1. কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?
কর্মকর্তৃবাচ্যে
কর্তৃবাচ্যে
কর্মবাচ্যে
ভাববাচ্যে
2. কোনটির অভাবে চিঠিপত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়?
পূর্ণ ও স্পট ঠিকানা
প্রয়োজনীয় সীলমোহর
উপযুক্ত সম্ভাষণ
সঠিক দিন তারিখ
3. A bad workman quarrels with his tools—
যত গর্জে তত বর্ষে না
নাচতে না জানলে উঠান বাঁকা
আপনি ভাল তো জগৎ ভাল
যেমন কর্ম তেমন ফল
4. ‘একাত্তরের দিনগুলি’ কী জাতীয় গ্রস্থ?
স্মৃতিকথা
দিনলিপি
প্রবন্ধ
উপন্যাস
5. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
সত্যেন সেন
সুকান্ত ভট্রাচার্য
‘Plebiscite’ is a term related to—
medicine
technology
politicis
law
The word ‘ecological’ is a word related to–
environment
pollusion
atmosphere
demography
The correct spelling is–
Humourous
Humourious
Humorious
Humorous
‘Maiden speech’ means–
Late speech
Last speech
First speech
Early speech
It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does replace ‘tolerate’ in the above sentence?
cope with
pull on with
stand up for
put up with
11. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে ‘আকাশ’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে তৃতীয়া
অধিকরণ কারকে সপ্তমী
12. নারী সমাজের উন্নতির জন্য ‘নারীশক্তি’ নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম শামসুন্নাহার মাহমুদ
কবি সুফিয়া কামার
ডা. লুৎফর রহমান
13. বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
বলাই
ইন্দ্রনাথ
নতুনদা
শ্রীকান্ত
14. উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি ?
বড়াই
অভিমুখ
ছাত্রকে
চৌরাস্তা
15. ব্যতিহারিক সর্বনাম কোনটি?
ইহারা
যিনি
কেহ
নিজে নিজে
16. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: “ভূতকে” আবার কিসের ভয়।
কালাধিকরণে ২য়া বিভক্তি
ভাবাধিকরণে ২য়া বিভক্তি
অপাদানে ২য়া বিভক্তি
কর্মে ২য় বিভক্তি
17. কুঁড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?
কোরক
কুরি
বৃন্ত
বিশ
18. বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়?
১৯৭৩ সালে
১৮৭৩ সালে
১৯০১ সালে
১৮৭৫ সালে
19. বাংলাদেশের জলবায়ু কেমন?
সমভাবাপন্ন
চরমভাবাপন্ন
নিরক্ষীয়
ভূ-মধ্যসাগরীয়
20. Growing stock কি?
গাছ জন্মানো
বনে কাঠের মজুদ
বেশি পরিমাণ গাছ লালানো
কোনোটিই নয়
21. সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে?
প্রায় ৪০ ভাগ
প্রায় ৭০ ভাগ
প্রায় ৩০ ভাগ
প্রায় ৬০ ভাগ
22. ঈষ কোন যন্ত্রের অংশ?
কোদাল
নিড়ানি
মুগুর
লাঙল
23. মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়?
১৯৩৯ সালে
১৯৫০ সালে
১৯৯০ সালে
১৯৭১ সালে
24. পুকুরে সার ও পানি দেয়ার কত দিন পর পোনা মজুদ করতে হয়?
৭-১২ দিন
৮-১০ দিন
৭-১০ দিন
৪-৫ দিন
25. লবণজাতকরণ সংরক্ষণ পদ্ধতিতে মাছ ও লবণের অনুপাত কত?
১:৪
২:৪
৪ :১
৫: ১০
26. ‘পেলব’ শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
অনুগত
বাধ্যতামূলক
বাধিত করা
শপথ গ্রহণ
27. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
আজি> আইজ
পিশাচ > পিচাশ
পাকা> পাক্কা
স্কুল> ইস্কুল
28. ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে ‘ – এখানে ‘মাঝারে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বাইরে
ব্যাপ্তি
মধ্যে
সঙ্গে
29. ‘ভাল ফলের জন্য চেষ্টা কর।’ এটি কোন ধরনের বাক্য?
ইচ্ছাবোধক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
অনুজ্ঞাবাচক
30. নিচের কোন বানানটি সঠিক?
শ্বাশত
আবিষ্কার
বিসন্ন
স্টেশন
If a ruby is heated it — temporarily lose its colour.
would
does
will
has
Who is the author of Twelfth Night?
William Shakespeare
G.B.Shaw
William Somerset Maugham
John Milton
Student should be ambitious —- success.
for
of
on
at
“Loudly knocking at the door” he demanded admission
Noun phrase
Participle phrase
Adverb phrase
Adjective phrase
‘Ad valorem’ means—
According to value
Valuables
Invshuable
Valueless
36. ‘কেবল দর্শন’ ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
অলুক তৎপুরুষ
নিত্যসমাস
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
37. ‘অপদেকতা’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মন্দ অর্থে
বিপরীত অর্থে
বৃথা অর্থে
অস্বাভাবিক অর্থে
৩8. নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? “রাশি রাশি ভারা ভারা” ধান কাটা হলে সারা।
সাপেক্ষ সর্বনাম
নির্ধারক সর্বনাম
নির্ধারিত বিশেষণ
সাপেক্ষ বিশেষণ
39. ‘লঙ্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ কোনটি?
পলায়ন করা
কুচক্রী
উল্টাফল
ফুলবাবু
40. ‘Obligatory’ শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?
অনুগত
বাধ্যতামূলক
বাধিত করা
শপথ গ্রহণ
Choose the correct sentence.
I asked Javed if he had passed
I asked Javed that had he passed
I asked Javed If you had psssed
I asked Javed had he passed
The synonym of ‘genesis’ is—
preface
foreword
introduction
beginning
What kind of man is quite the opposite type of ‘supercilious’?
Haughty
Affable
Disdainful
Wicked
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair:
Participate : boserve
gulp : sip
condide : tell
scorn : admire
If we want concrete proof, we are looking for–
building material
clear evidence
something to cover a path
a cement mixer
Fill in the blank with the correct phrase. He— arrested if he had tried to leave the country.
would have been
could be
would
must be
Choose the appropriate alternative to complete the sentence: He had — of fever.
strong attack
severe attack
bad attack
seriuos attack
The walls of our house have been painted — green. Which is the correct preposition in the blank above?
in
by
no preposition
with
49. কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
কা্ব্য
ছোটগল্প
50. ‘তারাবাঈ’ নাটকের রচয়িতা কে?
দীনবন্ধু মিত্র
মামুনুর রশিদ
মীর মশাররফ হোসেন
দ্বিজেন্দ্রলাল রায়
51. কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?
হস্তী, বাঁশ
গায়ক, বাবুয়ানা
রাজপুত, সহযাত্রা
ঢাকা, গোলাপ
You are to choose the one word or phrase that best completes the sentence: An intensive search was conducted by the detectives to locate those criminals who—
have had escaping
have been escaping
are escaping
had escaped
The Olympic games were watched by — billions of people all over the world.
literally
usually
truly
exactly
‘I’II have a cup of tea,’ my father said .’Because I’m not hungry.’ Which of the following sentences is the correct indirect speech?
My father said that he would have a cup of tea because he wasn’t hungry
My father said that he would have had a cup of tea because he was not hungry
My father said that he will have a cup of tea because he wasn’t hungry
My father said that he had a cup of tea because he was not hungry
Choose the correct option: Even as harvesting was going on–
the rainy season was began
the rainy season began
the rainy season had began
the rainy season begins
The sentence with correct punctuation–
Maria my student is on leave today
Maria my student, is on leave today
Maria my student is on leave, today
Maria, my student, is on leave today
Insulin is to Hormon as Trypsin is to—?
Juice
Liver
Digestion
Enzyme
Misanthropist means—
one who flirts with ladies
a hater of mankind
a person of narrow niews
one who believes that God is in everything
Which of the following sentence is correct?
One of my friends are a lawyer
One of my friend is a lawyer
One of my friends is a lawyer
One of my friends are lawyers
‘Paediatric’ relates to the treatment of_____
children
women
old people
adults
62. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
সরল কোণ
সূক্ষ্মকোণ
সন্নিহিত কোণ
স্থুল কোণ
63. ১ মিটার = কত ইঞ্চি?
৩৬ ইঞ্চি
৩৯.৩৭ ইঞ্চি
৩৯ ইঞ্চি
৩৭.৩৯ ইঞ্চি
64. ০.১× ০.০৫×০.০০২ = কত?
০.০০০০১
০.০০০০০১
০.০০০১
০.০০১
65. একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ৯ সে. মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত সে.মি. ?
১৩
১০.৫
২১
১৫
66. এক টন = কত পাউন্ড?
১০০০
১১৬.৮
২২৪০
১৪০০
67. রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
শেষের কবিতা
দোলনচাঁপা
সোনারতরী
মানসী
68. ‘চানাচুর’ কোন ভাষার শব্দ?
হিন্দি
ফরাসি
তুর্কি
ওলান্দাজ
69. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
মুক্তি
বিদ্রোহী
বাউন্ডুলের আত্মকাহিনী
স্টেশন
70. থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
সারা জাকের
রামেন্দু মজুমদার
আব্দুল্লাহ আল মামুন
আসাদুজ্জামান নূর
71. ‘ক্ষীয়মাণ’ -এর বিপরীত শব্দ কী?
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধিপ্রাপ্ত
72. a,b,c,d,e ধনাত্মক সংখ্যা , তাদের গড় M এবং যোগফল S হলে S:M = কত?
৫ঃ১
১ঃ৫
১ঃ১
a,b,c,d,e
73. যদি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত % বৃদ্ধি পায়?
৩০%
৬৯%
৪৫%
১৩০%
74. ৫৪০ কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় কোণ উৎপন্ন করলে পাহাড়টির উচ্চতা কত?
১ কি. মি.
৭ কি.মি.
১.১ কি. মি.
৫৪ কি.মি.
75. সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে সমগ্রতলের ক্ষেত্রফল কোনটি হবে?
2 pie rh
pie r(r+h)
4pier(r+h)
2π(r+h)
76. ৯০-এর ২/৩% কত ?
০.০০৬
৬০
০.০৬
০.৬
‘To err is human, to forgive is divine’ is written by–
Shakespeare
Blake
Alexander Pope
Byron
The book ‘Death of God’ is written by–
Noel Coward
Gabriel Vahanian
Osbert Sitweel
Victor Hugo
Caesar and Cleopatra’ is–
a play by G.B. Shaw
a tragedy by Shakespeare
a poem by Lord Byron
a novel by S.T, Coleridge
Who is the modern philosopher who was awarded Novel prize for literature?
James Baker
Bertrand Russell
Dr.Kissinger
P.B. Shelly
81 The phrase’An apple of discord’ means–
An object of quarrel
An unexpected gift
An important subject
A sweet apple
A lexicographer is a person who writes—
Novels
Medical books
Graphs
Dictionaries
Seeing is believing .Here ‘believing ‘ is —
object of preposition
object of transitive verb
complement of verb
object of subject
‘Justice delayed is justice denied’ was stated by —
Churchill
Gladstone
Emerson
Shakespeare
85. একটি রেগুলার পলিগনের পলিগনের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ ১৫০ ডিগ্রী। পলিগনটির বাহুর সংখ্যা কত?
১৫ টি
৫ টি
৩ টি
১২ টি
86. একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নিলে তা রুইতন বা রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
১/৫২
৪/১৩
১/১৩
৫২
87. উৎকেন্দ্রিকতাকে e দ্বারা সূচিত করা হলে সঞ্চারপথ হয় উপবৃত্ত নিচের কোন শর্তাধীনে?
0<e<1< p=”” style=”box-sizing: border-box; text-decoration: none; user-select: auto !important;”></e<1<>
e>1
e = 1
e< 0 < 1
88. একটি গাড়ির গতি সেকেন্ডে ৬০ ফুট হলে প্রতি ঘন্টায় তার গতি কত মাইল?
৪৪
৮৮
৪০.৯০
৩৬০
89. এক ব্যক্তি টাকায় ১৫ টি হিসাবে কতকগুলো আম ক্রয় করে টাকায় ১২ টি হিসাবে বিক্রি করাতে তার ৪ টাকা লাভ হলো । সে কত আম ক্রয় করেছিলে?
২৪০ টি
৬০ টি
১৮০ টি
৪৮ টি
90. y অক্ষের উপরিস্থিত যে বিন্দুগুলো হতে 3y=4-10 রেখার লম্ব দূরত্ব 4 একক, তদের স্থানাঙ্ক কত হবে?
(10, 0), (0,10/3)
(0, -10), (0, 10/3)
(-10, 0)(10/3, 0)
(10,-1), (10/3,-1)
91. x3-6×2+11x-6 এর উৎপাদকে বিশ্লেষন কোনটি?
(x+1)(x-2)(x-3)
(x-1)(x-2)(x+3)
(x-11)(x+2)(x-3)
(x-1)(x-2)(x-3)
92. x+1x=2 এর মান কত হবে?
5
3
2
8
93. 5x+4y8x+5y=23 হয় তবে4x+7y9x+2y এর মান কত?
34
25
45
14
94. 84 কে 2- এর পাওয়ার হিসেবে লিখতে নিচের কোনটি সঠিক হবে?
214
210
28
212
95. 90° ও180° এর মাঝখানের কোণ হলো-
Obtuse angle
Reflex
Acute angle
Complemetary angle
96. একটি ক্লাশে 25 জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে 15 জন ইতিহাস, 17 জন ভূগোল এবং 3 জন এই দুটোর কোন বিষয়ই নয়নি। কত জন ছাত্রছাত্রী উভয় বিষয়ই নিয়েছে?
22
40
57
10
97. 4×2-20x+25=0 সমীকরণটির সমাধান হলো-
25
52
-52
-25
98. এক গ্যালনে কত পাইন্ট (pt)?
20
16
8
4
99. x কে পরিবর্তনশীল ধরেx2+a2 এর অন্তরক কী হবে?
xx2+a2
2xx2+a2
x2x2+a2
xx2-a2
100. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?
সিরিয়া
তুরঙ্ক
ইরাক
গ্রিস
101. সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ?
ভেনিজুয়েলা
আর্জেন্টিনা
কিউবা
বলিভিয়া
102. তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?
১৯৫৩ সালের ২৯ মে
১৯৭২ সালের ২১ জুন
১৯৭৪ সালের ২২ ডিসেম্বর
১৯৭৪ সালের ২৬ জুলাই
103. ২০০৭ সালে নেপালে কত বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়?
২৩৫ বছরের
২৪৪ বছরের
২৪৬ বছরের
২৩৮ বছরের
104. নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
১০টি
১২টি
১১টি
৮টি
105. স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে ‘DISCOURAGE’ শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো সম্ভব?
৩৬১
৩০০
১২০
৩৬০
106. M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B । সবগুলো গড় কত?
A+B/2
AM+BN/2
AM+BN/M+N
AM+BN/A+B
107. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতিঘন্টায় গড়বেগ কত?
১ ৭/৮ মাইল
৫/৬ মাইল
১ ২/৩ মাইল
৩ ৩/৪ মাইল
108. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
২৩
২৪.৫
২৬.৫
২৫
109. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ৪ কি.মি. যায়। নৌকার বেগ কত?
৮ কি. মি.
৬ কি. মি.
২ কি. মি.
৪ কি.মি.
110. নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?
কিয়াট
বীর
ডং
উয়ন
111. ‘ডায়েচল্যান্ড’-এর বর্তমান নাম কি?
নেদারল্যান্ডস
অস্ট্রিয়া
জার্মানি
পোল্যান্ড
112. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থার নাম?
ফিলিপাইন
রাশিয়া
সিরিয়া
ইরান
113. ‘বিশ্ব সাক্ষরতা দিবস’ কবে?
১৬ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর
১ অক্টোবর
৮ সেপ্টেম্বর
114. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?
বার্ন
জেনেভা
ভিয়েনা
রোম
115. শহীদ মিনারের স্থপতি কে?
হামিদুর রহমান
মঈনুল আহসান
নিতুন কুন্ডু
কামরুল হাসান
116. বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?
চামেলী হাউস
সাহিত্য পরিষদ
বর্ধমান হাউস
বঙ্গীয় সাহিত্য সভা
117. দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?
শিশির ভট্রাচার্য
খুরশিদ আলম সেলিম
কাইয়ুম চৌধুরী
মোস্তফা মনোয়ার
118. দুই অক্ষবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭, অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় , উহা প্রদত্ত সংখ্যা হতে ২৭ কম। সংখ্যাটি কী?
২৭
৩৬
৫২
২৫
119. একটি ক্লাসে ২৫ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে ১৫ জন ইতিহাস , ১৭ জন ভূগোল এবং ৩ জন এই দুটোর কোন বিষয়ই নেয়নি। কত জন ছাত্রছাত্রী উভয় বিষয়ই নিয়েছে?
২২
৪০
৫৭
১০
120. limx→01x{1+x-1-x} এর মান কত হবে?
2
12
13
1
121. ∫sin3θdθ এর মান কত?
12cos3θ+34cosθ
112(3 sin2θ-sin6θ)
112cos3θ-34cosθ
112(2sin2θ+sin6θ)
122. 102 রাশিটির(0.01)3 এর কত গুণ?
108
105
106
107
123. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
এডমাউন্ড এস ফিল্পস
এনড্রো জেড ফায়ার
জন সি মেথার গোমেজ
বুকানন হ্যামিলটন
124. ময়নামতির পূর্বনাম কি?
সিংহজানী
ত্রিপুরা
সুধারাম
রোহিতগিরি
125. বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
মৌলভীবাজারের মাধবকুন্ড মুরাইছড়ায়
কক্সবাজারের ডুলাহাজরায়
খুলনায় মংলায়
126. বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?
৫২৮২ কিমি
৫১৩৮ কিমি
৫৩২০ কিমি
৫০৪২ কিমি
127. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?
থানচি
বিমানবন্দর, ঢাকা
রাজস্থলী
শ্যামনগর
128. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত?
মৌলভীবাজার
সুনামগঞ্জ
নাটোর
খুলনা
129. কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
কয়েকটি মৃত্যু
শেষ বিকেলের মেয়ে
তৃষ্ণা
নিঙ্কৃতি
130. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর কে ছিলেন?
স্যার এফ.রহমান
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
131. ‘সব কটা জানালা খুলে দাও না’- এর গীতিকার কে ?
আলতাফ মাহমুদ
নজরুল ইসলাম বাবু
মুনীর চৌধুরী
ড. আবু হেনা মোস্তফা কামাল
132. ‘বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা?
বাংলা একাডেমী
সংস্কুতি মন্ত্রণালয়
এশিয়াটিক সোসাইটি
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফোরাম
133. চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার পান?
১৯৬৮
১৯৭২
১৯৭০
১৯৬৩
134. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?
মেন্ডেল
ভলতেয়ার
স্ট্রসবুর্গার
ওয়াটসন ও ক্রিক
135. নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
ভিটামিন-এ
ভিটামিন–বি
ভিটামিন-ই
ভিটামিন-কে
136. বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে?
চাঁপাইনবাবগঞ্জ
দিনাজপুর
রংপুর
চাঁদপুর
137. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
স্নো লোরিস
ম্যানিস
কোরাল
রাজ কাঁকড়া
138. ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়?
নাতাঞ্জ পারমাণবিক প্লান্ট
ইসফাহান পারমাণবিক প্লান্ট
আরাক পারমাণবিক প্লান্ট
তেহরান পারমাণবিক প্লান্ট
139. চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?
বিটা রশ্মি
আলফা রশ্মি
এক্সরে রশ্মি
গামা রশ্মি
140. দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
ক্লোরো ফ্লোরো কার্বন
কার্বন ডাইঅক্সইড
সালফার ডাইঅক্সাইড
নাইট্রিক অক্সাইড
141. কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে —- বলে?
সেরিকালচার
এপিকালচার
পিসিকালচার
হর্টিকালচার
142. নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়?
গর্জন
বানরলাঠি
অর্জুন
দর্বা
143. ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ কত সালের মধ্যে অর্জন করার কথা ?
২০১০
২০০০
২০১৫
২০২৫
144. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?
৪ ঘন্টা
৬ ঘন্ট
৭ ঘন্টা
৫ ঘন্টা
145. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ব্যাংকক
নয়াদিল্লি
টোকিও
ম্যানিলা
146. ফিজির রাজধানীর নাম কি?
ব্রাজাভিলে
নিকোসিয়া
সুভা
সেন্ট জর্জেস
147. জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
নরওয়ে
সুইডেন
পেরু
অস্ট্রিয়া
148. কোনটি লিলিয়েসি গোত্রের উদ্ভিদ নয়?
Abelmoschus esculentus
Allium sativum
Asparagus racemosus
Gloriosa superla
149. মানবদেহে কশেরুকা কয়টি?
৩১ টি
২৯ টি
৩৫ টি
৩৩টি
150. কোনটি ম্যাক্রোমেলি নয়?
ক্যালসিয়াম
সোডিয়াম
অক্সিজেন
সালফার
151. কোনটি অভিস্রবণের জন্য প্রযোজ্য নয়?
দুটি দ্রবণের উপস্থিতি
ষৈষম্যভেদ্য ঝিল্লী
অভেধ্য ঝিল্লী
একই দ্রাবকের উপস্থিতি
152. বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?
নেলমন ম্যান্ডেলা
বিল ক্লিনটন
ড. মাহাথির মোহাম্মদ
মার্শাল জোসেফ টিটো
153. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?
বীর বিক্রম
বীর উত্তম
বীর প্রতীক
বীরশ্রেষ্ঠ
154. ‘বাঙ্গালী জাতীয়তাবাদ’ -এর পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়?
১৯৭৬ সালে
১৯৭৩সালে
১৯৭৫ সালে
১৯৮২ সালে
155. ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
১৯৯৬ সারে
১৯৯৭ সালে
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
156. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?
গাজী আশরাফ হোসেন লিপু
আকরাম খান
আমিনুর ইসলাম বুলবুল
শফিকুল হক হীরা
157. বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
বিয়াম
টিটিসি
নায়েম
ইউজিসি
158. পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গিরিশচন্দ্র সেন
সৈয়দ আমির আলী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
159. সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে কয় অণু পানি পাওয়া যায়?
৩৮ অণু
২ অণু
৬ অণু
১২ অণু
160. কোনটি উদ্বিদ কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে?
অক্সিন
জিবেরেলিন
অ্যাবসিসিক এসিড
সাইটোকাইনিন
161. কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ ?
পালং শাক
সূর্যমুখী
শিম
রোপা আমন
162. বহুপ্রতিসম ফুল কোনটি?
মটর
কলাবতী
শিম
সরিষা
163. ডিম্বণু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি?
৪টি
৩টি
১টি
২টি
164. শস্যের প্রথম কোষটি–
ট্রিপ্লয়েড
হ্যাপ্লয়েড
ডিপ্লয়েড
টেট্রাপ্লয়েড
165. মূলের সাহায্যে প্রজনন করে–
আদা
আলু
ডালিয়া
পিঁয়াজ
166. কোনটি নিডেরিয়া পর্বের সদস্য?
Sycori gelatinosum
Aurelia aurita
Hirudo medicinalis
Antedon bifida
167. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
১৯৭০ সারে
১৯৫৮ সালে
১৯৬০ সালে
১৯৬৩ সালে
168. ২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?
পিটার গ্রোনবার্গ
গেরহার্ড আর্টাল
আলবার্ট ফার্ট
রোগার ডি. কর্নবার্গ
169. ‘ইরাটম’ কী?
উন্নত জাতের পাট
উন্নত জাতের ইক্ষু
উন্নত জাতের ধান
উন্নত জাতের চা
170. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
তিস্তা সেচ প্রকল্প
কাপ্তাই সেচ প্রকল্প
ফেনী সেচ প্রকল্প
171. বাংলাদেশের কৃষিক্ষেত্রে ‘দোয়েল’ কিসের নাম ?
কৃষি সংস্থা
উন্নত জাতের ধান
কৃষি যন্ত্র
উন্নত জাতের গম
172. সবচেয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি কোনটি?
UV-C
UV-B
UV-A
UV-D
173. পাট গাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে–
চেলে পোকা
বিছা পোকা
পামরী পোকা
মাজরা পোকা
174. নিম্বের কোনটি হৃদপিন্ডের স্তর নয়?
এন্ডোকার্ডিয়াম
মায়োকার্ডিয়াম
এপিকার্ডিয়াম
পেরিকার্ডিয়াম
175. সিম্পল এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ নয় কোনটি?
বোম্যান্স ক্যাপসুল
ট্রাকিয়া
অন্ত্র প্রাচীর
অ্যালভিওলাস
176. Natural history বিশ্বকোষে প্রানিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?
প্লিনি
এরিস্টটল
গ্যালেন
উইলিয়াম হার্ভে
177. গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে স্থাপতি হলে বিম্বের আকৃতি কোনটি হবে?
বিবর্ধিত
অত্যন্ত খর্বিত
অত্যন্ত বিবর্ধিত
লেপটন শ্রেণী
178. ইলেক্ট্রন ও নিউট্রনো কোন শ্রেণীর মধ্যে পড়ে?
গেজ শ্রেণী
ব্যারিয়ন শ্রেণী
মেসন শ্রেণী
লেপটন শ্রেণী
179. মহাবিশ্বে কত ধরনের আকৃতির ছায়াপথ দেখা যায়?
তিন
দুই
চার
অসংখ্য
180. ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা কত ভাগ বৃদ্ধি হতে পারে?
প্রায় ০.৬%
৯%
৪%
৭%
181. পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায়-
৭০%
৩০%
০.৪%
৭%
182. টেপরেকর্ডার এবং কম্পিউটার -এর স্মৃতির ফিতায় কোন চুম্বকটি বহুল ব্যবহিত হয়?
ফেরাইট
এলনিকো
নিয়োডিমিয়াম
পারমালয়
183. কোনটির মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায় না?
তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে
কয়েলেয় দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে
184. রান্না করার জন্য সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত-
মিথেন
সি.এন.জি
বিউটেন
প্রোপেন
185. রসায়ন পরীক্ষাগারে সাধারণত কোন মাপের টেস্টটিউব ব্যবহৃত হয়?
50 ml
15-16 ml
15-25 ml
20-25 ml
186. এক জুল সমান কত ক্যালরি?
৪.১৮
২৫
১/৪.১৮
২৯৮
187. ‘Natural history’ বিশ্বকোষে প্রাণিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?
প্লিনি
এরিস্টটল
গ্যালেন
উইলিয়াম হার্ভে
188. কোনটি সেক্স লিংকড জীনের জন্য সত্য?
X ক্রোমোজোমের হোমাগেলাগাস অঞ্চলে সীমিত
Y ক্রোমোজোমের হোমোলোগাস অঞ্চল সীমত
নারীদেহের ফিনোটাইপিক প্রকাশ ঘটায়
পুরুষের বর্ণান্ধতার জন্য দায়ী
189. কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্রের যে তন্ত্রুর সাথে সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয় তাকে বলা হয়–
ট্র্যাকশন তন্তু
আকর্ষণ তন্তু
ক্রোমোজোমাল তন্তু
সবগুলো
190. কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়?
কোষ গোলাকার
কোষপ্রাচরি সমভাবে পুরু
কোষ বহুভুজাকৃতি
পরিপক্ক কোষ মৃত
191. ব্যাকটেরিয়া একটি-
এককোষী বা বহুকোষী জীব
সুকেন্দ্রিক
প্রাক–কেন্দ্রিক
অকোষীয় জীব
192. পশ্চাৎ মস্তিঙ্কের অংশ নয় কোনটি?
হাইপোথ্যালামাস
সেরেবেলাম
পন্স
মেডুলা অব লংগাটা
193. কোনটি অ্যামিবার খাদ্রগ্রহণ পদ্ধতির অ্ন্তর্ভুক্ত?
ইমবাইবিশন
ইমপোর্ট
ফ্যাগোসাইটোসিস
ট্রান্সপোর্ট
194. এক অণু অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য কতটি হাইড্রক্সাইড আয়নকে জারিত হতে হবে?
চারটি
দুটি
আটটি
পাঁচটি
195. H – Cl এর মধ্যে বন্ধন শক্তি কত?
414 KJ/mole
326 KJ/ mole
244 KJ/ mole
431 KJ/mole
196. পিয়ানোর তার তৈরিতে নিচের কোনটি ব্যবহিত হয়?
ঢালাই লোহা
পেটা লোহা
ইস্পাত
অ্যালুমিনিয়াম
197. কোনটি নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেন নয়?
গুয়ানিন
থাইমিন
সাইটোসিন
ইউরাসিল
198. নিউক্লিয়ার মেমব্রেনের দুই পর্দার মধ্যবর্তী স্থানকে কি বলে?
সাবনিউক্লিয়ার স্থান
বাইনিউক্লিয়ার স্থান
পেরিনিউক্লিয়ার স্থান
ইন্ট্রানিউক্লিয়ার স্থান
199. ইউস্টেশিয়ান নালী ও মধ্য কানের আবরণ কোন ভ্রুণীয় স্তর থেকে তৈরি হয়?
এক্টোডার্ম
সেসোডার্ম
এন্ডোডার্ম
(ক) ও ৯ (খ)
200. জীন তত্ত্বে জনক মেন্ডেলের ১ম সূত্রানুসারে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জীনগুলো–
মিশ্রিত হয়
রুপান্তরিত হয়
পাশাপাশি অবস্থান করে
জননকোষে বিলুপ্ত হয়
201. কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়?
পিউপিল
কর্নিয়াজেন কোষ
আইরিশ পিগমেন্ট কক্লিয়ার
ট্রাইজেমিনাল
202. মানবদেহের ১২ তম করোটিক স্নায়ুর নাম কি?
গ্লসোফ্যারিঞ্জিয়াল
হাইপোগ্লসাল
ভেসটিব্যুলো কক্লিয়ার
ট্রাইজেমিনাল
203. বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা কত?
22 (M)
15 (M)
24 (M)
5 (M)
204. প্রডিউসার গ্যাসে কী কী থাকে?
হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সইড
নাইট্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
205. কোনটি বিজারক পদার্থের উদাহরণ?
কার্বন
ফ্লোরিন
ক্লোরিন
পটাসিয়াম ডাইক্রোমেট
206. একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 ঘন্টা । এর ক্ষয় ধ্রুবকের মান কত?
3.85×105s-1
3.85s-1
3.85×10-5s-1
3.85×10-5s-1
207. 1 kg ভরের বস্তুকে 20m উপর থেকে ছেড়ে দেয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার ঠিক মুহূত্বে এর গতিশক্তি কত হবে যদিg=9.8 ms-2 হয়?
196 J
5J
20J
0J
208. ওলিক এসিড এর সংকেত কোনটি?
C12H33COOH
C15H31COOH
C17H37COOH
C17H35COOH`
209. ওয়াস বোতলে বাঁকানো যে দুটি কাচনল ব্যবহৃত হয় ঐ কাচনল দুটি কী কী কোণে বাঁকানো থাকে?
45°, 60°
120°, 90°
45°, 90°
45°, 135°
210. Mg এর গলনাঙ্ক কত?
1090° C
650°C
810°C
1465°C
211. DNA অণুর শিকলদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে-
34°A
3.4°A
4-10°A
5-15°A
212. অম্লধর্মী বাদামী গ্যাস কোনটি?
N2O
NO2
N2O5
N2O3
213. উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?
নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক
গাছের শাখা ও পাতা
মূল ও ফল
ফুল ও কুড়িঁ
214. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?
১৭টি
১১টি
১০টি
৯টি
215. কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?
নারিকেল , সুপারী
আমড়া, লাউ
মেহগনি , কুমড়া
উপরের সবগুলো
216. পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?
কীড়া গাছের গোড়া খায়
কীড়া মাঝ ও গা খায়
কীড়া দানা খায়
কীড়া পাতার সবুজ অংশ খায়
217. উফশী জাতের ধানের পাতা কেমন?
পুরু ও ঘন সবুজ
পাতলা ও হালকা সবুজ
খাটো ও দুর্বল
লালচে বর্ণের
218. কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে?
রাসায়নিক সার
সবুজ সার
কমপোস্ট সার
জৈব সার
219. মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?
২০ ভাগ
২৫ ভাগ
৩০ ভাগ
৩৫ ভাগ
220. ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি?
গলদা চিংড়ি
বাগদা চিংড়ি
ছোট চিংড়ি
সমুদ্রের চিংড়ি
221. নীলকান্ত মণি- এর উপাদানসমূহ কী কী?
ZnS, Fe3O4,TiO2
Al2O3, SiO2,CaO
Fe3O4,TiO2, Al2O3
CaSO4,FeSO4,Al2O3
222. লেড লবণের Kl দ্রবণ যোগ করলে অধ:ক্ষিপ্ত লবণের বর্ণ কী হয়?
বেগুনী
লালচে
সবুজাভ
হলুদ
223. সাজিমাটিতে কোন যৌগটি বিদ্যমান?
ক্রায়োলাইট
সোডিয়াম ক্লোরাইড
অ্যালুমিনা
সোডিয়াম কার্বনেট
224. ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা কত?
7.0
2.3
2.8
2.7
225. একটি মিার ব্রিজের তারের দৈর্ঘ্য 100 cm । এর বাম ফাঁকে 10Ω এর একটি প্রমাণ রোধ এবং ডান ফাঁকে একটি অজ্ঞাত রোধ স্থাপন করার প্রান্ত থেকে 40 cm দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। অজ্ঞাত রোধটি কত?
15Ω
6.66Ω
4Ω
1Ω
226. একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক2 হলে এর নূন্যতম বিচ্যুতি কোণ কত?
60°
3060°
9060°
4560°
227. লোহার কুরি তাপমাত্রা প্রায়-
60°
30°
90°
45°
228. ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?
৭ম দিনে এবং ১৪ তম দিন্
৫ম দিনে এবং ১০ ম দিনে
১৪ তম দিনে এবং ১৮ তম দিনে
২য় দিনে এবং ৯ম দিনে
229. হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?
২-৪ সেমি
৪-৫ সেমি
৬-৮ সেমি
৮-১০ সেমি
230. পোকা খেকো পাখি কোনটি?
শালিক
উট পাখি
টিয়া
চড়াই
231. বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?
পঞ্চগড়
রাজশাহী
ময়মনসিংহ
সিরাজগঞ্জ
232. সরিষার খৈলে শতকরা কত ভাগ প্রোটিন থাকে ?
৪০ ভাগ
৩৫ ভাগ
৫০ ভাগ
২৫ ভাগ
233. সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে?
১৯৫০
১৯৪৫
১৯৬০
১৯১২
234. কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?
নিচের স্তর
মধ্যস্তর
উপরের ও নিচের স্তর
উপরের স্তত
235. নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?
প্লাংকটনের অভাব হলে
কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে
অক্সিজেনের অভাব হলে
পানি পরিস্কার হলে
236. মাছের উকুন কোন ধরনের জীব?
ব্যাকটেরিয়া
ছত্রাক
পরজীবী
ভাইরাস
237. কাঠ সিজনিং করা হয় কেন?
কাঠের স্থায়িত্ব বাড়ে
কাঠের মান উন্নত হয়
কাঠের স্থায়িত্বের পরিবর্তন ঘটে না
কাঠের মানের কোনো পরিবর্তন ঘটে না
238. পাট উৎপাদনে বিশ্ব প্রথম দেশ কোনটি?
ভারত
পাকিস্তান
মিয়ানমার
বাংলাদেশ
239. মেষতা একজাতীয় —
চা
পাট
তামাক
ভুট্রা
240. ইউরিয়া সারের কাঁচামাল কি?
মিথেন গ্যাস
ক্রিংকার
পটাস
টি.এস.পি
241. ভূ-প্রাকৃতিক একক কয়টি?
11টি
25টি
30টি
35টি