বাংলাদেশের নদ-নদী

১। শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?
উঃ ২৩০টি।
২। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উঃ সুরমা (দৈর্ঘ্য ৩৯৯ কি.মি.)।
৩। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?
উঃ পদ্মা (দৈর্ঘ্য ৩৬৬ কি.মি.)।
৪। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
উঃ ব্রহ্মপুত্র।
৫। বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি?
উঃ যমুনা।
৬। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?
উঃ কর্ণফুলী।

৭। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?
উঃ নাফ নদী।
৮। নাফ নদীর দৈর্ঘ্য কত?
উঃ ৫৬ কি.মি.।
৯। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উঃ হাড়িয়াভাঙ্গা।
১০। ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে?
উঃ গঙ্গা।
১১। পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়?
উঃ চাঁদপুর।
১২। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
উঃ হালদা ও সাঙ্গু।

১৩। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ কর্ণফুলী নদীর উপর।
১৪। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কবে?
উঃ ১৯৬২ সালে।
১৫। কোন নদীতে বাধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
উঃ কর্ণফুলী নদীতে।
১৬। মায়ানমার থেকে আসা অভিন্ন নদী কতটি?
উঃ ৩টি (নাফ, সাঙ্গু ও মাতামুহুরী)।
১৭। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি?
উঃ ১টি (কুলিখ)।
১৮। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
উঃ মেঘনা।
১৯। বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি?
উঃ নারায়ণগঞ্জ।
২০। বাংলাদেশের নদী গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ফরিদপুরে।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =