বাংলাদেশের অবস্থান

১। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উঃ পঞ্চগড়।
২। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
উঃ কক্সবাজার।
৩। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি?
উঃ বান্দরবান
৪। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?
উঃ নবাবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ)।
৫। বাংলাদেশের সবচেয়ে উত্তরের থানা কোনটি?
উঃ তেতুলিয়া।

৬। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের থানা কোনটি?
উঃ টেকনাফ।
৭। বাংলাদেশের সবচেয়ে পূর্বের থানা কোনটি?
উঃ থানচি।
৮। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের থানা কোনটি?
উঃ শিবগঞ্জ।
৯। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি?
উঃ চট্টগ্রাম বিভাগ (৩৩,৭৭১ বর্গ কি.মি.)।
১০। আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?
উঃ ময়মনসিংহ বিভাগ (১০,৫৮৪ বর্গ কি.মি.)।

১১। জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ কোনটি?
উঃ ঢাকা বিভাগ।
১২। জনসংখ্যায় বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?
উঃ বরিশাল বিভাগ।
১৩। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উঃ রাঙামাটি (৬,১১৬ বর্গ কি.মি.)।

১৪। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
উঃ মেহেরপুর (৭১৬ বর্গ কি.মি.)।
১৫। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে?
উঃ ২টি, ভারত ও মায়ানমার।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =