১) সালতি– ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ– সন্ধ্যা
৩) কূপমণ্ডূক– কুনোব্যাঙ
৪) আহব– যুদ্ধ
৫) সওগাত– উপহার
৬) হোমাগ্নি– আগুন
৭) মুঢ়োতা– কুসংস্কার
৮) বামেতর– ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য–নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ–ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান– বালিশ
২৬) অনীক– সৈনিক
২৭) উপরোধ– অনুরোধ
২৮) শুখো–অনাবৃষ্টি কিন্তু হাজা – অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক – নকলবাজ
৩০) শীকর — বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ–লাল পদ্ম।
৩২) নীর–পানি কিন্তু নীড়–পাখির বাসা
৩৩) মক্ষিকা–মাছি।
৩৪) পাণি–হাত।
৩৫) ওদন – অন্ন, খাবার
৩৬) সমীরণ–বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা–কলা
৩৯) পনস– কাঁঠাল
৪০) বুধ–জ্ঞানী
৪১) তাঞ্জাম–পালকি
৪২) আকাল — দুর্ভিক্ষ।
৪৩) মার্জার — বিড়াল।
৪৪) অভিনিবেশ — মনোযোগ।
৪৫) নির্মোক — সাপের খোলস।
৪৬) শ্বশ্রু – শাশুড়ি কিন্তু শ্মশ্রু –গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম – গতিশীল ।
৪৮) বহুব্রীহি – বহু ধান।
৪৯) অপলাপ – অস্বীকার
৫০) কিরীট – মুকুট কিন্তু কিরীটিনী – মুকুট ভূষিত।
৫১) কৌমুদি – জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ – এই রকম কিন্তু তাদৃশ – সে রকম।
৫৪) বারীন্দ্র – সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে – সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া – বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী – গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট– মুরগী।
৫৯) বেসাতি – কেনা বেচা।
৬০) অরবিন্দ — পদ্ম
৬১) মকর – সমুদ্র।
৬২) নীপবৃক্ষ – কদম গাছ।
৬৩) রসাল – আম।
৬৪) বারিধি – সমুদ্র।
৬৫) আঁশটে – মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান – মাছ।
৬৭) ওয়াগণ – মালগাড়ি।
৬৮) আরক্ত – লালচে।
৬৯) বর্ষীয়সী – অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট – দাঙ্গা।
৭১) আদমশুমারী – লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার– আপ্যায়ন।
৭৩) বহিত্র – নৌকা।
৭৪) দামিনী – বিদ্যুৎ।
৭৫) জলধি – সমুদ্র।
৭৬) বিবর্ধন – উত্তেজনা।
৭৭) বিরাগী – উদাসীন।
৭৮) বীচী – তরঙ্গ।
৭৯) খপোত – উড়োজাহাজ।
৮০) রাতুল – লাল।
৮১) উর্ণনাভ – মাকড়সা।
৮২) নির্বন্ধ – বিধান।
৮৩) শম্বর – হরিণ।
৮৪) গোকুল – গরু জাতি।
৮৫) মকমক – ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা – ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ – জানালা।
৮৯) মার্তন্ড – সূর্য।
৯০) অনল–আগুন কিন্তু অনিল–বাতাস
৯১) পাবক– আগুন কিন্তু পবন অর্থ–বাতাস
৯২) ক্ষণদা–রাত কিন্তু ক্ষণপ্রভা– বিদ্যুৎ
৯৩) নিশা–রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত– চাঁদ
৯৪) রজনী–রাত কিন্তু রজনীকান্ত– চাঁদ
৯৫) মৃণাল–পদ্ম কিন্তু মৃগাঙ্ক– চাঁদ
৯৬) কুমুদ–পদ্ম কিন্তু কুমুদনাথ–চাঁদ
৯৭) ভবন–ঘর কিন্তু ভূবন– পৃথিবী
৯৮) ভূ–পৃথিবী কিন্তু ভূধর–পাহাড়
৯৯) মহী– পৃথিবী কিন্তু মহীধর– পাহাড়
১০০) কল্লোল–ঢেউ কিন্তু কল্লোলিনী–নদী