16th NTRCA Question Solution School 2

NTRCA is short term of Non-government teachers’ registration & certification authority. Here is 16th NTRCA Question Solution School 2 Level with accurate answer as per our best try. The 100 marks MCQ exam will be held within one hour. 0.50 Marks will be deducted for each wrong answer.

All NTRCA exam question solution with accurate answer are available at bcsstudy.com. Previous years exam question solution is very important for every NTRCA exam. So written bellow 16th NTRCA Question Solution School 2 Level for helping NTRCA examine. You can download all NTRCA question solution pdf file from our website. Lets follow 16th NTRCA Question Solution School 2 Level.

16th NTRCA Question Solution School 2 Level

Mark distributions of NTRCA exam:-
Bangla: 25
English: 25
Mathematics: 25
General Knowledge: 25

So, Lets checkout 16th NTRCA Question Solution School 2 Level.

16th NTRCA Question Solution School 2: General Knowledge

  1. NATO কোন ধরনের জোট ? -সামরিক জোট
  2. বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা কতটি ? -৮ টি
  3. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ? -ক্যাপ্টেন এম মনসুর আলী
  4. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ? -১৩৭ নং
  5. ইতিহাসের জনক কে ? -হেরোডটাস
  6. টেকসই উন্নয়ন কবে গৃহীত হয় ? -২০১৫ , 25 শে সেপ্টেম্বর
  7. ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় ? -বেলজিয়াম
  8. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান ? -৪২৬ জন
    নবায়নযোগ্য শক্তি কোনটি ? -সমুদ্রের ঢেউ
  9. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়? -১৯৭৪
  10. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? -২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  11. Seven sister কোথায় অবস্থিত ? -ভারতে, ভারতের সাতটি অঙ্গরাজ্যে
  12. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়? -২০১১
    বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় ? -১৯৯৮
  13. বিশ্ব পরিবেশ দিবস ? -৫ জুন
  14. বাংলাদেশ স্কয়ার কোথায় ? -লাইবেরিয়া
    আফগানিস্তান ভারত কে পৃথক করেছে ? -ডুরান্ড লাইন
  15. SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে ? -প্রতিরক্ষা মন্ত্রণালয়
  16. পাট গবেষণা ইনস্টিটিউট ? -মানিকগঞ্জ
  17. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরে ছিল? -২ নম্বর 

16th NTRCA Question Solution School 2: Bangla

  1. বাংলা সাধু ভাষার জনক কে? – ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? – সাধু রীতি
  3. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – অমুদ
  4. বিরাম চিহ্নের প্রবর্তক কে? – ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  5. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ণ ব্যবহৃত হয়? – হাইফেন
  6. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী? – চাটুকার
  7. “গঙ্গা” শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সবগুলোই (গোমতি, কাবেরী, কৃষ্ণবেণী)
  8. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – সোম
  9. ‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? – কৃত্রিম
  10. নিচের কোন বানানটি শুদ্ধ? – পিপীলিকা
  11. কোন বানানটি শুদ্ধ? – সমীচীন
  12. কোন বাক্যটি শুদ্ধ? – দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
  13. ‘তপোবন’ কোন সমাস? – চতুর্থী তৎপুরুষ
  14. সন্ধির প্রধান কাজ কী? – ধ্বনি পরিবর্তন
  15. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিস্পন্ন পদটির নাম কী? – সমস্যমান পদ
  16. ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিল’ কোন কারক? – অপাদান কারক
  17. ‘সিংহাসন’ কোন সমাস? – মধ্যপদলোপী কর্মধারয়
  18. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি? – অপাদানে শূন্য
  19. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন কোনটি? – জীমূতেন্দ্র
  20. ‘সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী? – বৃহৎ বিষয়
  21. ‘সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী? – বিপদের আশঙ্কা
  22. ‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? – লো+অন
  23. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? – কুলটা
  24. ‘কালসাপ’ কোন সমাস? – নিত্য সমাস (কাল তুল্য সাপ)
  25. ‘Watery grave’ -এর অর্থ কী? – সলিল সমাধি

16th NTRCA Question Solution School 2: English

  1. He — me while I was reading. – interrupted
  2. Corruption is one of the worst evils (Positive). – Very few evils are as bad as corruption
  3. We should read books to gain knowledge (Make it complex). – We should read books, so that we can gain knowledge.
  4. ‘Please, keep quite,’. (Make it passive). – You are requested to keep quiet.
  5. Trees are considered one of our best friends. (Make it active). – Trees are our best friends.
  6. Cricket is a very qxciting game. (Make it Exclamatory). – What an exciting game cricket is!
  7. What is the synonym of ‘alliance’? – Association
  8. The synonym of ‘annihilate’ is- destroy
  9. Verb from of ‘false’ is- falsify
  10. Adverb from of ‘heart’ is- heartily
  11. Adjective form of ‘courage’ is- courageous
  12. মানবজাতি এখন সংকটাপন্ন। – Mankind is at stake now.
  13. তার কোনো বন্ধু নাই বললেই চলে। – He has a few friends.
  14. বিনয় মহত্ত্বের ভূষণ। – Modesty is embellishment of greatness.
  15. What is the antonym of ‘agile’? – lazy
  16. The antonym of ‘optimism’ is- pessimism
  17. What is the verb from of ‘ability’? – able
  18. It’s time you — your mistakes. – realised
  19. Jamal walks as if he — lame. – were
  20. Uneasy lies the head that — a crown. – wears
  21. Read diligently lest you — fail in the examination. – should
  22. The word ‘Banish’ means- exile
  23. ‘a cock abd bull story’ means a false story
  24. ‘Big bug’ means- Important person
  25. ‘At a stretch’ means- without break

16th NTRCA Question Solution School 2: Math

  1. x/y এর সাথে কত যােগ করলে যােগফল y/x হবে? – (y2 – x2)/xy
  2. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?- ৭
  3. x2 -11x + 30 ও x3 – 4×2 – 2x – 15 এর গ.সা.গু কত? – x-5
  4. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.? – 3√3/2
  5. a:b = 2:3 এবং b:c = 6:7 হলে a:c = কত? – 4:7
  6. log √2 16 = কত? – 8
  7. টাকার ৬টি করে ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? – ২০%
  8. x2 – y(y – 2) -1 এর উৎপাদক নিচের কোনটি? – সঠিক উত্তর নাই, উত্তর হবে: (x + y – 1) (x – y + 1)
  9. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬০। ক্ষুদ্রতম কোণের মান কত? – ৪২০
  10. x4 – x2 –1 = 0 হলে x2 – 1/x2 =কত? – 1
  11. 4(x+y), 10(x – y) এবং 12(x2 – y2) এর গ.সা.গু কত? – 2
  12. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 সেমি. হলে AB = কত সেমি.? – 6 সেমি,
  13. ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? – ৭৬°
  14. দুটি সংখ্যার বর্গের সমটি 13 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর হত? – 5
  15. 3√3√x3 = কত? – x1/3
  16. একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত? – 5√3 সে.মি.
  17. শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে? – 6 বছর
  18. 3 + 6 + 9 +………. ধারাটির কততম পদ 33? – 11
  19. একটি কলম 10% লাভে বিক্রয় করা হল। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত? – 11:10
  20. ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ভাগ কত বেশী? – ১৫০
  21. f(x) = 2×2 + 3x – 1 হলে f(0) = কত?- -1
  22. 2x+1 = 32 হলে x এর মান কত? – 4
  23. ABCD সামন্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ BAD = ১০০° হলে কোণ BCE = কত? – ৮০০
  24. ঘণ্টায় ৬০ কিলােমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? – ২৪ সেকেন্ড
  25. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? – 30০

Here is 16th NTRCA Question Solution School 2. Ask your query to us foe getting all information about 16th NTRCA Question Solution School 2.

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

2 thoughts on “16th NTRCA Question Solution School 2”

  1. Md. Zahangir Alam Bhuiyan

    It’s very nice initiative for the candidate. A candidate can earn knowledge about the examination and take preparation for achieving the target.
    It’s really an excellent arrangement for the students/candidates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fifteen =