি গ্রহণ করে কোন দেশ ? =চীন ( মাও সেতুং)
৬৩।১৯৪৯ সালে চীনের সমাজান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন? = মাও সেতুং । আধুনিক চীনের রূপকার ।
৬৪।প্রাকৃতিক আইনের উদ্ভব হয়- = হবসন,গ্রেসিয়াস ও জন লক এর লেখনি থেকে
৬৫।কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ
দি রিপাবলিক , ‘ডায়ালগ-প্লেটোর বিখ্যাত গ্রন্থ
দি পলিটিক্স – এরিস্টটল
দি প্রিন্স – ম্যাকিয়াভেলি
ওয়ার এন্ড পিস – লিও টলস্টয়
দ্য সোশ্যাল কন্ট্রাক্ট-* জ্যাঁ জ্যাক রুশো
সিটি অব গড– সেন্ট অগাস্টিন
এসেজ আল মোরালস-ভলতেয়ার
Clash of civilisation – পি হাংটিংটন
-মোঃআনিছুর রহমান

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + two =