17th NTRCA Question Solution School

NTRCA is short term of Non-government teachers’ registration & certification authority. Here is 17th NTRCA Question Solution School Level with accurate answer as per our best try. You may also get NTRCA gono biggopti on our website up to date. The 100 marks MCQ exam will be held within one hour. 0.50 Marks will be deducted for each wrong answer.

All NTRCA exam question solution with accurate answer are available at bcsstudy.com. Previous years exam question solution is very important for every NTRCA exam. So written bellow 17th NTRCA Question Solution School Level for helping NTRCA examine. Also available NTRCA merit list on our website up to date. You can download all NTRCA question solution pdf file from our website. Lets follow 17th NTRCA Question Solution School Level.

17th NTRCA Question Solution School Level

Mark distributions of NTRCA exam:-
Bangla: 25
English: 25
Mathematics: 25
General Knowledge: 25

So, Lets checkout 17th NTRCA Question Solution School Level.

17th NTRCA Question Solution School Level

17th NTRCA Question Solution School: General Knowledge

১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় — উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
২। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? উত্তরঃ ২ টাকা
৩। চাকমা জনগোষ্ঠার লোকসংখ্যা সর্বাধিক কোথায়? উত্তরঃ রাঙামাটি জেলায়
৪। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —। উত্তরঃ গাম্বিয়া
৫। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে —। উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ২০২২
৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তরঃ মহেশখালী
৭। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে —উত্তরঃ মৌলভীবাজার
৮। ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন — উত্তরঃ আবুল বরকত
৯। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উত্তরঃ যশোর
১০। “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” পুরস্কার ২০২০ লাভ করেন —উত্তরঃ আজিজুর রহমান

১১। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা– উত্তরঃ ১৬৪
১২। ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী? উত্তরঃ ইউক্রেন
১৩। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উত্তরঃ নবম
১৪। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত — উত্তরঃ নাইরোবি
১৫। শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় — উত্তরঃ দেহের বৃদ্ধির জন্য
১৬। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্‌টওয়্যার এর নাম কী? উত্তরঃ আই সাইট
১৭। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চেলে যায়? উত্তরঃ RAM
১৯। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী? উত্তরঃ ঋষি সুনাক
২০। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ এশিয়া

২১। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় সালে? উত্তরঃ ১৯৯৬ সালে
২২। কচুশাক বিশষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো — উত্তরঃ লৌহ
২৩। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে —- উত্তরঃ অঙ্কোলজি (অর্বুদবিজ্ঞান)
২৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে —উত্তরঃ কোভিড-১৯
২৫। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়? উত্তরঃ থাইরক্সিন
২৬। GIS-এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Geographic Information System

Follow up to get NTRCA Syllabus on our website up to date.

17th NTRCA Question Solution School: Bangla

১। ‘প্রথিত’ শব্দের অর্থ কী? উত্তরঃ বিখ্যাত
২। ‘পত্রপাঠ্য’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ অবিলম্ব
৩ । অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তরঃ ‘চ’ ধ্বনি
৪ । ন-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ পূর্বাহ্ণ
৫ । ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি? উত্তরঃ চালান
৬ । ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ? উত্তরঃ প্রতি + আবর্তন
৭ । সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? উত্তরঃ তালব্য
৮ । “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ নিমিত্তার্থে ষষ্ঠী
৯ । ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উত্তরঃ অন্যকাল
১০ । বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? উত্তরঃ শব্দ

১১ । সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য? উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া পদের রূপগত ভিন্নতায়
১২। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উত্তরঃ কমা
১৩ । কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ উপর্যুক্ত
১৪ । শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
১৫ । ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ সিংহদার
১৬ । ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে? উত্তরঃ ত্বরিৎকর্মা
১৭ । “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? উত্তরঃ দেখে পথ চলো, বুঝে কথা বলো।
১৮। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ সৎমা
১৯ । ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ রজকী
২০ । ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে ৭মী বিভক্তি

Let’s follow up NTRCA Recommendation Letter on our website up to date.

২১ । ‘মুজিববর্ষ’ কোন সমাস? উত্তরঃ কর্মধারয় সমাস
২২ । ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √মুচ্+ক্তি
২৩ । পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ অবনী
২৪ । ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি? উত্তরঃ বক্তব্য
২৫। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √শ্রু +অন

17th NTRCA Question Solution School: English

১। Which is the noun of the word wise? উ. B) wisdom
২। Ups and downs means- উ. D) rise and fall
৩। The verb form of ‘strong’ is- উ. C) strengthen
৪। — best companions in life. উ. A) Books are men’s
৫। তিনি সৎ লোক ছিলেন, তাই না? উ. D) He was an honest man, wasn’t he?
৬। I fancy I (turn) a trifle pale. উ. A) turned
৭। He fell __ a trap. উ. C) into
৮। ‘To end in smoke’ means — উ. C) to come to nothing
৯। Kalam is as strong as Salam. (Comparative) উ. A) Salam is not stronger than Kalam
১০। I look forward to (receive) a letter from you. উ. A) receiving

১১। He is so dull that — উ. C) He can not understand anything
১২। I have left the room but he (enter) the room. উ. D) is entering
১৩। The man is — his son’s fault. উ. A) blind to
১৫। The synonym of ‘Prudent’ is — উ. B) insightful
১৬। Without working hard, you can not succeed. উ. B) Work hard or you can not succeed.
১৭। I would rather die- উ. B) than beg
১৯। The prince has no ambition __ the throne. উ. D) for
২০। The synonym of ‘incredible’ is— উ. A) unbelievable

Check it out NTRCA Syllabus on our website up to date.

২১। The antonym of ‘Honorary’ is — উ. C) salaried
২২। Over-flooding is one of the worst problem in our country. (Positive) – উ. C) Very few problem in our country are as bad as over-flooding.
২৩। What can no be cured must be endured. (Active) উ. C) We must endure what we can not cure.
২৫। Let us love our country. (Simple) উ. B) We should love our country
২৬। Noun form of the word ‘comfortable’ is — উ. B) comfort

You may also get NTRCA circular on our website up to date.

17th NTRCA Question Solution School: Mathematics

১। log3 3+ log4 2= কত? উ. 5/2
২। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উ. ৯০
৩। 3 5⁴ এর মান কত? উ. ২২৫
৪। যদি a²+1a²=51হয়, তবে a-1a এর মান কত? উ. +- ৭
৫। যদি abˣ⁻³ = baˣ⁻⁵ হয়, তবে x এর মান কত? উ. 8
৬। যদি x = yª, y =zb এবং z = xc হয়, তখন ‍abc এর মান হয়- উ. ১

৭। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর? উ. ৬ বছর
৮। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? উ. ৩ মিনিট
৯। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে? উ.৬ দিনে
১০। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে? উ. ৬৬ ২/৩

১১। ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? উ. ১২.৫
৩১। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? উ. ৪৫০
১২। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উ. ৯ : ৪
১৩। ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? উ. ২১০০ টাকা

১৪। 1 – a² + 2ab – b² এর উৎপাদক কোনটি? উ. (1+a-b)(1-a+b)
১৫। 4x² – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? উ. ২৫
১৬। ৭০º কোণের সম্পূরক কোণ কোনটি? উ. ১১০ ডিগ্রি
১৭। ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90º হলে, সঠিক চতুর্ভুজ কোনটি? উ. আয়তক্ষেত্র
১৮। x3-1, x3+1, x4 + x2+1 এর ল.সা.গু. কত? উ. X6-1
১৯। 2n 2n-1 = কত? উ. 2

২০। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? উ. ৩,৪,৫
২১। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? উ. ৯৬
২২। যদি 3m = 81 হয়, তবে m3= ? উ. ৬৪
২৩। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4। কোনগুলোর মান হচ্ছে- উ. ৪০,৬০,৮০ ডিগ্রি
২৪। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উ. ১২

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

3 thoughts on “17th NTRCA Question Solution School”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 8 =