মো: আরিফ ইসলাম
বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রম: ১৩
বোর্ড চেয়ারম্যান : শাহ আব্দুল লতিফ স্যার
পছন্দক্রম: Admin, Audit, Scientific Officer, Agriculture
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুমতি নিয়ে প্রবেশ করে সামনে গিয়ে সালাম দিলাম।
আমাকে বসতে বলায় বসে ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান (চে): NICAR এর পূর্ণরূপ বল
আমি: National Implementation Committee on Administrative Reformation (!!)
চে: Reformation?
আমি: সরি স্যার, Reform হবে। (জানা সত্বেও ভুল, নার্ভাসনেসের জন্য)
চে: NICAR এর সর্বশেষ কাজ বল।
আমি: পদ্মা বিভাগের অনুমোদন।
চে: পদ্মা বিভাগ????
(তখন পদ্মা বিভাগের সুপারিশ হয় কিন্তু চূড়ান্ত অনুমোদন যে হয় নি তখন খেয়াল করে বুঝিয়ে বলার চেষ্টা করি)
স্যার বলেন: কিসের পদ্মা বিভাগ? এমন কিছু হলে তো নাম শুনতাম।
(আমার উত্তর ভুল হতে পারে। স্বাভাবিক। কিন্তু স্যার যদি আসলেই নাম না শুনে থাকে তাহলে তো সমস্যা। এই কথা ভেবেই আমার আত্মবিশ্বাস শেষ।)
এক্স ২: স্যার, ওর কথা ঠিক আছে কিন্তু জ্ঞান ভাসাভাসা।
চে: সর্বশেষ উপজেলা?
চে: What is your first choice
চে: Why BCS (Administration) is your first choice?
চে: প্রশাসনে এসে তুমি কোন পদক্ষেপ নিবে?
এক্স ১: সংবিধান পড়েছেন?
এক্স ১: সংবিধানের উপরে কি লেখা আছে?
এক্স ১: তফসিল কয়টি?
এক্স ১: তফসিলগুলো বলুন।
এক্স ১: থামিয়ে দিয়ে বললেন: আপনি এটাও পারবেন। কৃষি থেকে প্রশাসনে এসে কি করবেন?
আমি কিছু নীতিমালা পরিবর্তনের কথা বলছিলাম। চেয়ারম্যান স্যার থামিয়ে দিয়ে বললেন: থাক। আপনার ওসব নিয়ম পরিবর্তন করা লাগবে না। অন্য কিছু বলুন।
এক্স ১: কৃষিতে কি পরিবর্তন আনবেন?
আমি: monitoring policy…….
চেয়ারম্যান স্যার মাঝখানে থামিয়ে দিয়ে এক্স ২: স্যার কে
প্রশ্ন করতে বললেন।
এক্স ২: পদ্মা সেতুর সুবিধা?
এর দ্বারা সরকারের কাঙ্ক্ষিত ডাবল ডিজিটের জিডিপি প্রবৃদ্ধি অর্জন কিভাবে সম্ভব?
২-১ টা প্রশ্ন ভুলে গেছি
এর মধ্যে এলার্ম বেজে উঠায় চেয়ারম্যান স্যার বললেন ভাইবা শেষ, তুমি এবার আসো।
***এক্সটার্নাল দুইজনকে যথেষ্ট ইম্প্রেসড মনে হয়েছে কিন্তু চেয়ারম্যান স্যার উত্তর গ্রহণ করতে চান নি।
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/