এক নজরে বঙ্গবন্ধু – ১ স্যাটেলাইট

১) বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের – ৫৭ তম দেশ
২) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে – ১২ মে ২০১৮, শুক্রবার দিবাগত রাতে
৩) দেশে এখন স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে আছে – ৩০ টি
৪) এই চ্যানেলগুলো বিদেশের স্যাটেলাইট ব্যবহারের কারনে প্রতিবছর পরিশোধ করতে হয় – ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি টাকা
৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার আছে – ৪০ টি
৬) এখান থেকে ভাড়া দেয়া হবে – ২০ টি

৭) বর্তমানে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচারে ব্যবহার করে হংকংয়ের – অ্যাপস্টার ৭ নামের স্যাটেলাইট
৮) বিটিভি ব্যবহার করে – এশিয়াস্যাট ৭ নামের স্যাটেলাইট
৯) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে – ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
১০) বাংলাদেশের এই স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশগুলোসহ – ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও কাজাখস্তান
১১) বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে – ২০০৭ সালে

১২) বাংলাদেশে মহাকাশে ১০২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে আবেদন করেছিল জাতিসংঘের – আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে, ২০০৭ সালে
১৩) বাংলাদেশের এই আবেদনের উপর আপত্তি করেছিল – ২০ টি দেশ
১৪) বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয় – ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক থেকে
১৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় – ২০১২ সালে
১৬) স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় – ২০১৫ সালে
১৭) এটি তৈরি করে ফ্রান্সের – থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
১৮) এটি নিয়ন্ত্রন করা হবে বাংলাদেশের গাজীপুরের – জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন থেকে
১৯) এটি নিয়ন্ত্রনের জন্য গাজীপুরে যে ২ অ্যানটেনা বসানো হয়েছে তাদের ওজন – ১০ টন
২০) এই স্যাটেলাইট প্রথম ৩ বছর পর্যবেক্ষণ করবে – বাংলাদেশের সাথে, থ্যালেস অ্যালেনিয়া স্পেস

২১) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে মোট ৪০ টি ট্রান্সপন্ডার রয়েছে যার – ২৬ টি কেইউ ব্যান্ড ও ১৪ টি সি ব্যান্ডের
২২) প্রতিটির ট্রান্সপন্ডার থেকে তরঙ্গ বরাদ্দ পাওয়া যাবে – ৪০ মেগাহার্টজ হারে
২৩) ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো – ১ হাজার ৬০০ মেগাহার্টজ
২৪) এটি তৈরিতে মোট খরচ হয়েছে – ২ হাজার ৯৬৭ কোটি টাকা
২৫) এটি যে রকেটে পাঠানো হয় – ফ্যালকন ৯, ব্লক ৫
২৬) যে স্থান থেকে পাঠানো হয় – এলসি ৩৯এ, কেনেডি স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র
২৭) এটির নিমার্তা প্রতিষ্ঠান – ফ্রান্সের থ্যালরস অ্যালেনিয়া স্পেস
২৮) যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায় – মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
২৯) নিয়ন্ত্রন করবে – থ্যালেস ও বিটিআরসি
৩০) এটির ওজন – ৩ হাজার ৫০০ কেজি
৩১) মেয়াদ – ১৫ বছর

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + three =