বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল)
বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে আমার ভাইভা হয়েছিল জনাব আখতারুজ্জামান স্যারের বোর্ডে। বোর্ডে চেয়ারম্যানসহ চারজন ছিলেন। আমার ভাইভার সিরিয়াল প্রথমে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেছি। বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) ভাইভা ছিল আমার দ্বিতীয় ভাইভা।
ভাইভা
আমি : May I come in Sir?
চেয়ারম্যান : Yes, come in. Sit down
আমি : আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার।
চেয়ারম্যান : আপনার জেলা ব্রাহ্মণবাড়িয়া?
আমি : জি স্যার।
চেয়ারম্যান : কুমিল্লার সঙ্গে সম্পর্ক কী?
আমি : স্যার, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ কমপ্লিট করেছি।
চেয়ারম্যান : রেজাল্ট কী?
আমি : বিবিএ সিজিপিএ ৩.৭৫ এবং এমবিএ সিজিপিএ ৩.৭৩ স্যার।
চেয়ারম্যান : কুমিল্লার ইংরেজি বানান পরিবর্তন হয়েছে। নতুন spelling বলেন?
আমি : Cumilla
চেয়ারম্যান : বাংলাদেশ ব্যাংকে আর কখনো ভাইভা দিয়েছেন?
আমি : না স্যার। বাংলাদেশ ব্যাংকে এইটাই আমার প্রথম ভাইভা।
এক্সটার্নাল-১ : জিডিপি কী?
আমি : একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সামষ্টিক মূল্যকেই জিডিপি বলে।
এক্সটার্নাল-১ : বর্তমানে জিডিপির হার কত?
আমি : ৭.৮৬% (বর্তমানে ৮.১৩%)
এক্সটার্নাল-১ : জিএনপির সঙ্গে কোন পার্থক্য আছে?
আমি : জি স্যার, জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য আছে। কোন দেশের জনগণ কোন নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে জিএনপি বলে।
এক্সটার্নাল-২ : বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়?
আমি : ১১ মে, ২০১৮ তারিখ (সঠিক বাংলাদেশ টাইম ১২ মে, ২০১৮ তারিখ)
এক্সটার্নাল-২ : কোথায় থেকে উৎক্ষেপণ করা হয়?
আমি : যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্যার।
এক্সটার্নাল-২ : কত দ্রাঘিমাংশ?
আমি : স্যরি স্যার। এ মুহূর্তে মনে পড়ছে না। (সঠিক ১১৯.০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)
চেয়ারম্যান : দুই তরফা দাখিলা পদ্ধতি কবে আবিষ্কার হয়?
আমি : ১৪৯২ সালে (সঠিক ১৪৯৪)
চেয়ারম্যান : লাস্ট প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক এমন কী করে, যা অন্য ব্যাংক করে না?
আমি : স্যার, বাংলাদেশ ব্যাংক মুদ্রা মুদ্রণ ও নিয়ন্ত্রণ করে, যা অন্য ব্যাংক করে না।
চেয়ারম্যান : আপনি আসুন।
আমি : ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/