১। সূর্য একটি নক্ষত্র ।
২। পৃথিবী একটি গ্রহ ।
৩। চাঁদ একটি উপগ্রহ ।
৪। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে ।
৫। নক্ষত্রগুলো জলন্ত গ্যাসপিন্ড এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত ।
৬। নক্ষত্রগুলোর (সূর্যের ) তাপমাত্রা ৬০০০* সেলসিয়াস ।
৭। সূর্যের প্রখর আলোর জন্য অন্যান্য নক্ষত্র দিনের বেলায় দেখা যায়না ।
৮। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব আলোক বর্ষ এককে মাপা হয় ।
৯। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, এই বেগে ১ বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ আলোক বর্ষ বলে ।
১০। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র ।
১১। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড ।
১২। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার ।
১৩। সূর্যের নিকটতম নক্ষত্র Proxima Centauri .
১৪। মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধুমকেতু বাশপকুন্ডের এক বিশাল মহাসমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্র জগত বলে ।
১৫। নক্ষত্রগুলো সর্পিলাকার বা উপবৃত্তাকার ।
১৬। কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে ।
১৭। হ্যালির ধুমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায় ।
১৮। সর্বশেষ ১৯৮৬ সালে হ্যালির ধুমকেতু দেখা গেছে ।
১৯। গ্রহ সূর্যের চারদিকে পরিক্রমণ করে, এদের নিজস্ব আলো বা তাপ নেই, এরা সূর্য থেকে তাপ ও আলো পায় । আমাদের সৌর জগতে ৮ টি গ্রহ রয়েছে ।
২০। গ্রহ মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় ।
২১। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ।
২২। বুধ ও শুক্রের উপগ্রহ নেই ।
২৩। শনির উপগ্রহের সংখা সবচেয়ে বেশি ।
২৪। টাইটান শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ ।
২৫। সৌরজগত = সূর্য > বুধ > শুক্র > পৃথিবী > মঙ্গল > বৃহস্পতি > শনি > ইউরেনাস > নেপচুন ।
২৬। sun > mercury > venus > earth > mars > Jupiter > Saturn > Uranus > Neptune
27। বুধ বা Mercury সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকতম গ্রহ ।
২৮। বুধ ও শুক্র গ্রহ কে ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা বলে ।
২৯। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার ।
৩০। পৃথিবীর ব্যাস প্রায় ১২৬৬৭/১২৮০০ কিলোমিটার আর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার ।
৩১। পৃথিবীর নিকটতম গ্রহ Mars বা মঙ্গল ।
৩২। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে ।
৩৩। বৃহস্পতি বা Jupiter সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, আয়তনে পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড় ।
৩৪। শনি বা Saturn সৌরজগতের ২য় গ্রহ ।
৩৫। মহাকাশচারী ইউরি গেগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন ।