Krishi Bank – Data Entry Operator – 2010

1. ‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ল + বণ
লো + অন
লো + বন
ল + বণ

2. বাংলা গদ্যের জনক কে ?
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
মানিক বন্দ্যোপাধ্যায়

3. একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হল তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো । যদি খেলোয়াড়রা শুধুমাত্র এই তিন উপায়েই আউট হন তাহলে দলের কতজন কট আউট হয়েছেন ?
২ জন
জন
৪ জন
৫ জন

4. যদি x = ১-৩t এবং y= ২t-১ হয় , তবে t- এর কোন মানের জন্য x = y হবে?
৫/২
৩/২
২/৩
/

5. নিচের কোনটি ০.০৬২৫-এর সমান ?
৫/৮
৩/৮
/১৬
১/১৮

6. দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে । কত মিটার দূরে লাইন দুটি একে অন্যকে ছেদ করবে ?
২০০ মিটার
৪০০ মিটার
৮০০ মিটার
কখনোই নয়

7. নিচের কোন বানানটি শুদ্ধ ?
পাষাণ
পাষান
পাসান
পাশান

8. বীরবল কার ছদ্মনাম ছিল ?
প্রমথ চৌধুরী
সুধীন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
আক্তারুজ্জামান ইলিয়াস

9. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন –
ক্ষমার্হ
ক্ষমাপ্রার্থী
ক্ষমাপ্রদ
ক্ষমা

10. Choose the correct sentence from the following –
Tell me what is your name
Tell me what the name you bear
Tell me what your name
Tell me what your name is

11. There were too many people …….. the bus .
at
over
on
to

12. Which one of the following sentence is correct ?
Why have you done this ?
Why did you have done this ?
Why you have done this ?
Why you had done this ?

13. একটি প্রিন্টার প্রতি সেকেন্ড ২ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে । ৫০৪০ পৃষ্ঠা প্রিন্ট করতে প্রিন্টারটির কত মিনিট সময় লাগবে ?
২৫ মিনিট
৪২ মিনিট
৩৫ মিনিট
৫৫ মিনিট

14. দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার যোগফল ১০ । যদি সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটির অংকদ্বয় স্থান পরিবর্তন করে । সংখ্যাটি কত ?
৭৩
৫২
৯১
৩৭

15. ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটাগুলো মোট কতবার মিলিত হবে ?
১০
১১০
১২
১৩

16. একজন দোকানদার12%৭12%ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হত, তাহলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মুল্য কত?
১০০ টাকা
১৫০ টাকা
২০০ টাকা
৩০০ টাকা

17. a2+b2−c2+2aba2−b2+c2+2ac=?a2+b2-c2+2aba2-b2+c2+2ac=?
a+b+c
a+b−ca−b+ca+b-ca-b+c
a−b+ca+b−ca-b+ca+b-c
a+b−ca+b+ca+b-ca+b+c

18. What is the time ……. your watch ?
by
in
at
with

19. The poor man said, “I …… starve than beg” .
rather
better
would rather
would better

20. Choose the correct spelling –
Direoa
Diarrhera
Diarrhoea
Diarria

21. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি । সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা চার বেশি । সংখ্যাটি কত ?
৪৭
৩৬
২৫
১৪

22. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ । ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত ?
৭ গজ
১০ গজ
১২ গজ
১৪ গজ

23. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে ?
৯.৬ কি.গ্রা.
১১.০ কি.গ্রা.
৪৮ কি.গ্রা.
৫৬ কি.গ্রা.

24. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ?
% হ্রাস
১১% বৃদ্ধি
১০% হ্রাস
কোনো পরিবর্তন হবে না

25. নিচের ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ? ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ……………
১০১
১০২
৭৫
৫৯

26. বিশটি পুরস্কার মোট প্রতিযোগীর শতকরা পাঁচ ভাগকে দেয়া হল এবং কেউই একটির বেশি পুরস্কার পায়নি । মোট প্রতিযোগীর সংখ্যা কত ?
৪০০
৩০০
২০০
১০০

27. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা

28. একটি বনভোজনে ২৪০ জন উপস্থিত ছিল । এর মধ্যে পুরুষের সংখ্যা মহিলা অপেক্ষা ২০ জন বেশি ছিল এবং প্রাপ্ত বয়স্কদের সংখ্যা শিশু অপেক্ষা ২০ জন বেশি ছিল । এতে পুরুষের সংখ্যা কতজন ছিল ?
২৪০
৭৫
১১০
১৩০

29. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার । এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে ক্ষেত্রটির পরিসীমা কত ?
৪০ বর্গমিটার
৫০ বর্গমিটার
৬০ বর্গমিটার
কোনোটিই নয়

30. একজন ব্যক্তি ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের প্রত্যেক বছরই আগের বছরের তুলনায় ১০% বেশি বেতন পেয়ে থাকলে সে ২০০৯ সালে ২০০৭ সালের চেয়ে শতকরা কত বেশি বেতন পেয়েছে ?
১০%
২০%
৩০%
কোনোটিই নয়

31. রবিনের আয় তুহিনের চেয়ে ২৫% বেশি । তুহিনের আয় রবিনের চেয়ে শতকরা কত কম ?
১০%
১৫%
২০%
২৫%

32. শতকরা ২০ ভাগ কমিশন দেয়ার পর একটি দ্রব্য ৪.৮০ টাকায় বিক্রি হলে দ্রব্যটির আসল দাম কত ?
৫ টাকা
টাকা
৭ টাকা
৮ টাকা

33. নিচের কোনটি(2×2−x−3)(2×2-x-3)উৎপাদক/
(2x+3)(x+1)
(2x+3)(x-1)
(2x-3)(x-1)
(2x-3)(x+1)

34. যদি a>b এবং c<0 হয় তবে নিচের কোনটি সত্য?
ac>bc
 ac<bc< p=”” style=”box-sizing: border-box; text-decoration: none; user-select: initial !important;”></bc<>
ac>bcac>bc
কোনোটিই নয়

35. a+1a=3a+1a=3হলেa4+(1a)4=?a4+(1a)4=?
27
 47
49
51

36. একটি বিল্ডিংয়ের কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয় ?
Campus Area Network
 Local Area Network
Wide Area Network
Metropolitan Area Network

37. নিচের কোনটিকে ‘Computer Brain’ হিসেবে বিবেচনা করা হয় ?
Random Access Memory
 Central Processing Unit
Read Only Memory
Basic Input / Output System

38. চিত্রেΔABC∆ABCএর x কোণের মান কত ডিগ্রি?
্z+73
z-73
 73-z
73

39. প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোণ চিত্রটি হবে তা (ক) (খ) অথবা (ঘ) থেকে নির্বাচিত করুন।



 

40. নিচের কোন যন্রাংশটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক ?
CD-ROM
Floppy Disk
Printer
 RAM

41. ই-মেইলের সাথে attachment হিসেবে নিচের কোন ধরনের ফাইল বা ডকুমেন্ট পাঠানো যায় ?
Picture
Power Point File
Word Document
 All of the above

42. কোন প্রাণী শব্দ করতে পারে না ?
পান্ডা
সজারু
 জিরাফ
গন্ডার

43. প্রথম বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হয় ?
১৯২৪
১৯২৮
 ১৯৩০
১৯৩৪

44. নিচের কোনটি থেকে ভিটামিন ডি পাওয়া যায় ?
আম ও কাঠাল
টমেটো ও গাজর
 দুধ ডিম
লালশাক ও কচুশাক

45. Spreadsheet Analytical সফটওয়্যার একটি সেলের column এর নাম G, এবং row এর ক্রমিক নং 20 হলে নিচের কোনটি উক্ত সেলের নাম বা ঠিকানা নির্দেশ করে ?
20G
 G20
0G20
20G0

46. সম্প্রতি ভারতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বাংলাদেশে কতটি সোনা জয় করে ?
৫টি
৭টি
৪টি
 কোনোটিই নয়

47. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে ?
 সলিল শেঠী
আইরিন খান
পিটার বেনেনসন
কোনোটিই নয়

48. ২০১৬ সালে EURO ফুটবলের আয়োজক দেশ কোনটি ?
 ফ্রান্স
ব্রিটেন
জার্মানি
ইতালি

49. কোন তারিখকে জাতিসংঘ দিবস হিসেবে আখ্যায়িত করা হয় ?
 ২৪ অক্টোবর
২ অক্টোবর
২৮ অক্টোবর
২৯ অক্টোবর

50. মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায় ?
 


নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + ten =