মিনারা হোসাইন এর ভাইভা অভিজ্ঞতা

প্রার্থী : মিনারা হোসাইন, খুলনা বিশ্ববিদ্যালয়
৩৮তম বিসিএস এ আনসার ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
তারিখঃ১৪/১১/২০১৯
বোর্ডঃজনাব আব্দুল জব্বার
সিরিয়াল ঃ১১
সাবজেক্ট ঃ সমাজবিজ্ঞান
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার আমার ক্যাডার চয়েজ দেখছেন। আমি দেখতে পেলাম প্রথম ২টি পছন্দতে গোল করে মার্ক করা।
স্যার ঃতোমার নাম…,
আমিঃজি স্যার
স্যার ঃকোন সাবজেক্ট? কোন বিশব্বিদ্যালয়?
আমিঃ সমাজবিজ্ঞান স্যার। খুলনা বিশ্ববিদ্যালয়।
স্যার ঃআচ্ছা পছন্দ দিয়েছ কী?
আমিঃএডমিনিস্ট্রেশন, পুলিশ,,,
স্যার এখন কী করো?
আমিঃস্যার মহিলা ও শিশু বিষয়ক মন্রনালয় এর ওয়ান স্টপ ক্রাইসিস সেল এ আছি।
স্যার ঃএটার কাজ কী?
আমিঃস্যার আপনি অবশ্যই জানেন যে এটা একটা নারী নির্যাতন বিরোধী সেল।যেখানে সকল প্রকার সেবা একসাথে সমন্বয় করা হয়।
স্যারঃ ডমেস্টিক ভায়োলেন্স কী?
আমিঃ…
এক্স ১ঃ উপজাতি আর আদিবাসীর পার্থক্য কী?
উপজাতিরা আমাদের অর্থনীতিতে কিভাবে অবদান রাখে?
উপজাতিদের চাষাবাদ পদ্ধতি কী?
বর্তমানে অন্য একটি পদ্ধতি ব্যবহার করে তা কী?
আমাদের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা ভুমিকা কী ছিলো?
আমিঃআমি সপ্তম নৌ বহর,জাতিসংঘে ভুমিকা,তাদের জনগণের আমাদের দেশে কে সমথর্ন… বলি।তখন স্যার বললেন কিন্তু যুদ্ধ শুরু করতে তারা প্রথম কি করলো? আমি আবার নৌ বহর বলা শুরু করি।উনি বললেন
না শুরুতে।চেয়ারম্যান স্যার ও তাই বললেন। আমি এবার কনফিউজড হয়ে যাই।এটা আমার জানা নাই তাই বলে দেই।
এক্স১ স্যার বললেন না না সব জানতে হবে এমন না।
(এখানে চেয়ারম্যান স্যার আমার উত্তর বলার পরে করেক জায়গায় রিলেটেড আরও কিছু জানতে চান)
চেয়ারম্যান স্যার ঃএডমিনিস্ট্রেশন ক্যাডারের পদক্রম বলো?
আমি ২ পর্যায়ের ক্রম বললাম।
চে স্যার ঃতোমার পরের চয়েজ পুলিশ। আচ্ছা বলো চুরি আর ডাকাতির পার্থক্য কি?
আমিঃ…
স্যার ঃ২ টা সিচুয়েশন বললেন। বললেন বলো কোনটা কি?
আমি বললাম।
এক্স ২ স্যার ঃআমি যদি বলি you are not beautiful. তুমি কি বলবা?আমিঃধন্যবাদ স্যার।স্যার আপনি এটা বলতেই পারেন।আমি মনে করি আমার সুন্দর হওয়ার চেয়ে যোগ্য হওয়া বেশি দরকারি।
এক্স ২ঃ তুমি এইটা শুলে কি বলবা? আবার শোন you are not beautiful. তুমি কি মনে করবা শুনে? এবার বলো।
আমিঃস্যার আমি কিছুই মনে করবো না😞।স্যার এইটা অবশ্যই এক একজন মানুষের নিজস্ব বিষয়। আমাকে আপনার সুন্দর মনে না হতেই পারে।আর আমাকে সুন্দর দেখতে হতেই হবে আমার তা মনে হয়না।আমাকে যোগ্য হতে হবে।
চেয়ারম্যান স্যার ঃআরে তুমি বলবা যে beauty lies in heart not in face. সবাই হাসলো। আমি কনফিউজড হলাম।আমার মনে হলো আমি এইটাইপই বলছিলাম।
এরপর আর প্রশ্ন করেন নাই। স্যার বললেন ঠিক আছে তুমি আসো।আমি দাড়িয়ে আমার পেপার্স নিয়ে সালাম দিয়ে বের হলাম।
প্রথমে আরও কিছু প্রশ্ন ছিলো। আমার বাসা কোথায়? আমার শশুর বাড়ি কোথায়। আনম্যারিড বলাতে বললেন যে কেন বিয়ে করি নাই?বললাম যে আমার আর আমার পরিবারের ইচ্ছা যে আমি ক্যাডার হবার পরে বিয়ে করি।উনি বললেন আচ্ছা তারমানে তুমিও এমন চাও।কেন চাও?উত্তর শুনে বললেন তাহলে তোমার হাসব্যান্ড মনে করো এই ক্যাডার এবার তুমি কি করবা?
এক্স ১ স্যার ও এখানে যোগ দিলেন।
এছাড়াও ১/২ টা প্রশ্ন আমার মনে নাই।বোর্ড আন্তরিক ছিল। বেশির ভাগ প্রশ্ন ছিলো সিচুয়েশনে পড়লে আমি কি করবো টাইপ। আমার রিটেন ভালো হয়েছিল। আমার ধারণা ছিলো ১/২ পছন্দ থেকে কোনটা পাবো।
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + one =