১। ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?
উঃ ৩ ভাগে।
ক) পাহাড়ি এলাকা খ) সোপান অঞ্চল গ) প্লাবন ভূমি।
২। বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?
উঃ কর্কটক্রান্তি রেখা বা ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
৩। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি কোথায় অবস্থিত?
উঃ বঙ্গোপসাগরে।
৪। বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে?
উঃ টারশিয়ারী যুগে।
৫। বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি?
উঃ গারো পাহাড়।
৬। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ জেলায়।
৭। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উঃ ক্রান্তীয় অঞ্চলে।
৮। রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে কি বলে?
উঃ বরেন্দ্রভূমি।
৯। বরেন্দ্রভূমির আয়তন কত?
উঃ ৯,৩২৪ বর্গ কি.মি.।
১০। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উঁচুতে অবস্থিত?
উঃ দিনাজপুর।
১১। সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?
উঃ ৩৭.৫০ মিটার।
১২। মধুপুর ও ভাওয়াল গড় এর আয়তন কত?
উঃ ৪,১০৫ বর্গ কি.মি.।
১৩। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উঃ বাংলাদেশ।
১৪। বাংলাদেশের ভূ-খণ্ড সৃষ্টির পূর্বে এখানে কী ছিল?
উঃ বঙ্গখাত বা Bango-Basin।