16th NTRCA Question Solution College

NTRCA is short term of Non-government teachers’ registration & certification authority. This is 16th NTRCA Question Solution College Level with accurate answer as per our best try. The 100 marks MCQ exam will be held within one hour for compulsory subject. 0.50 Marks will be deducted for each wrong answer. Pass mark is 40 for compulsory subject & optional or related subject exam will be held according to candidate graduation or study level. You may also get NTRCA gono biggopti on our website up to date.

All NTRCA exam question solution with accurate answer are available at bcsstudy.com. Previous years exam question solution is the most  important for every NTRCA exam. So given bellow 16th NTRCA Question Solution College Level for helping NTRCA candidate. You can download all NTRCA question solution pdf file from our website. Also available NTRCA merit list on our website up to date. Lets follow 16th NTRCA Question Solution College Level.

16th NTRCA Question Solution College Level

For school level and college level NTRCA exam, The 100 marks MCQ exam was held within one hour for compulsory subject like Bangla, English, Mathematics & General knowledge. 0.50 Marks will be deducted for each wrong answer or mistake.

Mark distributions of NTRCA exam:-
Bangla: 25
English: 25
Mathematics: 25
General Knowledge: 25

So, Lets see 16th NTRCA Question Solution School Level.

16Th Ntrca Question Solution College 1

16th NTRCA Question Solution College: General Knowledge

1.বীর প্রতীক কত জন–426 জন
2.সংবিধান রচনা কমিটির মহিলা সদস্য–বেগম রাজিয়া বানু
3.বৃহত্তম উপজেলা–শ্যামনগর
4.মনপুরা-70 কি-চিত্রশিল্প
5.সংবিধান কয়টি ভাষায় রচিত-২
৬.কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত—রাঙামাটি
7.মহাস্থানগড়-বগুড়া
8.নদী ছাড়া মহানন্দা কি-আম
9.প্রথম epz–চট্টগ্রাম
10.মূল্য সংযোজন কর-পরোক্ষ কর

Follow up to get NTRCA Syllabus on our website up to date.


11.কারাগারের রোজনামচা-বঙ্গবন্ধু
12.ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে–ভারত(আফগানিস্তানের সঙ্গে শততম জয়)
13.বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ-চীন
14.তুরস্কের মুদ্রা-লিরা
15.স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-ইরাক
16.বাংলা প্রথম সার্চইঞ্জিন-পিপীলিকা
17.নিউজিল্যান্ডের আদিবাসী-মাউরি
18.পরিবেশ দিবস-5জুন
19.কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন-29
২০.উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে সম্পর্কিত-WTO
21.যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা-রাষ্ট্রপতি শাসিত
22.SMOG হচ্ছে–দূষিত বাতাস
23.ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্র-সিসমোগ্রাফ
24.হিমগ্লোবিনের কাজ-অক্সিজেন পরিবহন

16Th Ntrca Question Solution College Level (1)

16th NTRCA Question Solution College: Bangla

  1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? – ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
  2. বাক্যে কোন যতি চিন্হটি থাকলে থামার প্রয়োজন নেই? – হাইফেন
  3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠিাতা সম্পাদক কে ছিলেন? – ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি? – পয়ঃ
  5. কোন বানানটি শুদ্ধ? – মুমূর্ষু
  6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী? – চাটুকারিতা
  7. ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়- দৃশ + অনীয়
  8. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ? – উভয়
  9. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ- নির্মোক
  10. “রাজাই রাজাই লড়াই করছে” _এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী? – ব্যাতিহার কর্তা

Let’s follow up NTRCA Recommendation Letter on our website up to date.

  1. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? – ষ্ + ণ
  2. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? – ভিক্ষুককে ভিক্ষা দাও
  3. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ- আকুঞ্চন
  4. কোনটি ফারসি শব্দ? – চশমা
  5. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ- পিশাচ-পিচাশ
  6. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি? – কৃত বিদ্যা যার, সমানাধিকরন বহুব্রীহি সমাস
  7. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? – কর্মধারায়
  8. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? – লেফাফা দুরস্ত
  9. যোগরূঢ় শব্দ কোনটি? – পঙ্কজ
  10. কোনটি সমার্থক শব্দ নয়? – পাবক
  11. নিচের কোন বাক্যটি শুদ্ধ? – বিধি লঙ্ঘিত হয়েছে
  12. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? – ‘র’, ‘এর’
  13. কোনটি ব্যাঞ্জন সন্ধির উদাহরণ? – সংবাদ
  14. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? – রোমান্টিক প্রণয় কাব্য
  15. কায়কোবাদের প্রকৃত নাম কী? – কাজেম আল কোরেশী

16th NTRCA Question Solution College: English

  1. Had I riches, I — (help) you. – would have helped
  2. What is the appropriate meaning of ‘Achilles heel’? – Vulnerable point
  3. ‘লেবু কচলালে তেতো হয়’ – The best translation is- A jest driven hard, loses its point
  4. Which one below is a correct sentence?
  5. At the scene, — mother arose in her.
  6. What is the verb from of the word ‘friend’? – befriend
  7. Choose the correct sentence.
  8. Which is the correct use of gerund?
  9. The correctly spelt word is- millennium
  10. Which one is the correct sentence?

Check it out NTRCA Syllabus on our website up to date.

  1. The word `Homely’ is- adjective
  2. What you (do) at this moment?
  3. Choose the correct answer:
  4. The word
  5. It is high time we (change) our food habit. – changed
  6. Five litres od milk is contained — pot.
  7. I could not go — for the examination due to rain.
  8. The phrase ‘at loggerheads’ means- quarreling
  9. Hurry spoils-
  10. — water of this Jake is pure. – The
  11. I wanted the poster to —
  12. “Leave no stone unturned” means- try every possible means
  13. Would you mind — me a cup of tea? – bringing
  14. What is the antonym of ‘rear’? – front
  15. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল। – The boy came to me crying.

16th NTRCA Question Solution College: Math

  1. ৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলাের মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে? – ৮৮
  2. পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত? – ২ কেজি
  3. একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ? – ৯
  4. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার? – ৮২
  5. একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? – ১২%
    ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে? – ২০০ টাকা
  6. 3 cotA = 4 হলে sinA এর মান কত? – 3/5
  7. 9p2 + 14p এর সাথে কত যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? – 49/9
  8. m-n =x এবং mn = 6×2 হলে m3 – n3 = কত? – 19×3
  9. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং ৪ সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে? – 24 বর্গ সে.মি.
  10. ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? – ২৪০০
  11. x2 – 3x, x2 – 9 এবং x2-4x + 3 বীজগাণিতীক রাশির গ.সা.গু কত হবে? – x -3

You may also get NTRCA circular on our website up to date.

  1. যদি ax = b, by = c এবং cz = a হয় তবে xyz এর মান কত হবে? – 1
    log10 x = – 2 হলে x এর মান কত হবে? – 0.01
  2. একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে? – ২৪ মিটার
  3. x – 1/x = 52 হলে (x + 1/x)2 এর মান কত? – সঠিক উত্তর নাই। সঠিক- 2708.
  4. x2–4, x2+4+x+4, x3–8 বীজগাণিতীক রাশির ল.সা.গু কত? – সঠিক উত্তর নাই। প্রশ্নে ভুল আছে।
  5. x2 + 1/x2 = 3 হলে (x6+1)/x3 এর মান কত? – 2√5
  6. ক : খ = ৪:৭, খঃ গ = ১০: ৭ হলে কঃ খঃ গ কত হবে? – ৪০ : ৭০ : ৪৯
  7. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলােমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? – ৩০০
  8. একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? – π বর্গ একক
  9. কোনাে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ – স্থুল কোণ
  10. (sinθ + cosθ)/(sinθ – cosθ) = 7 হলে secθ এর মান কত? – ± 5/3
  11. x2 – x – 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে- 3, -2
  12. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত? – ৪১ বছর

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

1 thought on “16th NTRCA Question Solution College”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + six =