বঙ্কিমচন্দ্র সমন্ধে সবচেয়ে বেশিবার যে সকল প্রশ্ন হয়েছে

[৩৭, ৩৬, ৩৫, ৩৩, ৩২, ৩১, ৩০, ২৯, ২৪, ১৬, ১৬, ১৫, ১৩, ১২ তম বিসিএস]

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের জন্মস্থান কোথায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ ললিতা তথা মানস।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশনন্দিনী।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি?
উঃ ইন্দিরা, আনন্দ মঠ , বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত।

৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন ।
৮। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা।
৯। বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী।
১০। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =