১০/১২/২০১৯
৩৮ তম বিসিএস
Board: Respected Kamal Uddin Ahmed Sir.
সবাই যখন কার কোন বোর্ড পড়েছে এটা নিয়ে ব্যস্ত, আমি তখন ভাগ্য বিধাতা কে ডাকছি। হয়তো ঐ দিনটি আমার ছিলো। চেয়ারম্যান স্যার ১০০% প্রশ্ন ইংরেজিতে করেছিলেন।এক্সটারনাল স্যার দুজন অমায়িক ভাল ব্যবহার করেছিলেন। ভাইভা থেকে বের হয়ে বুঝেছিলাম ভাল কিছুই হবে।
Question from chairman sir :
1. what is your name & meaning of it?
2. What are your choices?
3. Do you face before in BPSC viva board?
4. Why BCS Administration is your first choice?
5. What is the hierarchy of BCS Administration cadre?
6. Relate your subject with your first choice.
7. What is your expected marks in written exam?
8. What amendment of our constitution is you prefer most & why?
9. Explain your district in 2 sentences.
10. Are you trying any other job like BB or others?
11. Explain the value of month December in our nation?
এক্সটারনাল ১:
সব প্রশ্ন বাংলা তে ছিলো
১. নিজ জেলার বিখ্যাত কি কি আছে?
২. লিখিত পরীক্ষা কেমন হয়েছে?
৩. জেলার বিখ্যাত কি কি আছে যা পৃথিবীর সবাই এক নামে চেনে?
৪. কোথায় কোথায় পড়ালেখা করা হয়েছে?
৫. ১০ ডিসেম্বর কেন বিখ্যাত?
৬. Soli ph কি? জেলার soil ph কত?
৭. Unit of Soil Salinity measurement?
৮. Family nea 2/1 ta question chelo.
এক্সটারনাল ২:
১. নিজ জেলার বিখ্যাত ব্যক্তি কে কে?
২. ১৪ ই ডিসেম্বর কেন বিখ্যাত?
৩. ডিসেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলুন।
৪. কৃষি কর্মকর্তা হলে দেশের জন্য কি অবদান রাখবেন?
৫. Honours in KU but why masters in BAU?
এটাই ছিলো আমার ভাইভা। বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিলো। বিধাতার আশীর্বাদে কৃষি ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত।
মধুসূদন দে
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (সুপারিশপ্রাপ্ত)
৩৮ তম বিসিএস।
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/