international affairs

উক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

চলুন আজ ইউক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই।
১.ইউক্রেন শব্দটির অর্থ ‘প্রান্ত-ভূমি’ বা ‘সীমান্তবর্তী অঞ্চল’ (Border Region )
২.পূর্বতন সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি প্রজাতন্ত্র ছিল ইউক্রেন। আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র
৩.ইউক্রেনের পর্বতমালার নাম লেখ = ইয়াল্টা।
৪.ইউক্রেনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? = মাউন্ট গোভেরলা।
৫.ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলে? = ইউক্রেনকে।

৬.সাত সমুদ্রের বন্দর কাকে বলে? = ওডেসাকে।
৭.পঞ্চ সাগরের বন্দর কাকে বলে? = মস্কো কে।
৮.ইউক্রেনের প্রধান কৃষিজ ফসল কোনটি? = গম।
৯.কাকে চিনির ব্যাগ বলা হয়? = কিয়েভ শহরকে।
১০.পৃথিবী বিখ্যাত ট্রাক্টর তৈরীর কারখানা কোথায় আছে? = ইউক্রেনের ভোলগাগার্ডে।
১১.ইউক্রেনের কোন অঞ্চল কয়লা খনির জন্য বিখ্যাত? = ডোনেৎস উপত্যকা।
১২.ইউক্রেনের শ্রেষ্ঠ বন্দর কোনটি = ওডেসা।
১৩.ইউক্রেনের রাজধানীর নাম কি = কিয়েভ।

১৪.ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের কোন দিকে অবস্থিত = দক্ষিণ-পশ্চিমে।
১৫.ইউক্রেনের প্রধান ও দীর্ঘতম নদীর নাম কি? = নিপার।
১৬.ইউক্রেনের প্রধানতম সম্পত্তির নাম কি = কয়লা।
১৭.ওডেসা বন্দরটি কোথায় অবস্থিত? = কৃষ্ণ সাগরের।
১৮.ইউক্রেনের উত্তর দিকে বেলারুশ সীমান্তে যে জলাভূমি অবস্থিত সে গুলি কি নামে পরিচিত? = প্রিপেট।
১৯.ইউক্রেনের প্রধান শিল্প কি? = লৌহ ইস্পাত শিল্প।
২০.কোন অঞ্চল সোভিয়েত শহরগুলির জননী নামে খ্যাত ছিল? = কিয়েভ।
২১.ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ; মানব উন্নয়ন সূচকে এর অবস্থান বিশ্বে ৭৪তম
২২.১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন৷

২৩.মোট সাতটি দেশ আর দুটি সাগরের সঙ্গে সীমানা রয়েছে ইউক্রেনের৷
২৪.বাইরের বিশ্বের কাছে সবচেয়ে বেশি পরিচিত ইউক্রেনীয় লেখক আন্দ্রেই কুরকোভ
২৫.জনসংখ্যা সাড়ে চার কোটির একটু বেশি৷
২৬.প্রেসিডেন্ট ঃ ভলোদিমির জেলেনেস্কি
২৭.প্রধান ধর্মঃ খ্রিষ্টধর্ম

২৮.ইউক্রেনের আইনসভার নাম -ভেরখোভনা রাদা (Verkhovna Rada)
২৯.বর্তমান প্রধানমন্ত্রী ঃডেনিস সিমিহাল
৩০.মূদ্রাঃ ইউক্রেনীয় হ্রিভনিয়া
৩১.দাপ্তরিক ভাষা : ইউক্রেনীয়।
জাতিগোষ্ঠী : ইউক্রেনীয় ৭৭.৮ শতাংশ, রুশ ১৭.৩ শতাংশ, অন্যান্য ৪.৯ শতাংশ।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =