মোঃ মাসুম আব্দুল্লাহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
৩৮ তম বিসিএস(কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ ১ম।
Board: প্রফেসর হামিদুল হক স্যার।
প্রথমে অনুমতি নিয়ে ঢুকলাম।সালাম দেয়ার আগেই চেয়ারম্যান স্যার বললেন,ঝটপট প্রশ্ন করবো,পটপট উত্তর দিবে। বললেন,”বসো” ধন্যবাদ দিয়ে বসার সময়ই জিজ্ঞেস করলেন তোমার বাসা কোথায়?
বললাম, ঝিনাইদহ।
চেয়ারম্যান স্যারঃ-
১) মাসুম, BRRI dhan আর BR dhan এর পার্থক্য কি।
-বললাম
২. কত থেকে ব্রি ধান শুরু হয়েছে। বললাম। স্যার আবার বললেন BRRI dhan 26 নাকি 27 থেকে শুরু।
-বললাম।
৩. মাসুম,কিছু ধানের জাতের নাম বলবো,বৈশিষ্ট্য বলবা। বললাম জ্বি স্যার।
–ব্রি ধান ৩৪,২৮,২৮,১৪,৩৯ জিজ্ঞেস করলেন। লবনাক্ততা সহিষ্ণু জাত জিজ্ঞেস করলেন। জিংক সমৃদ্ধ জাতের নাম জিজ্ঞে করলাম। ব্রি ধান ২৮,২৯ নিয়ে ডিটেইল জানতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, পেরেছি।
চেয়ারম্যান স্যার চেয়ার থেকে উঠে দাড়িয়ে, তা মোঃ মাসুম আব্দুল্লাহ, এখন তোমার হলো শুরু,আমার হলো সারা। বলে দাড়িয়ে জুতা/মোজা খুলছিলেন।
এক্সটার্নাল স্যার ১:
১. ধানের উফরা রোগ নিয়ে জিজ্ঞেস করলেন।বললাম।
২. প্রিডেটর কাকে বলে?- বললাম
৩. প্রিডেটরের উদাহরণ জানতে চাইলেন। বললাম।
৪. প্যারাসিটয়েড কি? মনে করতে পারছিলাম না স্যার অনেক হিনটস্ দেয়ার পর কাছাকাছি গেলাম।স্যার বললেন এই তো পারছো…। তুমি তো ভালো পারছিলে এতোক্ষণ, এই সিম্পল জিনিস তোমাকে খুচিয়ে উত্তর বের করা লাগে
আমি সরি বললাম।
-এই সিম্পল জিনিস ভুলে গেছো? পাশ করছো কবে? স্যার জিজ্ঞেস করে নিজেই সার্টিফিকেট দেখছিলেন। ও তোমার বয়সতো বেশি না।
-আমি বললাম জ্বি স্যার,এটাই প্রথম বিসিএস।
–স্যার বললেন নার্ভাস নাকি?
-বললামঃ কিছুটা।
–বললেন তুমি তো ভালো এন্সার করছো, নার্ভাস হলে হবে। জব পেলে হাজার হাজার মানুষের সামনে দাড়িয়ে কথা বলতে হবে,তখন কি করবা?
-ঝাড়ি খেয়ে বললাম,স্যার ওভারকাম করার চেষ্টা করছি।
(এর মাঝে বুঝতেছিলাম শ্রদ্ধেয় হামিদুল হক স্যার রুমের মধ্যে হাটাহাটি করছিলেন।) স্যার তার চেয়ারের কাছে এসে বললেন, ভুট্টার ২ টা জাতের নাম বলো।
–৩ টা জাতের নাম বললাম।
এক্সটার্নাল -১ স্যার বললেন, তোমাকে ২ টা জিজ্ঞেস করলো স্যার। ৩ টা বললে কেনো। সরি বললাম
— হামিদুল স্যার বললেন, যেটা বিদেশ থেকে আনে সেই জাতটার নাম বলো? বললাম,সরি স্যার।বলতে পারবো না।
এক্সটার্নাল ২:
১. তোমার বাসা তো ঝিনাইদহ। তা ঝিনাইদহে কোন ফসল ভালো হয়? বললাম কলা, পান। বললাম আমাদের জেলা ব্র্যান্ড,”কলা এবং পান,ঝিনাইদহের প্রাণ”।সাথে বললাম দেশে উৎপাদিত মিঠা পানের ৭০% ঝিনাইদহ জেলাতেই উৎপন্ন হয়। (আসলে আমি চাচ্ছিলাম স্যার জেলা নিয়ে আরো কিছু জিজ্ঞেস করুক)।
আবার চেয়ারম্যান স্যার আসলেন।দাড়িয়ে থেকেই জিজ্ঞেস করলেন,” সাম্প্রতি একজন কৃষিবিদ এমপি মারা গিয়েছেন,কে?”
বললাম কৃষিবিদ আব্দুল মান্নান এমপি।
তার সম্পর্কে বলো।
-মুখস্ত ছিলো । বলা শুরু করলাম। দুই লাইন শুনেই বললন,রাজনৈতিক জীবন সম্পর্কে বলো। বলছিলাম। ২ লাইন বলার পর, চেয়ারম্যান স্যার এক্সটার্নাল ২ স্যারকে বললেন,”মান্নান ভাই তোমাদের সময় ছিলেন না? “এটা নিয়ে শ্রদ্ধেয় স্যারেরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। (শুনে বুঝলাম এক্স-২ স্যার বাকৃবির গ্রাজুয়েট) তাদের কথা শেষ হলে আবার শুরু করলাম।থামিয়ে দিলেন।
চেয়ারম্যান স্যার কক্ষ ত্যাগ করলেন(ওয়াশরুমে সম্ভবত)
আবার এক্স-২ স্যার বললেন,শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত, স্বনির্ভর দেশ হবো।SDG বাস্তবায়ন করবো, আমরা কৃষিবিদরা কোন goal এ কাজ করবো।
বললাম, স্যার গোল নাম্বার টু।
বললেন, গোল টু -তে কি আছে।
বললাম,” ক্ষুধামুক্তি, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষির প্রসার”
স্যারঃ উন্নত পুষ্টিমান অর্জন কিভাবে করবা তুমি?
আমিঃ মিনিট খানেক বললাম।নিজের মতো করে। উপস্থিত দুইজন স্যার পরস্পরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। বললেন,আসো।
উঠে দাড়িয়ে ধন্যবাদ, সালাম দিয়ে বের হয়ে আসলাম।(ঐ সময় চেয়ারম্যান স্যার রুমে ছিলেন না)
***ভাইভা দিয়ে আমার অভিজ্ঞতা***
**বলা হয়, “First sight is the last sight” শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো শুরু করলে এক্সট্রা বেনিফিট পাবেন।
**মিথ্যা বলা যাবে না। নার্ভাস কিনা প্রশ্নের জবাবে আমি বলছি কিছুটা নার্ভাস। কারণ এক্সপ্রেশন বলে দিচ্ছিলো কিছুটা এমন।
** এখন প্রায় সব ভাইভা বোর্ড-ই ফ্রেন্ডলি এবং ভালো বিহেভ করে।তাই মাথা কুল রাখলে ভালোভাবে ভাইভা দিতে পারবেন।
** ভাইভার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। ক্যাডার পাওয়ার জন্য লিখিত বেশ বড় ফ্যাক্টর। তবে সিরিয়ালে এগিয়ে যেতে ভালো ভাইভা প্রস্তুতি এবং উত্তর ডেলিভারির দিকে মনোযোগ দিতে হবে।
**এখানে লাক একটা বড় ব্যাপার। তাই স্রষ্টা-কে স্মরণ করুন। কোন স্যারের বোর্ডে ভাইভা দিচ্ছেন থেকে শুরু করে, তখন তাদের মাথায় তখন কি প্রশ্ন উদয় হয়। আগের জন বোর্ডকে কি অবস্থায় রেখে গেছে এ সবই গুরুত্বপূর্ণ।
বিসিএস জার্নি-তে আপনাদের সকলের জন্য শুভকামনা
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/