11th NTRCA Question Solution – College

NTRCA is short term of Non-government teachers’ registration & certification authority. You may also get NTRCA gono biggopti on our website up to date. This is 11th NTRCA Question Solution – College with accurate answer as per our best try. The 100 marks MCQ exam will be held within one hour for compulsory subject like Bangla, English, Mathematics & General knowledge. 0.50 Marks will be deducted for each wrong answer. Pass mark is 40 for compulsory subject & optional or related subject exam will be held according to candidate graduation or study level.

All NTRCA exam question solution with accurate answer are available at bcsstudy.com. Previous NTRCA exam question solution is very important for every NTRCA exam. So given bellow 11th NTRCA Question Solution – College for helping NTRCA examine. You can download all NTRCA question solution pdf file from our website. Also available NTRCA merit list on our website up to date. Lets follow 11th NTRCA Question Solution – College.

1. Which one is the correct passive form of the sentence ‘Your conduct pleased me’?

I am pleased of your conduct

 I was pleased with your conduct

I was pleased by your conduct

I was pleased at your conduct

  1. Choose the verb form of ‘friend’.

friendship

friended

 befriend

enfriend

  1. ‘তার জন্য জায়গা করে দাও’ –এর শুদ্ধ ইংরেজি ——

Make place for him

Manage place for him

Make accommodation for him

 Make room for him

  1. What is the synonym of ‘reveal’?

 disclose

conceal

proclaim

pacify

  1. Fill in the blank with appropriate preposition in the sentence : I am pleased—hear about your promotion.

by

 to

with

for

  1. 6. ভাষার মূল উপকরণ কী?

 বাক্য

ধ্বনি

শব্দ

বর্ণ

  1. 7. জুতো শব্দটি কোন ভাষারীতির?

সাধু

 চলিত

প্রাকৃত

কোল

  1. 8. কোনটি দন্ত্য ধ্বনি?

 

  1. 9. বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

স্বর্ণকুমারী দেবী

 বিহারীলাল চক্রবর্তী

ঈশ্বরচন্দ্র গুপ্ত

  1. 10. কোন শব্দটি ঘোড়ার সমার্থক?

 তুরঙ্গ

ভূজঙ্গ

কুরঙ্গ

বিহঙ্গ

  1. 11. দুইটি সংখ্যার ল. সা. গু ৮৪, গ. সা. গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?

১২

৩২

 ২৮

  1. 12. নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

(৪, ৬)

(৬, ৯)

(৯, ১২)

 (১২, ১৭)

  1. 13. একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?

 ৩ গুণ

৬ গুণ

৯ গুণ

১৮ গুণ

Follow up to get NTRCA Syllabus on our website up to date.

  1. 14. কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য ২০ ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

 ৩৫ ডিগ্রী

৪০ ডিগ্রী

৪৫ ডিগ্রী

৫৫ ডিগ্রী

  1. 15. ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

 ৫

  1. 16. প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো?

কুমিল্লা ও বরিশাল

 কুমিল্লা নোয়াখালী

ময়মনসিংহ ও নরসিংদী

ময়মনসিংহ ও জামালপুর

  1. 17. বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর সংগীত পরিচালক কে ছিলেন?

 সমর দাস

সুবল দাস

খান আতাউর রহমান

গাজী মাজহারুল আনোয়ার

  1. 18. বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত?

২৫.৬%

 ২৪.৮%

২৩.৬%

২৬.৫%

  1. 19. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?

২ বছর

৩ বছর

 ৪ বছর

৫ বছর

  1. 20. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল?

চন্দ্রবাড়ি

 ভবের পাড়া

টুংগীপাড়া

শিমুলিয়া

  1. ‘Swan song’ means—-

First work

 Last work

Middle work

Early work

  1. Sinners will suffer—–

in fine

 in the long run

in to time

in the court

  1. “All men must die”—Negative form of this sentence is ——

No men will never die

None but all men will die

Nothing but all men must die

 None can avoid death

  1. I would rather die—–.

to beg

 than beg

Than begging

Than would have begged

  1. Had I been rich, I—-.

 would have helped the poor

will help the poor

had helpd the poor

would help the poor

  1. Do not insist—-his going there.

to

 on

with

in

  1. What is the noun form of ‘believe’?

believe

 belief

believable

believance

  1. Select the right word to fill in the sentence “He ran fast lest he—-miss the train”.

can

 should

could

would

Let’s follow up NTRCA Recommendation Letter on our website up to date.

  1. Phonetics is concerned with —-

 Pronunciation

Word building

Sentence making

Passage

  1. He advised me —-smoking.

give up

to stop

 to give up

from giving up

  1. 31. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি?

বনফুল

 গাজীমিয়া

ভ্রমর

জরাসন্ধ

  1. 32. ‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ —

অবাস্তাব বস্তু

 বড় ধরনের চুরি

পুকুর চুরি করা

লোপাট

  1. 33. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?

বাক্যের শেষে

শ্লেষাত্মক বাক্যের মাঝে

 সংলাপে

প্রশ্নবোধক বাক্যে

  1. 34. ইঁদুর কপালে কী?

প্রবাদ

 বাগধারা

সমস্ত পদ

ব্যাসবাক্য

  1. কোন বানানটি শুদ্ধ?

সমিচীন

সমীচিন

সমিচিন

 সমীচীন

  1. 36. নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?

 অবিনশ্বর

নশ্বর

নষ্ট স্বভাব

বিনষ্ট

Check it out NTRCA Syllabus on our website up to date.

  1. 37. দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। — এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?

কর্তায় দ্বিতীয়া

করণে দ্বিতীয়া

অধিকরণে দ্বিতীয়া

 কর্মকারকে দ্বিতীয়া

  1. 38. সমাস নির্ণয় করুন –‘ধানের ক্ষেত’—

 ষষ্ঠী তৎপুরুষ

বহুব্রীহি

কর্মধারয়

অব্যয়ীভাব

  1. 39. ‘শোক’ শব্দের বিপরীত —-

দুঃখ

 হর্ষ

অনুতপ্ত

ব্যথা

  1. 40. উৎ + শ্বাস –এটি কোন সন্ধি?

নিপাতনে সিদ্ধ

স্বরসন্ধি

 ব্যঞ্জন সন্ধি

জটিল সন্ধি

  1. 41. বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?

৯০ ডিগ্রী

 ১০৫ ডিগ্রী

৬০ ডিগ্রী

১২০ ডিগ্রী

  1. 42. ১ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যামান?

১০

১১

 ১২

১৩

  1. 43. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

২০,০০০

২২,৫০০

 ২৫,০০০

৩০,০০০

  1. 44. একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 6cm হলে এর ক্ষেত্রফল জত হবে?

12 sq.cm

 18 sq.cm

24 sq.cm

36 sq.cm

  1. 45. 1+3+6+10+15+——-ধারাটির সপ্তম পদটি কত?

20

25

21

 28

  1. 46. কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে —-

২৫০

৩০০

১০০

 ২০০

  1. 47. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

২৫%

 ৩০%

৩২%

৪০%

  1. 48. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

৯০ ডিগ্রী

১৮০ ডিগ্রী

২৭০ ডিগ্রী

 ৩৬০ ডিগ্রী

  1. 49. সূর্যের উন্নতি কোণ ৬০ডিগ্রী হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

 ৪১৫.৬৯ মিঃ

৪১৭ মিঃ

৩১৫.৬৯ মিঃ

৩১৫ মিঃ

  1. 50. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজন সরলরেখা তৃতীয় বাহুর —

সমান

 অর্ধেক

দ্বিগুণ

তিনগুণ

You may also get NTRCA circular on our website up to date.

  1. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?

সিলেট

হবিগঞ্জ

 মৌলভীবাজার

সুনামগঞ্জ

  1. 52. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

নিঝুম দ্বীপ

সেন্টমার্টিন দ্বীপ

 দক্ষিণ তালপট্টি দ্বীপ

কুতুবদিয়া দ্বীপ

  1. 53. আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?

 ম্যালিক এসিড

ফলিক এসিড

অক্সালিক এসিড

সাইট্টিক এসিড

  1. 54. সুনামির (Tsunami) কারণ হলো —

অগ্নুৎপাত

ঘূর্ণিঝড়

চন্দ্র ও সূর্যের আকর্ষণ

 সমুদ্র তলদেশে ভূমিকম্প

  1. 55. লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

 ১২০ দিন

১০০ দিন

৮০ দিন

৬০ দিন

  1. 56. বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন?

 ১০ অক্টোবর ১৯৭২

৭ নভেম্বর ১৯৭২

১৬ ডিসেম্বর ১৯৭২

২৫ ডিসেম্বর ১৯৭২

  1. 57. চিরশান্তির শহর কোনটি?

 রোম

ভেনিস

এথেন্স

অসলো

  1. 58. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

লাল

 কালো

সাদা

সবুজ

  1. 59. নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?

ফ্যাক্স

 মেইল

টেলিফোন

টেলিভিশন

  1. 60. কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

মিশর

 ইরাক

জর্ডান

কুয়েত

  1. Would you mind (to take) simply a cup of coffee? The correct verb from would be —-

to kate

taken

 taking

for taking

  1. The passive form of the sentence “Do it as I say” is—-

Let it be done as is said by me

 Let it be done as I say

It should be done as I say

Be it done as it is said

  1. ‘Blue blood’ means—–

 aristocratic birth

scoundrel

fresh blood

blood of king

  1. I look forward —– you.

to see

meeting

 to hearing from

to meet

  1. We worked hard so that we —–succeed.

can

 could

may

should

  1. —– water of this pond is clear. Use article.

 the

a

no article

an

  1. Which one is a compound noun?

 Headmaster

information

Friday

Examination

  1. The man was —-murder.

hung for

 hanged for

hanged

hung to

  1. ‘Head over heels in love’ means—

loving somebody

disliking somebody very much

hating love strongly

 loving somebody very much

  1. Choose the correct sentence :

No sooner had I came than he went away

No sooner I come than he went away

No sooner had I come hen he went away

 No sooner had I come than he went away

  1. 71. বাক্যে সেমিকোলন ( ; ) থাকলে কতক্ষণ থামতে হয়?

১ বলতে যে সময় লাগে

 ১ বলার দ্বিগুণ সময়

১ সেকেন্ড

২ সেকেন্ড

  1. 72. সুহৃদ কী ধরনের শব্দ?

মৌলিক

রূঢ়ী

যোগরূঢ়

 যৌগিক

  1. 73. তিনি সৎ কিন্তু কৃপন- বাক্যটি —

সরল বাক্য

 যৌগিক বাক্য

মিশ্র বাক্য

বিস্ময়বোধক বাক্য

  1. 74. ‘খেচর’ শব্দটির অর্থ কী ?

 আকাশচারী

দুষ্ট প্রকৃতির লোক

চাকর

যে প্রাণী জলেও চরে স্থলেও চরে

  1. 75. কোনটি নিত্য নারী বাচক শব্দ?

জেনানা

 সতীন

শিক্ষিকা

ধাত্রী

  1. 76. কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

ঝরা পালক

সাতটি তারার তিমির

 অর্কেস্ট্রো

মহাপৃথিবী

  1. 77. ‘ফুড কনফারেন্স’ এর রচয়িতা কে?

মীর মশাররফ হোসেন

কাজী নজরুল ইসলাম

ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ

 আবুল মনসুর আহমেদ

  1. 78. কালি ও কলম কী?

উপন্যাস

কাব্যগ্রন্থ

 পত্রিকা

প্রবন্ধ

  1. 79. প্রত্যয় কত প্রকার?

এক

 দুই

তিন

চার

  1. 80. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

কাব্য

 ছোটগল্প

নাটক

উপন্যাস

 

  1. 81. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

৭৩০

 ৭৩৫

৭৮০

৭৯০

  1. 82. ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

৬০

৬৫

৭০

 ৭৫

  1. 83. x-1x=1 হলেx3-1×3 এর মান কত?

2

 4

6

8

  1. 84. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

3×2+4y2=2

xy=1

x+y=4

 x2+y2=5

  1. 85. logx324=4 হলে x এর মান কত?

 32

23

33

22

  1. 86. 3×3+2×2-21x-20 রাশির একটি উৎপাদক হচ্ছে-

x+2

x-2

 x+1

x-1

  1. 87. (33 × 43)6= কত?

12

36

48

 144

  1. 88. 3x-8=34 হলে x এর মান কত?

3

 4

2

6

  1. 89. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

৩৩

 ৬৪৩

৬৪

৩২

  1. 90. sinθ এর সর্বনিম্ন মান কত?

0

-2

1

 -1

  1. 91. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

১০ জুন

১০ আগস্ট

১০ অক্টোবর

 ১০ ডিসেম্বর

  1. 92. ভুটানের মুদ্রার নাম কি?

রুপী

রুশিয়া

 গুলট্রাম

বাথ

  1. 93. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

১৯০টি

১৯১টি

১৯২টি

 ১৯৩টি

  1. 94. বাতাসের শহর হিসেবে পরিচিত—-

 শিকাগো

নিউইয়র্ক

ওয়াশিংটন

সিডনী

  1. 95. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?

 চাকমা

সাঁওতাল

গারো

মারমা

  1. 96. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

লন্ডন

 ব্রাসেলস

রোম

প্যারিস

  1. 97. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

ফেনী

 সাঙ্গু

কর্ণফুলি

নাফ

  1. 98. পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?

লৌহ

ইস্পাত

 হীরক

পাথর

  1. 99. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

শেষরাতে

মধ্যাহ্নে

 অপরাহ্নে

সবসময়

  1. 100. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

জেনেভা

বার্লিন

প্যারিস

 ভিয়েনা

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

1 thought on “11th NTRCA Question Solution – College”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =