NTRCA is short term of Non-government teachers’ registration & certification authority. This is 8th NTRCA Question Solution – College with accurate answer as per our best try. The 100 marks MCQ exam will be held within one hour for compulsory subject like Bangla, English, Mathematics & General knowledge. 0.50 Marks will be deducted for each wrong answer. Pass mark is 40 for compulsory subject & optional or related subject exam will be held according to candidate graduation or study level. You may also get NTRCA gono biggopti on our website up to date.
All NTRCA exam question solution with accurate answer are available at bcsstudy.com. Previous NTRCA exam question solution is very important for every NTRCA exam. So given bellow 8th NTRCA Question Solution – College for helping NTRCA examine. You can download all NTRCA question solution pdf file from our website. Lets follow 8th NTRCA Question Solution – College. Also available NTRCA merit list on our website up to date.
8th NTRCA Question Solution – College
১) which one is the correct passive form of the sentence” Let Rahim tell the truth.”
Let the truth be told by him
Let the truth be told by Rahim
Let the truth is told by Rahim
Let Rahim the truth be told
২) Choose the right Bangla translation of ” It is now fifteen minutes past four.”
এখন চারটা বেজে পনের মিনিট
এখন চারটা বাজতে পনের মিনিট
এখন চারটা বেচে পাঁচ মিনিট
এখন চারটা বাজতে পাঁচ মিনিট
৩) Your conduct admits —- no excuse.
to
for
of
off
৪) Choose the correct English translation of ” ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই“।
Pride goeth before fall.
III got ill spent .
Small boast, big roast.
Big boast, small roast.
৫) Mukta Knows — sing .
well to
to
herself to
how to
৬) ‘অংশু‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
কুটুম
দীপ্তি
দৃষ্টি
উজ্জ্বল
৭) সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের —
অর্থ পরিবর্তিত হয়
অর্থের অবনতি ঘটে
সৌন্দর্য বৃদ্ধি পায়
সৌন্দর্য হ্রাস পায়
৮) ‘পৃথিবী‘ শব্দের সমার্থক নয়—
পৃথ্বী
মেদিনী
প্রাণদ
ধরিত্রী
৯) বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের —
আভিধানিক অর্থ প্রকাশ করে
বিশেষ অর্থ প্রকাশ করে
আক্ষরিক অর্থ প্রকাশ করে
অতিরিক্ত অর্থ প্রকাশ করে
১০) তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
পরপদ
পূর্বপদ
উভয়পদ
অন্যপদ
Follow up to get NTRCA Syllabus on our website up to date.
১১) শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে–মূলে তিনগুণ হবে?
১০%
১২%
১৫%
২০%
১২) যদি A এবং B দুইটি সেট হয় তবে A n(A U B) = A u(AnB) = কত?
A U B
A ∩B
A
B
১৩) x+2y =4 এবং x/y=2 হলে, x এর মান কত?
০
12
1
2
১৪) ত্রিভুজ ABC-এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো।
৯০ ডিগ্রী
১২০ ডিগ্রী
১৫০ ডিগ্রী
১৬০ ডিগ্রী
১৫) ৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ. সা. গু কত?
৬০
৩০
১/৩০
১/৬০
8th NTRCA Question Solution – College
১৬) মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘ শহীদ সাগর‘ কোথায় অবস্থিত?
বরগুনা
নোয়াখালী
খুলনা
নাটোর
১৭) বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
নিশাত মজুমদার
শিরিন সুলতানা
তানজিনা নিশাত
ওয়াফিয়া নাজরীন
১৮) ‘মুক্তির গান‘ চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
জহির রায়হান
আলমগীর কবীর
গীতা মেহতা
তারেক মাসুদ
১৯) ২০১২ সালের জি–৮ শীর্য সম্মেলন কততম?
৩৮ তম
৩৫ তম
৩৯ তম
৩১ তম
২০) কোন সালে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়?
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৫৫ সালে
১৯৬৯ সালে
২১) প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
কমা
ড্যাশ
সেমিকোলন
প্রশ্নচিহ্ন
২২) ‘সাধুভাষা‘ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন—
রাজা মনি মোহন রায়
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয় কুমার দত্ত
২৩) ‘ভাবনা চিন্তাহীন‘ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
সুখের পায়রা
খোদার খাসি
যক্ষের ধন
বসন্তের কোকিল
২৪) ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই—
গবেষণাপত্র
প্রতিবেদন
সার সংক্ষেপ
ভাবসম্প্রসারণ
২৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
সূর্য উদয় হয়েছে?
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
বিধি লঙ্গন হয়েছে
Let’s follow up NTRCA Recommendation Letter on our website up to date.
২৬) ‘লঙ্কা বাটা‘ এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
লঙ্কা ও বাটা
যা লঙ্কা তাই বাটা
লঙ্কার বাটা
বাটা যে লঙ্কা
২৭) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
মাগধী প্রাকৃত
গৌড়ীয় প্রাকৃত
মহারাষ্ট্রী প্রাকৃত
অর্ধ মাগধী প্রাকৃত
২৮) কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
গুরুদেব
মৌমাছি
মহাজন
কাঁচামিঠে
২৯) সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
কর্মধারয়
৩০) ‘উদ্ধত্য‘ শব্দের বিপরীত শব্দ কী?
সরল
মহানুভব
বিনয়
জ্ঞানী
8th NTRCA Question Solution – College
৩১) Synonym of ‘Candid’ is —
devious
artful
frank
cordinl
৩২) Th main idea of a paragraph lies in its—.
first sentence
topic sentence
body
conclusion
৩৩) Hardly had he entered the room than electricity ——
went off
went of
went away
went out
৩৪) A report is usually written in—-
indirect speech
direct speech
short speech
implicit language
৩৫) What is the antonym of ‘Zeal’?
apathy
interest
enthusiasm
sympathy
৩৬) Linkers are used in —-
Report
Short story
Essay
Paragraph
৩৭) which one is the correct sentence?
I am more senior to Rahim.
I am senior than Rahim.
I am senior to Rahim
I am more senior than Rahim.
৩৮) Which one of the following options is neded to complete the sentence: ‘ I don’t mind —– a cup of tea’.
to take
took
for taking
taking
৩৯) Choose the right form of verb in the bracket: If you wanted, I ( help) you.
will help
would help
would helped
would have helped
Check it out NTRCA Syllabus on our website up to date.
৪০) wha is the noun form of the word ‘save’?
savage
secured
safety
suggest
৪১) ব্রাাদারহুড কোন দেশের রাজনৈতিক দল?
পাকিস্তান
সিরিয়া
মিসর
ভারত
৪২) নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
জর্ডান
ভারত
ইরাক
ইরান
৪৩) যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
১৮৬২ সালে
১৮৬৩ সালে
১৮৬৪ সালে
১৮৬৫ সালে
৪৪) ‘বিশ্ব পরিবেশ দিবস‘ পালিত হয় —
৫ জুন
৬ জুন
৫ মে
৬ মে
৪৫) সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ঢাকা
করাচী
থিম্পু
কাঠমন্ডু
8th NTRCA Question Solution – College
৪৬) সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
হেমন্ত সেন
ধর্মপাল
গোপাল
শশাংক
৪৭) কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ ?
ঢাকা
চট্রগ্রাম
রাজশাহী
খুলনা
৪৮) বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?
১১ তম
১২ তম
১০ তম
১৩ তম
৪৯) নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নেই?
লাওস
সোমালিয়া
কিউবা
তাইওয়ান
৫০) নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
টি এস পি
ইউরিয়া
সবুজ সার
মিউরেট অব পটাশ
৫১) দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?
৪০
৫০
৬০
৭০
৫২) একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
১৮২ বর্গমিটার
১৮৬ বর্গমিটার
১৯২ বর্গমিটার
১৯৬ বর্গমিটার
৫৩) সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
০.০০৯৯
০.১০০
৯/১০০
৯/১০০০
৫৪) ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে?
৯টি
৭টি
৮টি
১০টি
৫৫) 3x-4y =10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত?
(০,- ৫/২)
(৩,০)
(২, ১)
কোনোটিই নয়
৫৬) y=4ax সমীকরণ দ্বারা কি বুঝায়?
পরাবৃত্ত
অধিবৃত্ত
মূল বিন্দুগামী সরলরেখা
কোনোটিই নয়
৫৭) x-y=1, xy=56 হলে x+y= কত?
১৬
১৫
২২৫
২২১
৫৮) p এবং q বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে?
p+q+1
p+q
কোনোটিই নয়
p+q-1
৫৯) ত্রিভুজ ABC এ BC বাহুকে D পর্যন্ত বাড়োনো হলো।∠A=60°,∠B=90°হলে, ∠ACD=?=?
90°
120°
150°
160°
৬০) (3×5)4 এর মান কত?
30
60
225
115
8th NTRCA Question Solution – College
৬১) সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
৬২) যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
সমস্ত পদ
সমস্যমান পদ
পূর্বপদ
উভয়পদ
৬৩) ‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে‘—
নির্দেশক বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
৬৪) ‘হরতাল‘ কী ধরনের শব্দ?
তুর্কি
চীনা
পাঞ্জাবি
গুজরাটি
৬৫) সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়—
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রুপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
৬৬) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি — এক কথায় কী হবে?
ঐতিহাসিক
ইতহাসবিদ
ইতিহাস রচয়িতা
ইতিহাসবেত্তা
৬৭) বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
আসত্তি
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসক্তি
৬৮) একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়—
পত্রগর্ভ
শিরোনাম
সম্ভাষণ
মূল বক্তক্য
৬৯) ভাষার মূল উপকরণ কী?
ধ্বনি
বাক্য
শব্দ
বর্ণ
You may also get NTRCA circular on our website up to date.
৭০) বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
দুইটি
তিনটি
চারটি
পাঁচটি
৭১) select the correct preposition to complete the sentence: I went —– great sufferings.
on
for
through
with
৭২) choose the correct sentence:
We should inform the police of the theft.
We must inform the theft of the police.
We must inform the police for the theft.
We should inform the police for the theft.
৭৩) which of the following is the correct indirect form of the given direct speech: How long will you carry me? He said to me.
He asked me how long he will carry me.
He asked me how long he would carry me.
He asked me how long would he carry me.
He asked me how long he should carry me.
৭৪) choose the adjective of the word ‘Contribution’.
Contributative
Contributory
Contributional
contribute
৭৫) choose the correct tag question of the following sentence. Let me see, the bus goes as ten past,—?
doesn’t it
shall we
will you
don’t we
৭৬) He has come here with a view to (negotiate) with me.
negotiate
negotiates
negotiated
negotiating
৭৭) choose the correct linking word to fill in the gap. You may accept the job on offer ——- you may wait for a better job.
till
until
or
but
৭৮) The client lodged a complaint —– the cashier.
against
for
with
by
৭৯) Select the correct English translation of ” তিনি পদত্যাগ করেছেন।“
He has resigned of his post.
He has resigned his post.
He has resigned his post.
He has been resigned his post
৮০) How many parts are there in a paragraph?
one
two
three
four
৮১) ত্রিভুজ ABC এর BC=CA=AB =5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
2534
2536
2532
2537
৮২) sin221°+sin269°= কত?
-1
1
1/2
12
৮৩) 3.2n-4.2n-2= কত?
2n+1
2n-1
3
2n
৮৪) 4a2+9b2 রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
6ab
12ab
18ab
24ab
৮৫) log162= কত?
8
6
9
4
৮৬) x3-x-6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
(x+2)(x2+2x+3)
(x-2)(x2+2x+3)
(x-2)(x2-2x+3)
(x+2)(x2-2x+3)
৮৭) x=3+2 হলে, x2+1×2 এর মান কত?
9
10
12
কোনোটিই নয়
৮৮) যদি3x+2=81 হয় তবে 3x-2= =কত?
1
৩0
4
3
৮৯) tanθ=34 হলে, cosecθ এর মান কত?
3/5
5/3
4/3
5/4
৯০) log25400=x হলে x এর মান কত?
400
10
4
25
৯১) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
১৯০৫
১৯১১
১৯৩৫
১৯২১
৯২) চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ক্লাইভ
লর্ড মিন্টো
লর্ড কর্নওয়ালিশ
৯৩) জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
IUCN
IPCC
UNOCC
SANDEE
৯৪) শ্বেত বামন কি?
ইউরোপের একটি উপজাতি
একটি উপন্যাস
মৃততারা
একটি পাহাড়ের নাম
৯৫) মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
১ : ৭০০
১ : ১০০
১ : ৫০০
১ : ১২০
৯৬) গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?
লৌহের অভাবে
ফসফরাসের অভাবে
গ্লুকোজের অভাবে
কোনোটিই নয়
৯৭) ‘ওয়াল স্ট্রীট‘ কোথায় অবস্থিত ?
নিউইয়র্ক
ওয়াশিংটন
চীন
লন্ডন
৯৮) থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম কি?
থাকসিন সিনাওয়াত্রা
ভূমিবল
প্রাইউথ শান ওশা
লুরা সিনচিলা
৯৯) জাপানের পার্লামেন্টের নাম কি?
নেসেট
ডায়েট
কোকেটিং
মিরমি
১০০) ‘ওয়াল স্ট্রীট‘ কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
ওয়াশিংটন
চীন
লন্ডন