Topic: Phrase/Clause নির্ণয়ের সহজ কৌশল

প্রচলিত যেসব টেকনিক আছে তা দিয়ে কার্যকরীভাবে এগুলো নির্ণয় করা যায় না! তাই কয়েকদিনের ভাবনা ও পরিশ্রমে নিচের পোস্টটি তৈরি করলাম!

আলোচনার শুরুতেই জেনে নেয়া যাক Phrase/Clause কি জিনিস
❐Phrase:Phrase হচ্ছে একটি শব্দসমষ্টি যার নিজস্ব কোন Subject ও Finite verb নাই এবং তা বাক্য একটিমাত্র parts of speech (Noun,adj,adv etc) এর মতো ব্যবহৃত হয়!

Example:
“Drinking some milk regularly” is good for health.
লক্ষ্য কর,পুরো Underlined(“”) করা অংশটুকু কতগুলো শব্দের সমষ্টি এবং এখানে কোন Finite verb&Subject নাই!!আরও লক্ষ্য করলে দেখা যায় এটি Sentence এর Subject এর জায়গায় বসে(Is verb এর আগে) Subject(Subject হিসাবে Noun/pronoun বসে) এর কাজও করছে তথা Noun অর্থাৎ এটি একটি Phrase.
❐Clause: Clause হলো কততগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব একটি Finite verb ও একটি Subject আছে অথচ তা বাক্যেের একটি অংশ হিসাবে কাজ করে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে অন্য বাক্যের উপর নির্ভর করে!!

Example:
I know”What his name is”
লক্ষ্য করলে দেখা যায়,Underlined অংশে একটি Subject(his name) ও একটি Finite verb(is) আছে কিন্তু তা বাক্যের একটিমাত্র অংশে পরিণত হয়েছে(Subordinating conjunction”What” থাকায় এটি পরাধীন বাক্য যা নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না) অর্থাৎ এটি একটি Clause.

❏পরীক্ষায় সাধারণত যে phrase/Clause গুলো বেশি আসে তা নিম্নরূপ:
(I)Noun phrase/clause
(ii)Adjective phrase/clause
(iii)adverbial phrase /clause
(iv)prepositional phrase
নিম্নে এগুলো নির্ণয়ের কৌশল সংক্ষেপে বর্ণনা করা হলো:

কৌশল১:
প্রথমেই Underlined করা অংশের ডানে/বামে বা আগে/পরে অবস্থিত ক্রিয়াকে(Verb) কে →’কে,কি,কাকে’ দিয়ে ক্রমাগত প্রশ্ন করে যেতে হবে! যদি উত্তর হিসাবে শুধুমাত্র Underlined করা অংশটি পাওয়া যায়(#এক্ষেত্রে আগে বা পরে(Underlined এর অংশ বাদে) Noun থাকতে পারবে না) অথবা Noun থাকলে তা ঐ Noun কেই বুঝায় বা তার পরিচয় সম্পর্কিত তথ্যই Underlined অংশটি দেয় তবে তা Noun phrase/clause আর উত্তর পাওয়া যাওয়ার পরেও যদি Noun থাকে বা আগের বা পরের Noun সস্পর্কে পরিচয় সম্পর্কিত তথ্য না দেয় তবে তা Adjective clause/phrase ! এসব কিছুতেও না পাওয়া গেলে কৌশল২ এ যেতে হবে!

❏Example:
1.”Qualifying in the admission test” is not easy.
লক্ষ্য করি Underlined অংশের ডানে Verb (is) আছে!!এখন একে কৌশল অনুযায়ী প্রশ্ন করি→
প্রশ্ন:কি সহজ নয়?
উত্তর: (শুধু Underlined অংশ আসে)Qualifying in the admission test এবং আগে/পরে Underlined বাদে Noun নাই
অতএব, Phrase টি একটি Noun phrase.
2. Masud Rana,”the captain of our class”, is a gentle boy.
প্রশ্ন: কে gentle boy(হয়)?
উত্তর: Masud Rana
Gentle boy কি হয়??
উত্তর: Captain of our class এবং এই underlined পূর্বের Noun(Masud Rana) সম্পর্কে তথ্য দিচ্ছে অর্থাৎ Masud rana ও Captain of our class একই ব্যক্তি !
So,Noun phrase.
3. The news “that he has come back” is not true??
Q(question): কি সত্য নয়??
Answer(A): News
Q: কি News সত্য নয়?
A: that He has come back(সে যে ফিরে এসেছে) এবং লক্ষ্য করে দেখ The news টা ঐ News ই (that he has come back) অর্থাৎ The news এরই পরিচয় দিচ্ছে!!
সুতরাং, Noun clause

***Adjective phrase/clause:
1. He bought a “golden”ring
Q: সে কি কিনল??
A: Golden ring(সোনার আংটি) অর্থাৎ উত্তরের ক্ষেত্রে দেখা যাচ্ছে Underlined অংশ(Golden)বাদেও বাহির থেকে অতিরিক্ত (Ring) আসছে এবং Ring underlined এর পরে আছে যা একটি Noun আর আমরা জানি Adjective modify করে Noun কে.
সুতরাং, “Golden” Adjective phrase.
2. He bought a ring”made of gold”
আগের মতোই সব পার্থক্য শুধু Noun(ring) Underlined এট আগে আছে!
So,adjective phrase.
3. The news”he gave me” was false.
Q: কি সত্য ছিল?
The news
Q: কি ছিল the news??
A: যথাযথ উত্তর নাই এবং underlined অংশের পূর্বে Noun আছে!
সুতরাং,Adjective clause.
4. I knew the reason “Why he was angry”
Q: আমি কি/কাকে/কে জানি ইত্যাদির উত্তরে Underlined আসে না আর আসলেইবা কি হতো! সামনে Noun আছে!
সুতরাং, Adjective clause.
কৌশল২: প্রথম কৌশলে যথাযথ উত্তর না আসলে কৌশল২ তে ক্রিয়াকে→ ‘কোথায়,কখন,কিভাবে,কেন’ দ্বারা প্রশ্ন করতে হবে!!এবার উত্তর যদি Underlined অংশ হয় তবে তা Adverbial phrase/clause.

❏Example:
1. He lives “in the suburb of Dhaka”
লক্ষ্য কর, কৌশল১ অনুযায়ী ‘কি,কাকে,কে’→ বাস করে দ্বারা প্রশ্ন করলে(underlined) উত্তর নাই!!কিন্তু কৌশল২ অনুযায়ী,
Q:সে কোথায় বাস করে??
A: In the suburb of Dhaka
So,Adverbial phrase
2. I shall go”Where he lives”.
Q: কোথায় যাব??
A:Where he lives(সে যেখানে থাকে/বাস করে)
So,adverbial clause.

কৌশল৩: এখানে কিছু লক্ষণের দিকে খেয়াল দিতে হবে!!
(I)Underlined অংশটির ঠিক পূর্বে যদি preposition থাকে এবং Underlined করা অংশটুকুর পরে আর কিছুই না থাকে তবে তা Noun clause/phrase.
❐Example:
1. He came to “our house”
লক্ষ্য কর,underlined এর ঠিক পূর্বে preposition ‘To’ আছে আর তারপর শুধু Underlined clause
সুতরাং,এটি Noun phrase.
2. অনুরূপভাবে,
We cannot depend on “What he said”
→Noun clause
(ii)whence(কোথা থেকে),Wherever(যেখানে),then,while,whenever,(যখনই),Because, as,since, that,so that,in order that,lest,such,if,unless,incase,whether, on condition that,provided, providing that,if,unless,than,though, although,even if,till,until,before,after ইত্যাদি দ্বারা Underlined clause টি শুরু হলে তা Adverbial clause.

❐Example:
1.”If you come”,I wil go.
2.Do the work “as I show you”
3.He is wiser “than I thought”
4.He is weak “that he cannot walk”
এখানে “” এর ভিতরের প্রত্যেকটিই Adverbial clause.

কৌশল৪: Underlined যদি preposition দিয়ে শুরু হয় এবং underlined এর পরে noun/pronoun থাকে এবং Underlined এর পূর্বে Noun না থাকে তবে তা prepositional phrase.
❐Example:
1. He was absent “on account of” illness.
লক্ষ্য কর,preposition ‘on’ দ্বারা underlined শুরু হয়েছে এবং এর(he was absent) পরেও(illness) noun আছে কিন্তু এর আগে Noun নাই।
সুতরাং, এটি prepositional phrase.
2. একইভাবে, He stood “in front of”me.

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =