সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট

১। Ode কী?
= Ode হলো কোরাসগান । Ode অর্থ স্তোত্র কবিতা । প্রাচীনকালে কোরাসে সঙ্গীত ও নাচের মাধ্যমে যে গান গাওয়া হতো Ode বা স্তোত্র কবিতা কবিতা বলে । বর্তমানে প্রশস্তিমূলক গীতিকবিতায় কোন গাম্ভীর্যপূর্ণ বিষয়বস্তুর মাধ্যমে কবির অনুভূতির প্রকাশকে Ode বলে।
২। Ballad কী ?
Ballad অর্থ গীতিকা । A kind of Short narrative poem . another name Limerick .
এক শ্রেণির কাহিনীমূলক লোকগীতি । সাধারণত কোন দৈব দুর্ঘটনা বা কোন বিয়োগান্ত প্রেমকাহিনীর বর্ণনা এখানে থাকে ।
৩। Epic কী ?
= Epic অর্থ মহাকাব্য ।

4.Melodrama ?
Melodrama is a kind of play of violent and sensational themes .
5.Elegy?
=Song of Lamentation .
6.Catastrophy ?
= the tragic end of dramatic events
7.Protagonist ?
= the leading character of actor in a play
8.The ‘ Poet laureate
= the Court poet England
9.A Machiavellian character is
= a selfish person
10.Dirge
= ‍a song expressing grief , lamentation and mourning

11.ক্যান্টো কী ?
= দীর্ঘ কবিতার স্তবক ।
12.হাইকু ?
= তিন লাইনের জাপানি কবিতা।
13.রুবাই?
= চার পঙক্তির আরবীয় অঞ্চলের কবিতা।
14.সিজো ?
= চার পঙক্তির কোরীয় কবিতা।
15.মর্সিয়া সাহিত্য কী ?
= কারবালার বিয়োগান্ত কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে মর্সিয়া সাহিত্য বলে । মর্সিয়া আরবি শব্দ এর অর্থ শোক গাঁথা ।
16.পুঁথি সাহিত্য কী?
= ইসলামী চেতনাসমৃদ্ধ সাহিত্য । একে বটতলার পুঁথিও বলা হয়েছে।
17.টপ্পা কী ?
= একধরনের গান । পাঞ্জাবের উট চালকদের লোকগান থেকে উৎপত্তি
18.চম্পুকাব্য কী ?
= গদ্যে পদ্যে মিশ্রিত কাব্য
19.জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কী ?
= যুদ্ধ-বিগ্রহ
20.হারামণি কী ?
= প্রাচীন লোকগীতি

21.লোক সাহিত্য কী ?
= ছড়া , গান , ধাঁধা , প্রবাদপ্রবচন
22.গীতিকবিতা কী?
= আত্মনীলিনতা বা ব্যক্তিগত অনুভুতি সম্বলিত কবিতা
23.সনেট কী ?
= একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি যখন ১৪ অক্ষর সমন্বিত ১৪টি পঙক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে তখন তাকে সনেট বলে ।
24.অমিত্রাক্ষর ছন্দ কী ?
= যে ছন্দে ভাবের প্রবাহমানতা , বিরামচিহ্নের স্বাধীনতা এবং চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না , তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে । সনেটের মতো এটির ১৪ লাইন লাইন ( ৮+৬) ।
25.মঙ্গলকাব্য কী ?
= মধ্যযুগে ধর্মনির্ভর যে কাহিনী কাব্য গড়ে ওঠে ।
26.বাইশা কী ?
= মঙ্গল কাব্যের ২২জন কবিকে বাইশা বলে ।
27.কথা সাহিত্য কী ?
= উপন্যাস ও গল্পকে একত্রে বোঝাতে কথা সাহিত্য বলে ।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 9 =