NTRCA is short term of Non-government teachers’ registration & certification authority. This is 6th NTRCA Question Solution – College with accurate answer as per our best try. The 100 marks MCQ exam will be held within one hour for compulsory subject like Bangla, English, Mathematics & General knowledge. 0.50 Marks will be deducted for each wrong answer. Pass mark is 40 for compulsory subject & optional or related subject exam will be held according to candidate graduation or study level. You may also get NTRCA gono biggopti on our website up to date.
All NTRCA exam question solution with accurate answer are available at bcsstudy.com. Previous NTRCA exam question solution is very important for every NTRCA exam. So given bellow 6th NTRCA Question Solution – College for helping NTRCA examine. You can download all NTRCA question solution pdf file from our website. You may also get NTRCA merit list on our website up to date.Lets follow 6th NTRCA Question Solution – College .
6th NTRCA Question Solution – College
১) Fill in the blanks with the correct option: The machinery-working well.
is
were
are
should
২) Fill in the blanks with the correct option: Three fourths of the work_____ finished.
have been
has been
had
were
৩) Fill in the blanks with the correct option: At least one of the students____full marks everytime.
get
gets
are getting
have got
৪) Fill in the blanks with the correct option: I told him everything lest he____.
misunderstood me
should misunderstand me
should not misunderstand me
misunderstand me
৫) Fill in the blanks with the correct option: I wish today____Friday.
is
was
were
well be
৬) কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
অসমিয়া
হিন্দি
বঙ্গকামরুপী
সংস্কৃত
৭) ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
সাধুরীতি
চলিত রীতি
কথ্যরীতি
লেখ্যরীতি
৮) ‘সমুদ্র‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
রদনী
নদীকান্ত
কলত্র
আপ্লব
৯) কোন বাক্যটি শুদ্ধ?
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
আমার আর বাঁচিবার স্বাদ নাই
কোনো বাক্যই শুদ্ধ নয়
১০) দু‘টি পদের সংযোগস্থলে কি বসে?
ড্যাশ
হাইফেন
কোলন
কোলন ড্যাশ
You may also get NTRCA Syllabus on our website up to date.
১১) দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য ২ এবং ২৪ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
২
৪
৬
৮
১২) ABCD সামন্তরিকের ∠BCD=130° হলে ∠ABC= কত?
৪০ ডিগ্রী
৫০ ডিগ্রী
৯০ ডিগ্রী
১৩০ ডিগ্রী
১৩) নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২/৩
৪/৫
১৩/১৫
২৩/৩০
১৪) প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
২৫
৪০
৯০
৫০
১৫) দুটি সংখ্যার ল. সা. গু ও গ. সা. গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
৯৬
৭২
৯২
কোনটাই নয়
6th NTRCA Question Solution – College
১৬) ভারত–বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
৫৩ টি
৫৪ টি
৫৫টি
৫৬টি
১৭) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
সাইমন কমিশন
নাথান কমিশন
স্যার পি জে হার্টস কমিশন
র্যাডক্লিফ কমিশন
১৮) স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট কতজনকে রাস্ট্রীয় খেতাব দেয়া হয়েছে?
৪২৬
৬৭৬
৬৭৫
৫৭৬
১৯) যুক্তরাষ্টের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী—
ফজলে হাসান আবেদ
ড. মুহাম্মদ ইউনূস
শেখ হাসিনা
এ এইচ এম নোমান খান
২০) টুইটার কী?
এক প্রকার সামাজিক নেটওয়াকিং
এক প্রকার সফটওয়ার
এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম
এক প্রকার কম্পিউটার ভাইরাস
You may also get NTRCA Recommendation Letter on our website up to date.
২১) Which word is both a noun and a verb?
advice
practice
belief
brush
২২) The noun form of the word ‘Hate’ is____
Hateful
Hatred
Hatefully
Hated
২৩) Which one is an abstract noun?
Childhood
Honest
Flock
Cattle
২৪) Choose the right form of verbs in the brackets : He couldn’t help (write) the letter.
to write
wrote
writing
written
২৫) Choose the right form of verbs in the brackets : Had I been a millionaire I (establish) a hospital.
established
would have established
would established
would have been established
২৬) It is I who (be) to blame.
Is
are
am
were
২৭) Nipa as well as her brothers (come) to me.
have come
are coming
was came
has come
২৮) I has (have) my meal before you came.
had
have
been
have been
২৯) ” আমার বন্ধু নাই বললেই চলে” Which is the correct English Translation?
I have a few Friends
I have no friend
I have few friends
I have little friends
৩০) “গায়ে মানে না আপনি মোড়ল” The correct English translation is–
Every man is for himself
He is a self -styled leader
Opportunity makes the thieves
Good wine needs no bush
6th NTRCA Question Solution – College
৩১) ‘অম্বু‘ শব্দের অর্থ কী?
আগুন
নদী
সূর্য
জল
৩২) লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
বিশ্রাম চিহ্ন
বিরাম চিহ্ন
বিভাজন চিহ্ন
সাংস্কৃতিক চিহ্ন
৩৩) ‘মনমাঝি‘ –এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মন ও মাঝি
মন মাঝির ন্যায়
মনরুপ মাঝি
মন যে মাঝি
৩৪) বিরাম চিহ্ন কেন ব্যবহাত হয়?
বাক্য সংকোচনের জন্য
বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য
বাক্যের সৌন্দর্যের জন্য
বাক্যকে অলংকৃত করার জন্য
৩৫) কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
কুল কাঠের আগুন
তুষের আগুন
রাবনের চিতা
কলির সন্ধ্যা
You may also get NTRCA Syllabus on our website up to date.
৩৬) ‘ফপর দালালি‘ –এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ঠোঁট কাটা
কান্ডজ্ঞানহীন
গায়ে পড়ে মাতব্বরী
ধনের অহংকার
৩৭) শুদ্ধ বানান কোনটি?
দীনতা
দৈন্যতা
দীন্যতা
দিনতা
৩৮) সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
আরবি
ফারসি
সংস্কৃত
ইংরেজি
৩৯) পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
অচল
ভূধর
অদ্রি
উপল
৪০) ‘বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ‘ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে—
বনের পশু বনে থাকতেই ভালবাসে
প্রকৃতি রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪১) একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
১৩৬ বর্গমিটার
১০৬ বর্গমিটার
১৩০ বর্গমিটার
১০৭ বর্গমিটার
৪২) ১,১,২,৩,৫ —— ধারাটির দশম সংখ্যাটি কত?
৩৪
৫৫
২১
১৩
৪৩) একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত?
৯
১৬
১৮
২৪
৪৪) একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত?
২ মিটার
৩ মিটার
৪ মিটার
৫ মিটার
৪৫) কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অংক x, y, z হলে সংখ্যাটির রূপ হবে —
100x +10y+z
100z + 10y + x
100xyz
100z + 10y +y
6th NTRCA Question Solution – College
৪৬) একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
৪%
৬%
৫%
৭%
You may also get NTRCA circular on our website up to date.
৪৭) A = {x : x মৌলিক সংখ্যা এবং x<10} হলে নিচের কোনটি সঠিক?
A = {1,2,3,5,7}
A = {1,2,3,6,7}
A = {2,3,5,7}
A = {4,6,8,9}
৪৮) 13+132+133+…….
4/3
1/2
2/3
3/2
৪৯) f(x)=x3-12×2+48x-64 হলে, f(5) এর মান কত?
1
3
2
4
৫০) log216 এর মান কত?
5
3
4
¼
৫১) ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
৬টি
৭টি
৮টি
৯টি
৫২) কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ফিটকিরি
ক্যালসিয়াম কার্বনেট
গ্লিসারিন
সোডিয়াম ক্লোরাইড
৫৩) চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
৫৯ দিন
৬৬ দিন
৬৮ দিনি
৬৯ দিন
৫৪) ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
সিডর
নার্গিস
আইলা
সুনামি
৫৫) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
হামিদুর রহমান
শামিম শিকদার
আইলা
সুনামি
৫৬) ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
তুরঙ্কে
গ্রিসে
স্পেনে
সিরিয়ায়
৫৭) সি এস জি দ্বারা কী বোঝায়?
রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস
অপরিশোধিত পেট্রোলিয়াম
এক ধরনের শিশা
অতি প্রাকৃত গ্যাস
৫৮) দুধের রং সাদা হয় কেন?
প্রোটিনের জন্য
ফ্যাটের জন্য
মিনারেলের জন্য
কার্বোহাইড্রেটের জন্য
৫৯) কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
থাইরক্সিন
ফাইরক্সিন
অ্যাডরেনালিন
গ্যাস্টিন
৬০) অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন—
ডারউইন
মার্কনী
লুইপাস্তুর
আলেকজান্ডার
6th NTRCA Question Solution – College
৬১) “Call a spade a spade”. The correct Bengali translation is—
আগে ঘর তবেতো পর
ঝোপ বুঝে কোপ মারা
স্পষ্টাস্পষ্টি কথা বলা
জলেই জল বাঁধে
৬২) ” The elephant is the largest quadruped animal in the world. The correct Bengali translation is—
হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ তৃণভোজী প্রাণী
হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্থলজ প্রাণী
হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ বনজ প্রাণী
হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী
৬৩) A topic sentence can be put in the paragraph–
at the beginning
in the middle
at the end
anywhere
৬৪) The correct passive form of the sentence “they laugh at us” is–
we are laughed at them
we are laughed at with them
we are laughed by them
we are laughed at by them
৬৫) The correct active form of the sentence ” Health should be taken care of ” is—
We should take care of one’s health
One should take care of one’s health
we should take care of ones health
we must take care of our health
৬৬) which one is the passive form of the sentence “keep your word”?
your word must be kept
Let your word be kept
Your word should be kept
Let be kept your word
৬৭) Choose the correct indirect form–
She said that she was happy to be there that evening
She said she was happy to be there that evening
She said that she is happy to be there that evening
she said that she were happy to be there that evening
৬৮) Choose the correct sentence.
You are going to school , isn’t you?
You are going to school, aren’t you?
You are going to school, are you?
You are going to school, do yoy?
৬৯) choose the correct sentence.
You, he and I am guilty
You, he and I are guilty
I, you and he are guilty
He, I and you are guilty
৭০) Choose the right answer. We are in a quandary. We cannot thrive. What can’t they do?
Drive
Flourish
Consecrate
Move
৭১) ‘ইঁদর কপালে‘ বাগধারটি কোন অর্থে ব্যবহৃত হয়?
মন্দ বাক্য
মন্দ ভাগ্য
হাস্যকর চেহারা
ইঁদুরাকৃতি কপাল
৭২) ‘বৈরাগ্য সাধনে —– সে আমার নয়‘ শূণ্যস্থান পূরণ করুন।
মুক্তি
আনন্দ
বিশ্বাস
আশ্বাস
৭৩) কোন বাক্যটি শুদ্ধ?
আমি সন্তোষ হলাম
আমি সন্তোষ্ট হইলাম
আমি সন্তুষ্ট হলাম
আমি সন্তুষ্ট হলাম
৭৪) বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
৭ টি
৮টি
৯টি
১০টি
৭৫) সমাস শব্দের অর্থ কি?
বিশ্লেষণ
সংক্ষেপণ
সংযোজন
সংশ্লেষণ
৭৬) ‘গায়ে হলুদ‘ কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
বহুব্রাহী সমাস
দ্বন্দ্ব সমাস
৭৭) কোনটি ‘উপপদ তৎপুরুষের ‘ উদাহরণ ?
প্রতিবাদ
বিলাত ফেরত
উপগ্রহ
ছেলেধরা
৭৮) ‘সূর্য‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
সুধাংশু
বিধু
পন্নগ
আদিত্য
৭৯) কোনটি শুদ্ধ বানান?
শকট
শকোট
সকোট
সকট
৮০) ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে —-
সারাংশ
অনুবাদ
ভাবসম্প্রসারণ
বাগধারা
৮১) BE ও CF , ∆ABC- এর দুইটি মধ্যমা এবং BC=18 সে.মি হলে, EF – এর মান কত?
9 সে.মি
10 সে.মি
12 সে.মি
8 সে.মি
৮২) নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড়?
23
45
1315
2330
৮৩) x+1x=2 হলে, xx2-x+1 এর মান কত?
1
2
3
4
৮৪) x3-7x-6 এর উৎপাদক কত?
(x+1)(x-2)(x-3)
(x-1)(x+2)(x-3)
(x+1)(x+2)(x-3)
(x-1)(x-2)(x-3)
৮৫) যদি A সূক্ষকোণ এবং SinA=1213 হয়, কবে cotA এর মান কত?
513
512
103
1013
৮৬) A=45° হলে, 1-tan2A1+tan2A= কত?
1
1/2
2
৮৭) সুদের হারের সূত্র কোনটি?
১০০ × সুদহার ×আসল
১০০ × সুদসময় ×আসল
সময় ×আসলহার ×আসল
১০০ ×আসলসুদ ×সময়
৮৮) কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?
100π ঘনমিটার
10π ঘনমিটার
1000 ঘনমিটার
π3 ঘনমিটার
৮৯) সামান্তরিকের ভূমি a মিটার এবং উচ্চতা h মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
12ah ব.মি
ah ব.মি
a2h ব.মি
a2h2
৯০) নিচে x এর মান কত?
15 °
30 °
45 °
60 °
৯১) ভবদহ বিল অবস্থিত—
ফরিদপুর
জামালপুর
যশোরে
খুলনাতে
৯২) লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?
সরোজিনী নাইড
মাদার তেরেসা
রানী এলিজাবেথ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
৯৩) ‘পঞ্চইন্দ্রিয়‘ তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
লিওনার্দো দা- ভিঞ্চি
মককুল ফিদা হোসেন
মাইকেল অ্যাঞ্জেলা
পাবলো পিকাসো
৯৪) ‘ফেয়ার ফ্যাক্স‘ কী—
বিশ্বের অন্যতম টেলিফোন সংস্থা
একটি সংবাদ মাধ্যম
রাশিয়ার গোয়েন্দা সংস্থা
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
৯৫) আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়—
১০ মার্চ
১০ জুন
১০ অক্টোবর
১০ ডিসেম্বর
৯৬) বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
বি টি টি বি
বি টি সি সি
বি টি সি এল
বি টি আর সি
৯৭) নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
বিজয়
সুলেখা
সুতনী
রুপসা
৯৮) সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?
কিউবা
চিলি
ব্রাজিল
মেক্সিকো
৯৯) শান্ত সাগর কোথায় অবস্থিত ?
বুধগ্রহ
পৃথিবীতে
চাঁদে
শনিগ্রহে
১০০) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ভিটামিন –এ
ভিটামিন -বি
ভিটামিন -সি
ভিটামিন-ডি