সবুজপত্র
প্রকাশকাল > ১৯১৪ >
সম্পাদক > প্রমথ চৌধুরী
অবদান : বীরবলীয় রীতি বা বাংলা গদ্যে চলিত রীতি / মৌখিক ভাষারীতি প্রবর্তন প্রচলনে প্রচেষ্ঠা চালায়।
যারা লিখতেন : রবীন্দ্রনাথ , ইন্দিরা দেবী চৌধুরী , সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুরেশচন্দ্র চক্রবর্তী প্রমুখ
কল্লোল পত্রিকা
প্রকাশকাল > ১৯২৩
সম্পাদক > দীনেশরঞ্জন দাশ
অবদান : বাংলা সাহিত্যে আধুনিকতাবাদী আন্দোলনের প্রচেষ্ঠা
যারা লিখতেন : কাজী নজরুল ইসলাম , তারাশঙ্কর , বুদ্ধদেব বসু , প্রেমেন্দ্র মিত্র , অচিন্ত্যকুমার সেন গুপ্ত , শৈলজানন্দ
কল্লোল পত্রিকা কল্লোল যুগ সৃষ্টি করেছিল । এযুগের সাহিত্যকে ‘ত্রিশোত্তর বাংলা সাহিত্য বলে।
শিখা :
প্রকাশকাল : ১৯২৭
১ম সম্পাদক : আবুল হুসেন
অবদান : মুক্ত বুদ্ধির চর্চা
স্লোগান : জ্ঞান যেখানে সীমাবদ্ধ , বুদ্ধি যেখানে আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ।
যারা লিখতেন : আবুল হুসেন, আবুল হাসান , কাজী আবদুল ওয়াদুদ , মোতাহার হোসেন চৌধুরী ।
সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক কে >> নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭।
ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা >>শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত
কাজী নজরুলের পত্রিকা >ধূমকেতু , লাঙ্গল , নবযুগ।
সওগাত পত্রিকার সম্পাদক >> মোহাম্মদ নাসিরউদ্দিন
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক >> বঙ্কিম ( ১৮৭২)
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক >> অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩)
সুধাকর পত্রিকার সম্পাদক >> শেখ আব্দুর রহিম
সমকাল পত্রিকার সম্পাদক >> সিকান্দার আবু জাফর
পূর্বাশা পত্রিকার সম্পাদক >> সঞ্জয় ভট্টাচার্য
কবিতা পত্রিকার সম্পাদক >> বুদ্ধদেব বসু
আঙ্গুর পত্রিকার সম্পাদক >> ড. মুহাম্মদ শহীদুল্লাহ