প্রার্থী : অন্তর সরকার,
শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
শাহ আবদুল লতিফ স্যারের বোর্ড
মেম্বার ছিল ৩ জন
বিষয় : দর্শন
বোথ ক্যাডারে ভাইবা
me: নমস্কার দিয়ে প্রবেশ করলাম
সদস্য ১: দাড়িয়ে থেকে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজিতে বানান করুন
me: Answered
সদস্য ১ঃ বসতে বলেই বললেন বলুন তো ” pain pain pain, Every where pain, i see that is pain” উক্তিটি কে করেছেন?
Me: সরি স্যার আমার জানা নেই
সদস্য ১ঃ আচ্ছা আর একটা বলুন ” I see I hear i do i understand ” উক্তিটি কে করেছেন?
me: sorry sir
সদস্য 1: আচ্ছা আমি আপনাকে অপশন দিচ্ছি, যিনি এই কথা বলেছেন তিনি আমাদের এশিয়া মহাদেশে আছে বলুন তো কে?
me: , Sorry sir (আমি আমার কাগজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আমার আগে যে দিছিল তাকে উনি বের করে দিয়েছিলেন ব্যাচারি এক মেয়ে ছিল সে কি কান্না)
সদস্য ১: No problem, অনেকেই অনেক কিছু পারে না, তারপরও এখানে আসে আমাদের দেখতে,যায় হোক বলুন তো ” I can born free but i can not enjoy my freedom” বলুনতো কে বলেছেন?
Me: আমি পূর্ণ প্রস্তুতি নিচ্ছি কাগজ নেওয়ার তাও ভাবলাম আন্দাজে ঢিল মারি যা হবার হোক
আন্দাজে বললাম ” জ্যা পল সাত্রে”
সদস্য ১: Good, কোথায় পরছেন এটা?
me: খুশিতে গতগত, বললাম স্যার এটা আমাদের টপিকসে ছিল (যদিও মিথ্যা বলছি)
সদস্য ১: বলেন তো Give me blood i will give freedom,
এই উক্তিটি কে করেছেন
Meঃ answered
সদস্য ১: উনি বেচে আছেন নাকি মারা গেছেন?
Me : Answered
সদস্য ১: আপনার প্রথম পছন্দ দেখছি প্রশাসন তাহলে আপনি এইভাবে উত্তর দিলেন কেন?
me: যুক্তি দিলাম কিন্তু উনারা আরো ভালো করে বুঝিয়ে দিলেন
এবার সদস্য ২ এর দিকে মুভ করে প্রশ্ন করতে বললো
সদস্য ২: প্রশাসন বলতে কি বুঝেন?
Me: উত্তর দিলাম কিন্তু উনি বললো আমার উত্তর নাকি ১/৩ হয়েছে, আমি আরও কিছু যোগ করলাম তখন বললো ১/২ হয়েছে পরে উনি বললো আপনি কোন গাইড থেকে মুখস্থ করছেন আমি সহজ সরল ভাবে সত্যি কথা বললাম উনার হাসলো আর বললো নেক্সট যখন ভাইবা দিতে আসবো তখন যেন মূল বই পড়ে আসি
সদস্য ২: আপনি দর্শনের ছাত্র তাইলে প্রশাসক হয়ে কিভাবে আইনের সমস্যার সমাধান করবেন কারণ আইন আর নৈতিকতা তো সর্বদা ভিন্ন বিষয় ?
Me: Answered( উনারা খুশি)
সদস্য ২ঃ আমলা এর ইংরেজি প্রতিশব্দ কী
me: answerd
সদস্য 2: খান বাহাদুর আহসান উল্লাহ সম্পর্কে কিছু বলুন, উনি দার্শনিক কিনা?
me: Answered
সদস্য ২ঃ একজন মহিলা দার্শনিকের নাম যিনি বাংলাদেশী
Me: answered
এইবার সদস্য ৩ এর দিকে তাকিয়ে প্রশ্ন করতে বললেন
সদস্য ৩ঃ বলেন তো এই বছর সর্বোমোট কতজন নোবেল পুরষ্কার পেয়েছে?
Me: Answered
সদস্য ৩ঃ জ্যা পল সাত্রে নোবেল পুরষ্কার গ্রহন করছিলেন কিনা? সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে বললেন
me: Answered
সদস্য 3ঃ এরিস্টটল ও পিথাগোরাসের মধ্যে সম্পর্ক নির্ণয় করুন
Me: Answered
সদস্য 3ঃ গত বছরের সাহিত্য নোবেল পুরষ্কার এই বছর দেওয়া হলো কেন?
Me: Answered
সদস্য 3: কোন কোন দেশ ও কোন কোন প্রতিষ্ঠান নোবেল পুরষ্কার প্রদান করে?
Me: answered
সদস্য 3ঃ ট্যালকট পারসন্স ও অগাস্ট কোতের সামাজিক ক্রিয়ার মিল কোথায় কোথায় ছিল?
Me: আন্দাজে উত্তর দিছি কিন্তু ব্যাটে বলে মিলে গেছে
সদস্য 3ঃ কোত বানানটি ইংরেজিতে করুন?
me: answered
সদস্য 3ঃ Bureaucracy বানান করুন
Me: Answered
সদস্য 3ঃ বলুন তো অগাস্ট কোতের জন্ম স্থান কোথায়
me: এটা আমার জানা ছিল কিন্তু কনফিউশনে sorry বলে ফেলছি
সদস্য ১ স্যার অন্য স্যারের সাথে কি নিয়ে যেন কথা বলে বললো এবার আপনি আসেন যখন ধন্যবাদ দিয়ে কাগজ নিয়ে বের হতে যাবো সদস্য স্যার 1 আবার আমাকে ডাক দিয়ে চেয়ারে বসিয়ে বললো কি কি প্রশ্ন করেছি তা সব মনে আছে কিনা আমি বললাম জ্বি স্যার মনে আছে স্যাররা হাসি দিয়ে বললো এখান থেকে সব ভুলে যান কারণ বাইরের কেউ যেন এই প্রশ্ন গুলো জানতে না পারে আমি বললাম জ্বি স্যার কেউ জানবে না। স্যার বললো আপনার জন্য শুভ কামনা
শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
৩৮ তম বিসিএস
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/