১। এশিয়ার “গার্ডেন সিটি” বলা হয় কাকে.?
→সিঙ্গাপুরকে।
২। তাইওয়ানের পার্লামেন্টের নাম কী?
= কৃপাচিন
৩। অক্টোবর বিপ্লবের নেতা কে ?
= লেনিন।
৪। চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে ?
= বার্লিন প্রাচীর
৫। ভূ-রাজনীতি বিষয়ক ‘’Pivots” বলতে কোন অঞ্চলকে বুঝায় ?
= ইউরোশিয়া
৬ .কোন সংস্থা সর্বাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে?
= রেডক্রস । এর ৩টি প্রতীক রয়েছে । ।
৭.ক্যাম্প এক্সরে কোথায় অবস্থিত ?
= গুয়েতেমালা উপসাগরে
৮ । ক্যাম্পডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ?
= জিমি কার্টার । আর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল বিল ক্লিনটন
৯। দোজাংখা কোন দেশের ভাষা ?
= ভূটানের
৯। চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ?
= মঙ্গোলিয়া
১০। ব্রিকসের দশম সম্মেলন যখন, যেখানে অনুষ্ঠিত হয় – ২৫-২৭ জুলাই ২০১৮, জোহানেসবার্গ
১১। ট্রাম্প -কিম্প ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
☞ ১২জুন ২০১৮
১২। যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয়
☞ ১৯জুন ২০১৮
১৩। SDR ভূক্ত মুদ্রা কতটি?
উ: ৫ টি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল
১৪।IMF ত্যাগকারী দেশ কোনটি?
উ: কিউবা
১৫। এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়?
উ: উত্তর কোরিয়া
১৬। কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়?
উ: ২৯ টি (IMF এর বর্তমান সদস্য দেশ ১৮৯)
১৭। অঞ্চল হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে_
= ইউরোপীয় ইউনিয়নে
১৮। মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ-মায়ানমার
১৯। সিনাই উপত্যকা – মিসরে
২০। গ্রিন লাইন — ইসরাইল ও এর প্রতিবেশী দেশ
২১। ২৪ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে – পোল্যান্ডের কেটুইয়েসে।
২২। পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ – চীন ও যুক্তরাষ্ট্র।
২৩। সার্কের ১৩তম মহাসচিব কে?
উঃ আমজাদ হোসেন সিয়াল।
২৪। বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
উত্তর : জাপান।
২৫। মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর : হংকং।
২৬। রোহিঙ্গা সঙ্কট অবসানে প্রধানমন্ত্রীর প্রস্তাব/সুপারিশ– ৩ টি
Thanks a lot…
most welcome