দৈনন্দিন বিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ৬৮ টি প্রশ্ন ও উত্তর

১। চিপস এর প্যাকেট থাকে >>> নাইট্রোজেন গ্যাস
২। কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য ব্যবহৃত হয় > কার্বন-ডাই-অক্সাইড।
৩। অগ্নিনির্বাপন যন্ত্রে থাকে >> কার্বন-ডাই-অক্সাইড।
৪। সাবানে থাকে >> সোডিয়াম স্টিয়ারেট
৫। মানবদেহে পানি থাকে >> ৬০-৭০%
৬। ভূ-পৃষ্টের ৭১% পানি দ্বারা আবৃত।
৭। সার্বজনীন দ্রাবক বলা হয় > পানিকে

৮।বরফ পানিতে ভাসার কারণ >> বরফের ঘনত্ব পানি অপেক্ষা কম ।
৯। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম >> ক্যালসিয়াম হাইপোক্লোরেট ।
১০। টেস্টিং সল্টের রাসায়নিক নাম >>মনো সোডিয়াম গ্লুটামেট ।
১১। জমির অম্লতা দূর করার জন্য ব্যবহার করা হয় >> চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট ।
১২। টুথপেস্টে কি থাকে >> ফ্লুরাইড।
১৩। সাপের উপদ্রব কমাতে ব্যবহৃত হয় >> কার্বোলিক এসিড।
১৪। রাজাম্ল বা অ্যাকোয়া রিজিয়া কি?
= তিন ভাগ আয়তনের গাঢ় হাইড্রোক্লোরিক এসিড ও ১ভাগ নাইট্রিক এসিডের মিশ্রণ ।
১৫। আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া থাকে ?
= পারদের । প্রচলিত উত্তর সিলভার বা রুপা

১৬। খাদ্য দ্রব্য পঁচে যাওয়ার জন্য দায়ী >> ব্যাকটেরিয়া।
১৭। পিকলিং কী?
= ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য তেল , ভিনেগার, ও মরিচ মসলার মিশ্রণে সিদ্ধা কাঁচা ফলকে সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বলে।
১৮। বাংলাদেশের প্রথম Genetically Modified ( GM) খাদ্য ফসল কোনটি?
= বিটি বেগুন।
১৯। Bio – terrorism কি?
= জী্বানু দ্বারা অন্যকে আক্রান্ত করা । মূলত িএ্যানথ্রাক্স ও প্লেগ রোগের জীবাণু দ্বারা আক্রান্ত করাকে বোঝায়। সন্ত্রাসবাদের নতুন অস্ত্র এটি।
২০। মানুষ কালো ও ফর্সা হওয়ার কারণ কি?
= মানবদেহে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থে উপস্থিতি ও অনুপস্থিতি ।
২১। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাসকে কি বলে?
= এ্যানিমিয়া

২২। বিপদ মোকাবেলায় কোন হরোমন সহায়তা করে ?
= অ্যাড্রেনালিন
২৩। মেরাসমাস রোগ কাদের হয় ?
= শিশুদের ( প্রোটিনের অভাবে)
২৪। মাইক্রো প্রসেসর তৈরিতে ব্যবহৃত হয়
– সিলিকন বা সিলিকা বা বালু
২৫। বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহৃত হয়
= নাইক্রোম
২৬। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে যে তার ব্যবহৃত হয়
=ট্রাংস্টেন ।
২৭। কোন শব্দ শোনার পর কানে কতক্ষণ পর্যন্ত তার রেশ থাকে?
= ০.১সেকেন্ড বা ১/১০ সেকেন্ড ।
২৮। প্রতিধ্বনি শোনার জন্য উত্স ও প্রতিবন্ধের মধ্যেকার দুরত্বকত?
= ১৬.৬মিটার
২৯। মানুষের স্পষ্ট সীমার নিকট বিন্দু কত ?
= ২৫সে.মি বা ১০ ইঞ্চি।
৩০। মানবদেহের রোধ
ভিজা অবস্থায় >> ১০, ০০০ ওহম
শুকনা অবস্থায় >> ৫০, ০০০ওহম।

৩১। সাধারণ বৈদ্যুতিক বাল্বে থাকে >> নিষ্ক্রিয় গ্যাস( হিলিয়াম , নিয়ন, আর্গণ , ক্রিপটন,) তবে বর্তমানে অধিকাংশ বাল্বে নাইট্রোজেন গ্যাস দেওয়া য়। আর টিউব লাইটে থাকে আর্গন ও পারদের মিশ্রণ ।
৩২। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? :- স্থিতি জড়তার কারনে,
৩৩।চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? :- গতি জড়তার কারণে
৩৪।সি,জি,এস পদ্ধতিতে বলের একক :- ডাইন।
৩৫।পালতোলা নৌকা কিভাবে সম্পূর্ণ অন্যদিকের বাতাসকে এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে :- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর করে।
৩৬. কোনটি বেশি স্থিতিস্থাপক?
– ইস্পাত > লোহা > রাবার।৩৭. অতিরিক্ত মালবোঝাই এড়ানোর জন্য জাহাজেরর গায়ে চিহ্নিত রেখাকে বলে :- প্লিমসল লাইন।
৩৮. একটি বস্তুকে পানিতে সম্পূর্ণ ভাবে ডোবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে। কারণ :- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান।
৩৯. পানির ছোট ফোটা যে গুনের জন্য গোলাকৃতির হয় :- পৃষ্ঠটান
৪০. তাপমাত্রা বাড়লে তরলে পৃষ্ঠটান হ্রাস পায়। **
৪১. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি চুম্বক ব্যবহার করা হয় :-সিরামিক চুম্বক।
৪২. পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিন দিকে।
৪৩. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি :
কঠিন > তরল > বায়বীয়
৪৪. বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি – বাড়ে( এই কারণে দিনের বেলায় শব্দ চেয়ে অধিক শোনা যায়)
৪৫. বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের গতি – বাড়ে।(এই কারণে বর্ষাকালে শব্দের গতিসবচেয়ে বেশি)

৪৬. শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান :- কনকর্ড
৪৭.লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ:- শূন্য ঘরের শব্দের শোষন কম হয়।
৪৮. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাংক :- আসলের চেয়ে বেশি হবে।
৪৯. শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব :- ১৬.৬ মিটার
৫০. আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল :- ০.১ বা ১/১০ সেকেন্ড।
৫১. শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় :- কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর এর মাধ্যমে।
৫২. আলট্রাসনোগ্রাফি কী :- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
৫৩. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাংকের কতটা পরিবর্তন হয় :-অর্ধেক হবে।
৫৪.নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনে নেয়া সম্ভব কিভাবে?:- যথাযথ হাল ঘুরায়ে।
৫৫.বাঁকা পথে অতিদ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? :- কেন্দ্রমুখী বলের অভাবে

৫৬.একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি :- হালকাটির
৫৭.জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন:-রি-একশন।
৫৮.টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি:- বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
৫৯.ডিমকে দুইহাতে চেপে ভাঙ্গা যায়না কেন:- বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে।
৬০.ভূ-পৃষ্ঠের কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম:- বিষুবীয়/ নিরক্ষীয় অঞ্চলে। (এই কারণে বস্তুর ওজন সবচেয়ে কম)
৬১.সবচেয়ে বেশি :- মেরু অঞ্চলে( বস্তুর ওজন সবচেয়ে বেশি)
৬২.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরনের মান :- শূণ্য। (বস্তুর ওজন শূন্য)
৬৩.অভিকর্ষ হলো বস্তুর :- কেন্দ্রমুখী বল।
৬৪.পৃথিবীর ঘূর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়িনা কেন?:- মাধ্যাকর্ষন/ অভিকর্ষ বলের জন্য।
৬৫.একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার দোলনকাল কত হবে :- অসীম।
৬৬.তড়িৎশক্তিকে শব্দশক্তিতে রূপান্তরিত করে:- লাউডস্পীকার ( মাইক্রোফোন :- শব্দশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে)
৬৭.ফটো ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয় :- বিদ্যুৎ
৬৮.সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন :- বৈদ্যুতিক ইঞ্জিন

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =