বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন

১.বাংলা ভাষার মৌলিক রুপ- ২টি
২.”সাধুভাষা” পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- রাজা রাম মোহন রায়
৩.কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?- প্রমিত উচ্চারণ
৪.সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য- সর্বনাম ও ক্রিয়াপদে
৫.ব্যাকরণের প্রধান কাজ- ভাষার বিশ্লেষণ
৬.সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?- ধ্বনিতত্ত্ব
৭.ব্যাকরণের কোন অংশে “সমাস/কারক” সমন্ধে আলোচনা করা হয়?- রুপতত্ত্বে
৮.ব্যাকরণের কোন অংশে “বাগধারা/
বিরামচিহ্ন” আলোচনা করা হয়?- বাক্যতত্ত্বে
৯.পাণিনি কে ছিলেন?- বৈয়াকরণিক

১০.বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?- ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
১১.গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন- রাজা রামমোহন রায়
১২.”ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩.ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি
১৪.মাত্রাহীন বর্ণ- ১০টি
১৫.অর্ধমাত্রার বর্ণ- ৮টি
১৬.মৌলিক স্বরধ্বনি- ৭টি
১৭.যৌগিক স্বরধ্বনি- ২টি (ঐ,ঔ)
১৮.হ্রস্বস্বর- ৪টি
১৯.দীর্ঘস্বর-৭টি
২০.ক থেকে ম পর্যন্ত- স্পর্শ ধ্বনি

২১.ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?- তাড়নজাত
২২.ক্ষ= ক+ষ
২৩.পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?- অপিনিহিতি
২৪.ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?- ধাতু
২৫.দারিদ্র+য= দারিদ্র্য
২৬.√দৃশ+অনীয়=দর্শনীয়, √দুল+না= দোলনা, √মিশ+উক=মিশুক, √শ্রু+অন=শ্রবণ, √মুচ+ক্তি=মুক্তি
২৭.মধ্যম+ষ্ণিক=মাাধ্যমিক, মশা+আরি=মশারি, সহচর+য=সাহচর্য
২৮.উপসর্গ কোথায় বসে?-আগে
২৯.অনুসর্গ কোথায় বসে?- পরে
৩০.উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ, অচিন
৩১.বাংলা ভাষায় উপসর্গ কতটি?- খাটি বাংলা উপসর্গ-২১, সংষ্কৃত উপসর্গ-২০
৩২.বিজ্ঞান শব্দে “বি” অর্থ কী?- বিশেষ
৩৩.কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)
৩৪. কিছু উভয় লিঙ্গের শব্দ- গরু, রাষ্ট্রপতি, আমি
৩৫.নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী
৩৬.”নাটিকা” কোন অর্থে স্ত্রীবাচক- ক্ষুদ্রার্থে
৩৭.শ্বশ্রূ অর্থ- শাশুড়ী
৩৮.লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার
৩৯.ডালে ডালে কুসুম ভার- এখানে “ভার” অর্থ- সমূহ
৪০.সাহেব এর বহবচন- সাহেবান

৪১.বিরাম চিহ্ন- ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে- ১২টি)
৪২.কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?- অব্যয়
৪৩.পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কী বলে?- সন্ধি
৪৪.কিছু সন্ধিবিচ্ছেদ- রত্ন+আকর=রত্নাকর, পরি+ঈক্ষা=পরীক্ষা, রবি+ইন্দ্র=রবীন্দ্র, জন+এক=জনৈক, ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, যদি+অপি=যদ্যপি, পরি+আলোচনা=পর্য
ালোচনা, সু+আগত=স্বাগত, গো+এষণা=গবেষণা, নৌ+ইক=নাবিক, লো+অন=লবণ, গৈ+য়ক= গায়ক, বাক+আড়ম্বর=বাগাড়ম্বর, উৎ+শ্বাস=উচ্ছ্বাস, পদ+হতি=পদ্ধতি, ষট+ঋতু=ষড়ঋতু, সম+বাদ=সংবাদ, সম+বিধান=সংবিধান, নির+আময়=নিরাময়, বৃষ+তি=বৃষ্টি, ততঃ+ধিক=ততোধিক, তপঃ+বন=তপোবন, দুঃ+যোগ=দুর্যোগ, দিব+লোক=দ্যুলোক, বন+পতি=বনস্পতি, অহ+অহ=অহরহ
৪৫.সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ
৪৬.যে পদে সমাস হয়, তাকে বলে- সমস্যমান পদ
৪৭.সমাসের রীতি এসেছে- সংস্কৃত ভাষা থেকে
৪৮. সমাস কত প্রকার?- ৬
৪৯.সমাস নির্ণয় করুন: দম্পতি (দ্বন্ধ), কঁচা-মিঠা (কর্মধারয়), সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়), চাঁদমুখ (উপমেয়), শতাব্দী (দিগু), লাঠালাঠি (ব্যতিহার বহুব্রীহি), ছায়াশীতল (তৎপুরুষ), উপকূল (অব্যয়ীভাব)
৫০. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে- অলুক সমাস
৫১.আমাকে যেতে হবে- “আমাকে” কর্তৃকারক ২য়া
৫২‌‌.দশে মিলে করি কাজ- “দশে” কর্তায় ৭মী
৫৩.ডাক্তার ডাক- “ডাক্তার” কর্মে শুন্য
৫৪.গাড়ী স্টেশন ছাড়ল- অপাদানে শুন্য
৫৫.শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি
৫৬‌.মৌলিক শব্দ- গোলাপ
৫৭‌.রূঢ়ি শব্দ- হস্তী/সন্দেশ/তৈল/বাঁশী/গবেষণা
৫৮. যোগরূঢ় শব্দ- জলদ/পঙ্কজ/রাজপুত
৫৯. শব্দার্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?- ৩ ভাগে
৬০.ব্যূৎপত্তিগত দিক থেকে শব্দ- ৫ প্রকার

৬১.”ব্যাকরণ” শব্দটি এসেছে- সংস্কৃত শব্দ থেকে
৬২.গিন্নী কী শব্দ- অর্ধ-তৎসম
৬৩.রিকসা- জাপানি শব্দ
৬৪.হরতাল- গুজরাটি শব্দ
৬৫‌.চা, চিনি- চায়না শন্দ
৬৬.দাম- গ্রীক শব্দ
৬৭.চৌ-হদ্দি= ফারসি+আরবী
৬৮. হেড-মৌলভী= ইংরেজি+ফারসি
৬৯. আকাশের প্রতিশব্দ- দ্যুলোক, অন্তরীক্ষ, অম্বর
৭০.নন্দিনী অর্থ-তনয়া
৭১‌.পরভৃত অর্থ- কোকিল
৭২‌.পরভৃৎ অর্থ- কাক
৭৩.কপোল অর্থ- গাল
৭৪.শশাঙ্ক অর্থ- চাঁদ, সুধাংশু
৭৫.পুষ্প এর সমার্থক শব্দ- প্রসূন, কুসুম
৭৬.সূর্য এর প্রতিশব্দ- আদিত্য, ভানু, আফতাব, মিহির বিভাবসু
৭৭.সমুদ্র এর প্রতিশব্দ- পাথার, অর্ণব, উদধি
৭৮.অপলাপ অর্থ- অস্বীকার
৭৯.শিষ্টাচার অর্থ- সদাচার
৮০.উপরোধ অর্থ- অনুরোধ

৮১.কিছু বিপরীত শব্দ- অর্বাচীন (প্রাচীন), অলীক (বাস্তব), অনুগ্রহ (নিগ্রহ), আরোহরণ (অবরোহণ), আকস্কিক (চিরন্তন), ঊষর (উর্বর), ঋজু (বক্ত, বঙ্কিম), কুটিল (সরল), ক্ষীয়মান (বর্ধমান), গৃ্হী (সন্যাসী), জঙ্গম (স্থাবর), তিমির (আলো), ভূত (ভবিষ্যত) সংশয় (প্রত্যয়), সৌম্য (উগ্র), মনীষা (নির্বোধ), বিদিত (অজ্ঞাত)
৮২.”মুখ তোলা” বিশিষ্ট অর্থ- ভাগ্য প্রসন্ন হওয়া
৮৩.মাথা খাটিয়ে কাজ করবে – “মাথা” অর্থ- বুদ্ধি
৮৪.বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপুর ধ্বন্যাত্বক দ্বিরুক্ত শব্দ
৮৫.পরিভাষিক অর্থ- Aboriginal (আদিবাসী), Allegory (রুপক), Superstition (কুসংস্কার)
৮৬.সুন্দরের নিজস্ব একটি আকর্ষণ শক্তি আছে- “সুন্দর” বিশেষ্যপদ
৮৭.ইচ্ছা এর বিশেষণ- ঐচ্ছিক
৮৮.না কোন জাতীয় শব্দ- অব্যয়
৮৯.কী বিপদ! এখানে “কী” অর্থ- বিরক্তি
৯০.মা শিশুকে খাওয়াচ্ছেন- “শিশু” প্রযোজক কর্তা
৯১.বাক্যের ক্ষুদ্রতম একক কী?- শব্দ
৯২.বাংলা ছন্দ কত রকমের?- ৩ রকমের
৯৩.বাক্যের ৩টি গুণ কী কী?- আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
৯৪.গঠন অনুসারে বাক্য কত প্রকার- ৩ প্রকার
৯৫.তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি- সরল বাক্য
৯৬.শুদ্ধবাক্য- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল, বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন
৯৭. বাগধারা- অগস্ত যাত্রা (শেষ বিদায়), অর্থচন্দ্র (গলাধাক্কা), আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দন্ড), আটকপালে (হতভাগ্য), আকাশ কুসুম (অলীক ভাবনা), ঊনপাঁজুরে (হতভাগ্য), একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়), ভূষুণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি), গৌরচন্দ্রিকা (ভূমিকা), গোঁফ-খেজুরে (নিতান্ত অলস), ঠোটকাটা (স্পষ্টভাষী), চাঁদের হাট (প্রিয়জনদের সমাগম), ঢাকের কাঠি (তোষামুদে), দুধের মাছি (সুসময়ের বন্ধু), তামার বিষ (অর্থের কু প্রভাব), নিরানব্বয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি), রাবণের চিতা (চির অশান্তি), শকুনি মামা (কুচক্রী লোক), সাক্ষৌ গোপাল (নিষ্ক্রিয় দর্শক), শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ), হাত ভারি (কৃপণ)
৯৮. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে – উক্তিটির তাৎপর্য?- জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৯৯.বাক্য সংকোচন- অক্ষীর সমীপে (প্রত্যক্ষ), যা কষ্টে নিবারণ করা যায় (দুর্নিবার), যা চেটে খেতে হয় (লেহ্য), দিন ও রাতের সন্ধিক্ষণ (গোধূলি), যে স্ত্রী লোক প্রিয় কথা বলে (প্রিয়ংবদা), যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না (বনস্পতি), যা বলা হয় নি (অনুক্ত), যা দীপ্তি পাচ্ছে (দীপ্তিমান), যে ভূমিতে ফসল জন্মে না (ঊষর), দুই হাত সমানে চলে যার (সব্যসাচী), যা পূর্বে ছিল , এখন নেই (ভূতপূর্ব), যা চিরস্থায়ী নয়/নষ্ট হওয়া স্বভাব যার (নশ্বর), যার কর্মে ক্লান্তি নাই (অক্লান্তকর্মী), যে ভবিষ্যত না ভেবেই কাজ করে (অবিমৃষ্যকারী)
১০০.শুদ্ধ বানান- অধ্যবসায়, অনসূয়া, অদ্যাপি, অমাবস্যা, আদ্যক্ষর, অধোগতি, উন্মীলন, একান্নবর্তী, ঐন্দ্রজালিক, গীতাঞ্জলি, আকাঙ্ক্ষা, দধীচি, দ্বন্ধ, নিশীথিনী, নিপীড়িত, ভাগীরথী, মরীচিকা, মূহুমুহু, মুমূর্ষু, শিরচ্ছেদ, শারীরিক, সমীচীন, সৌজন্য, স্বান্তনা, স্বায়ত্বশাসন, বাল্মীকি, পিপীলিকা

লিখেছেন : প্রভাষক বাশার মাহমুদ

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =