সমাস মনে রাখার টেকনিক

প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
বাবামা বাবা মা দ্বন্দ্ব সমাস
দাকুমড়া দা কুমড়া দ্বন্দ্ব সমাস
আয়ব্যয় আয় ব্যয় দ্বন্দ্ব সমাস
সাতপাঁচ সাত পাঁচ দ্বন্দ্ব সমাস
এটাওটা এটা ওটা দ্বন্দ্ব সমাস
আসাযাওয়া আসা যাওয়া দ্বন্দ্ব সমাস

হাতপা হাত পা দ্বন্দ্ব সমাস
জনমানব জন মানব দ্বন্দ্ব সমাস
তুমিআমি তুমি আমি দ্বন্দ্ব সমাস
দম্পতি দম (জায়া) পতি দ্বন্দ্ব সমাস
আমরা আমি, তুমি সে দ্বন্দ্ব সমাস
হাতেপায়ে হাতে পায়ে অলুক দ্বন্দ্ব সমাস

নাককানগলা নাক, কান গলা বহুপদি দ্বন্দ্ব সমাস
ত্রিকোণ তিন কোণের সমাহার দ্বিগু সমাস
তেমাথা তিন মাথার সমাহার দ্বিগু সমাস
চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস
পঞ্চগড় পাঁচ গড়ের সমাহার দ্বিগু সমাস
সপ্তাহ সাত দিনের সমাহার দ্বিগু সমাস

সপ্তর্ষি সাত ঋষির সমাহার দ্বিগু সমাস
অষ্টধাতু আট ধাতুর সমাহার দ্বিগু সমাস
শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস
প্রগতি প্র (প্রকৃষ্ট রূপে) গতি প্রাদি সমাস
প্রবাদ প্র (প্রকৃষ্ট রূপে) বাদ প্রাদি সমাস
প্রভাত প্র (প্রকৃষ্ট রূপে) ভাত প্রাদি সমাস

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =