একটি ভাইভার গল্প।
শ্রদ্ধেয় ডাঃ লতিফ স্যারের বোর্ডে আমার ভাইভা গল্পটা নিম্নরুপ।
আমি(আঃ)- স্যার,আসতে পারি!
চেয়ারম্যান(চেঃ)-আসুন।
এক্সাটারনাল-১(এ-১) এক্সটারনাল-২(এ-২) সমস্বরে হ্যা আসুন আসুন।
আঃ আস্লামুয়ালাইকুম।(সবাইকে উদ্দ্যেশ্য করে)
চেঃ বসুন।
আঃ ধন্যবাদ স্যার।
চেঃ কি নাম?
আঃ এম.গোলাম রাব্বী তানভীর।
চেঃ কি করেন,ও বাংলাদেশ ব্যাংক এ আছেন দেখি!(এনওসি দেখেছেন)। ভালো জায়গায় আছেন। দরকার কি এখানে আসার। কয়টা চাকরি হইছে এ যাবত! আপনাদের যারই ভাইবা নি সেই বলেন ৪/৫ টা।
[আমি কিছু বলার সুযোগ পাচ্ছিলাম না]
আঃ স্যার, ক্যাডার সার্ভিসে…
চেঃ থামেন থামেন,কততম জবে আছেন?
আঃ স্যার ৬ষ্ঠ।
চেঃ সব ব্যাংক?
আঃ স্যার ৫ টা ব্যাংক।
চেঃ আপনার পছন্দক্রমটা বলেন।
আঃ স্যার,পুলিশ,এডমিন,আনসার,কৃষি।
চেঃ পড়াশুনা করেছেন পুলিশ নিয়ে?
আঃ চেষ্টা করেছি স্যার।
চেঃ তাইলে এডমিন দিয়া ধরি।
আঃ হেসে সায় দিলাম।
চেঃ আচ্ছা,আপনার পুলিশের এখন ইমেজ ক্রাইসিস,আপনাকে নিয়োগ দিলে এটা ভালো করার জন্য আপনি কি করবেন।
আঃ স্যার,কমিউনিটি পুলিশিং স্ট্রং করবো।
চেঃ নাহ,ব্যাক্তি তানভীর কি উদ্যোগ নিবেন?
আঃ স্যার, দায়িত্বপ্রাপ্ত এরিয়ায় বাজারে একটি সিভিল ড্রেস পোষাকে পুলিশ অফিসারকে অভিযোগ গ্রহনের জন্য বুথ বসিয়ে দেবো।
চেঃ সাহসী উদ্যোগ! এতে কি ভালো হবে?
আঃ আমি বিশ্বাস করি।
চেঃ আপনি ধরুন (এক্সটারগনদের লক্ষ্য করে)
এ-১ঃ আচ্ছা ধরুন, আপনি একটা ক্রাউডে আছে সবাই আপনাকে মারতে আসছে,আপনি পুলিশ কিন্তু আপনার হাতে অস্ত্র নাই কি করবেন?
আঃ সবাইকে কথার মাধ্যমে কনভিন্স করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবো।
এ-১ঃ আপনার সামনে সেই অপশন নাই।
আঃ তাহলে স্যার পালিয়ে বাচার চেষ্টা করবো
এ-১ঃ সাহিত্য পড়েন?প্রিয় লেখক কে?
আঃ জ্বি স্যার,হুমায়ুন আহমেদ।
এ-১ঃ তাইলে রবীন্দ্রনাথ থেকে ধরি। পারবেন।
আঃ সাহিত্য নিয়ে স্যার আমি কনফিডেন্ট নই যে সব কিছু আমার জানার মধ্য আছে।
এ-১ঃ শেষের কবিতার নায়ক নাইকার নাম কি?
আঃ আমিত লাবণ্য।
এ-১ঃ পারলেন তো। স্যার আপনি ধরুন(এ-২)।
চেঃ আমার প্রশ্ন আছে। বলেন, AK-47 এর একে এর মানে কি?
আঃ অটোমিভাট কলাশ্নিকভ
চেঃ উচ্চারনটা কেমন লাগছে! (নেটেদেখে নিলেন সাথে সাথে)
আঃ ফাকে বলে দিলাম, রাশিয়ান উদ্ভাবকের নামানুসারে। উচ্চারনে একটু জামেলা হতে পারে।
চেঃ হু। আচ্ছা বলেন GRP পুলিশের G এর মানে কি!
আঃ সরি স্যার,আমার জানা নাই।
চেঃ ধরুন (এ-২).
এ-২ঃ আচ্ছা আপনার মাস্টার্স দেখি এনভায়রনমেন্ট সাইন্সে, সালফোনেটের ক্ষতিকর দিক নিয়ে বলুন।
আঃ সরি স্যার, আমার জানা নেই। আমার সাবজেক্ট স্যার এনভায়রনমেন্ট সাইন্স কিন্তু এটা কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান। ফুল এনভায়রনমেন্ট সাইন্স না।
এ-২ঃ আপনি বলেন তো SDG এর কত নাম্বার গলে পরিবেশের কথা আছে?
আঃ স্যার ১৩ নং পয়েন্টে।
এ-২ঃ গুড৷ মন্ত্রনালয়ের দেয়ালে এখন কি কি পোস্টার আছে জানেন?
আঃ ইতস্তত করছিলাম,এ-১ বলে উঠলো আরে দারিদ্র, জনসংখ্যা এসব বলেন বলেন।
এ-২ ঃ হ্যা….( এর মধ্য বেল বেজে উঠলো ১৫ মিনিটের, এ-২ বলল স্যার ছেড়ে দেব?)
চেঃ না, আমার একটা প্রশ্ন আছে। বলেন তো এমন কোন কাজে পুলিশ,এডমিন,ডাক্তার একসাথে কাজ করেন?
আঃ স্যার ময়নাতদন্ত!
চেঃ নাহ, আপনাকে আরও প্রশ্ন করলে ভুল উত্তর দিবেন। আপনি আসুন।
আঃ দাড়িয়ে,সালাম দিলাম। আসি বলে বের হয়ে আসলাম।
মাঝখানে আনি কোর্টের বোতাম খোলা না খোলা নিয়ে একটা দন্ধে থাকলেও একফাকে বোতামটা খুলে বসি,আবার দাড়িয়ে উঠার আগে সেটা লাগিয়ে দেই। সবই কপাল!
সমাপ্ত হলো ১৭-১৮ মিনিটের গল্প।
তানভীর
ছোট পরিসরে (সুপারিশপ্রাপ্ত)
[গল্পটা ভিন্ন পরিসরে হতে পারতো হয়ত]
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/