Primary assistant teacher recruitment process is under Primary and Mass Education Ministry, Bangladesh. Previous exam question solution is one of the most important for primary school teacher recruitment preparation or any competitive job exams. This is primary question solution held at 28-06-2019. Accurate primary teacher’s recruitment MCQ Test questions and answers with accuracy as per our best try. So, I posted primary assistant teacher question solution held at 28-06-2019 under primary question bank of bcsstudy.com. You also get SSC Result and HSC Result in this website.
All primary school teacher recruitment questions solution is available at bcsstudy.com. You can download all primary question solution pdf file from our website. Lets follow primary question solution held at 28-06-2019.
Primary Exam Question Solution 28-06-2019
40th BCS Result 2019
Primary Exam Question Solution 28-06-2019: SET 4021, 3918, 2815
১. জীভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে? – সম্মুখ-স্বরধ্বনি
২. Which one is Reflexive Pronoun? – Myself
৩. “Bottom line” means- the essential point
৪. What is the noun of “deny”? – Denial
৫. ‘বিনা যত্নে উৎপন্ন হয় যা’ – এর বাক্য সংকোচন কি? – অযত্নসস্তূত
৬. ‘আকাশে চাঁদ উঠেছে’ – এখানে ‘ আকাশ’ কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণে সপ্তমী
৭. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? – আকর্ষী
৮. Synonym for ‘Magnificent’? – Splendid
৯. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য? – যৌগিক
১০. I would like — information, please. – some
১১. “A burning question” means— an important question
১২. ৮০, ৯৬, —, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে? – ১১২
১৩. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের থেকে ৭৮ বেশি হলে সংখ্যাটি- ৯
১৪. বস্তুর ভর ভূপৃষ্ঠ বা ভূ-পৃষ্ঠের ওপরে অবস্থানের পরিবর্তনের সাথে- পরিবর্তিত হয়
১৫. ‘কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি? – কাজলের ন্যায় কালো
১৬. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? – ২৪
১৭. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? – কমা
১৮. log82= কত? – 2/1
১৯. কোনটি Present Perfect Tense এর উদাহরণ? – I have heard the news.
২০.‘সংলাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? – সম্ + লাপ
২১. তালব্য বর্ণ কোনগুলি? – ই, জ, ঞ, য়
২২. Which one is always used as singular? – Bread
২৩. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে? – ৮০
২৪. Kamal did not join the army, Here the word ‘Army’ is- a material noun
২৫. The study of religion is- Theology
২৬. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? ২০৩০ সাল
২৭. কোন বানানটি শুদ্ধ? Remittance
২৮. ছয়টি পরস্পর পূর্ণসংখ্যা দেওয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩টির যোগফল কত? – ৩৩
২৯. 2+4+8+16+—– এই ধারাটির কততম পদের মান 128? – 7
৩০. মনিরের ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। মনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত? – ৭২ টাকা
৩১. ‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছ ‘ – এ বাক্যে ‘দেখাচ্ছে’ কোন ক্রিয়া? – প্রযোজক
৩২. কোন দেশটি Schengen ভুক্ত নয়? ব্রিটেন
৩৩. বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে? চট্টগ্রাম
৩৪. ‘ঢেউ’ এর প্রতিশব্দ – বীচি
৩৫. I — him only one letter up to now. – have sent
৩৬. বার্ষিক ১০% মুনাফায় ৮০০০/- টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে- ১০৬৮০
৩৭. কোন বানানটি শুদ্ধ? Parallel
৩৮. ‘বাহাদুর শাহ’ পার্ক কোথায় অবস্থিত? – ঢাকায়
৩৯, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়? – ১৯৭১ সালের ১০ এপ্রিল
৪০. ‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে? মাইকেল মধুসুদন দত্ত
৪১. কোনটি খাঁটি বাংলা উপসর্গ? -ইতি
৪২. a=√3+√2 হলে, a3+3a+3a-1+a-3 এর মান কতো? – 24√3
৪৩. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? -৮ সেপ্টেম্বর
৪৪. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? – ২৫%
৪৫. দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর- সম্পূরক কোণ
৪৬. কোনটি সঠিক বানান? – সৌজন্য
৪৭. ফারাক্কা বাঁধ তৈরি করা হয় কোন নদীর উপর? গঙ্গা
৪৮. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? ফিলিপাইন
৪৯. “Black and blue” অর্থ কি? উত্তম মধ্যম
৫০. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়- মহাকর্ষ
৫১. He addressed Mr. Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে- He said “Good morning, Mr. Rahim”
৫২. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চালবাজ
৫৩. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? ১৯৯৭
৫৪. x+1/x=2 হয় তাহলে x এর মান হবে- 1
৫৫. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ – এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? দিক
৫৬. Karim as well as Rahim — praise. – deserves
৫৭. কোন বানানটি শুদ্ধ? রীতিনীতি
৫৮. দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? – কখনই না
৫৯. ৫৩৫ টাকার একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে? – ৪০০
৬০. কোনটি ‘তদ্ভব’ শব্দ? চাঁদ
৬১. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? -৫২
৬২. পুত্রজয়া হল- মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
৬৩. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে? – ৬০
৬৪. একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? – ৮.৪
৬৫. ১০২৪ এর বর্গমূল কত? – ৩২
৬৬. ‘Ensure’ means: Make certain
৬৭. বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের? মন্ত্রিপরিষদ শাসিত
৬৮. ‘পোড়ামাটি-নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পাকিস্তান সেনাবাহিনী
৬৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউইয়র্ক
৭০. “At home”- এর অর্থ হচ্ছে- Familiar with
৭১. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? – ২০০
৭২. ‘গরিবের জন্য বড়লোকদের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতই’ – এ বাক্যে ‘মাছের মায়ের পুত্রশোক’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? – মিথ্যা শোক
৭৩. ‘রিকেটস’ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? – ভিটামিন ‘ডি’
৭৪. “Let the book be read by you” বাক্যের Active Form হচ্ছে- Read the book.
৭৫. কোন বানানটি শুদ্ধ? – কনিষ্ঠ
৭৬. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন ‘এ’
৭৭. কোনটি শুদ্ধ বাক্য? তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
৭৮. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ঢাকার রেসকোর্স ময়দানে
৭৯. The child cried for — mother. – its
Primary Exam Question Solution 28-06-2019: SET 3918, 7330, 1712
একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? – ১৮০০
কোনটি সঠিক বানান? – স্বতঃস্ফূর্ত
কোন বানানটি শুদ্ধ? – Personnel
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? – বাংলা১১৭৬ সালে
‘ঝিনুক থেকে মুক্তা মেলে’ – এখানে ‘ঝিনুক’ কোন কারক? – অপাদান কা
এসিডের একটি ধর্ম হল- এরা নীল লিটমাসকে লাল করে
অপটিক্যাল ফাইবার হলো- সরু কাঁচতন্ত্র যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়
ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সে গুলোকে একত্রে কী বলে? – বাগযন্ত্র
x2=1- x
রক
কোনটি বহুব্রীহি সমাস নিষ্পন্ন? – বীণাপাণি, চুলাচুলি
We need to buy some – furniture
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? – ৫:৩
কোনটি শুদ্ধ বাক্য? – চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোন গুলো? – বায়, পানি, সূর্যের আলো
I spent — with the patient. – some time
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত? – ৭৮৬
Synonym for ‘Mouth watering’? – Delicious
I wish you — the problem. – could solve
শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? – ২০
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? – ইত প্রত্যয়
কোন বানানটি শুদ্ধ? – মরীচিকা
He has done no wrong. The underlined word is a/an – noun
I have no pen to write —. – in
কোন বানানটি শুদ্ধ? – ঝঞ্ঝাট
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত? – ১
বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? – প্রথম ৪ চরণ
a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? – a2(a+b)
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ এর নাম- ফকির ও সন্যাসী বিদ্রোহ
A3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? – a+1
তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘণ্টা পর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে? – ২
a-b=7 এবং ab=60 হলে, a2+b2 = কত? – 169
‘The Captain ordered the soldiers to march on’ বাক্যটির direct speech. – The Captain said to the soildiers, “March on.”
‘গবাদি পশুর পাল’ এর সংকেত হলো- বাথান
বক্তার প্রত্যক্ষ উক্তি কে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? – উদ্ধরণ চিহ্ন
What is the plural form of (Question incomplete)
The minister arrived — a decision last night. – at, in
Fifty kg — really a heavy weight to carry. – is
কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়? – অন্তরীক্ষ
Which of the following sentences is correct? – One of my brothers is a doctor.
একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার? – 24 মিটার
a+1/a = 1 হয়, তাহলে a2+1/a2 = কত? – 14
আবার আসিব ফিরে” কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? – রূপসী বাংলা
কোনটি অর্ধতৎসম শব্দ? – গিন্নী
কোন বাক্যটি শুদ্ধ? – Jamal is not in the committee.
`লোকটির যদিও ধনী, তবুও সে কৃপণ’ কোন ধরনের বাক্য? – জটিল
বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হল- ENIAC
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? – ইউনিয়ন
একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? – ১২ বছর
১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ANNIHILATE THESE DEMONS শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? – কামরুল হাসান
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে- ২০০০ সালে
নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? – সৌর প্যানেল
কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? – অজানা
Choose the correct sentence: We were discussing the matter., We were discussing about the whole matter.
কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি? – ব্যাসিলাস
‘দন্ত্য বর্ণ’ কোনগুলি? – ত, থ, দ, ধ
The word “Stagflation” means- economic slow down
শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? – ২৫%
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? – ডিসেম্বর ১৬, ১৯৭২
দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে- ১২
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট – ২৫
কোন দেশের অধিবাসীদের ডাচ নামে পরিচিত? – নেদারল্যান্ড
‘ কার্ডিওলজি’ কোন রোগের সাথে সম্পৃক্ত? – হার্ট
‘মেধাবী ছেলে কে কামার বিষে ভরা এসে এবার পরীক্ষায় ফেল করেছে’ – এ বাক্যে ‘তামার বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? – অর্থের কু-প্রভাব
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি ও ৬ কি.মি। নদীপথে ৮ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে- ৬ ঘন্টা
কোন বানানটি শুদ্ধ? – Dysentery
কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে? – ৬ টি
Log5x = 3 হলে x = কত? – 125
কোনটি Collective Noun? – Library
What kind noun is “Girl”? –Common
‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি’ – এ বাক্যে ‘গিয়ে’ কোন ক্রিয়া? – অসমাপিকা
কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল? – হেমন্তকাল
(-1) x (-1) x (-1) + (-1) (-1) = কত? – 0
উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? – বিদ্যুৎ
তার হাতের লেখা খুব ভালো- এখানে খুব কী পদ? – বিশেষণ
IMF এর পূর্ণরূপ কী? – International Monetary Fund
‘মৃন্ময়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? – মৃৎ + ময়
‘Obese’ means: Very fat
CONSTITUTION : PREAMBLE – Book : Prefa
ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? –নবাব আব্দুল গণি
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন? – ৭২৬
Primary Exam Question Solution 28-06-2019: SET 1712
১. ‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?– রাবণের চিতা
২. একটি ক্লাবে ৮ জন পুরুষ ও ৮ মহিলা সদস্য আছেন । ৬ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যেখানে পুরুষ ও মহিলা সদস্য ৩ জন করে থাকবেন । কতভাবেই কমিটি গঠন করা যায়? –
৩. কোন বানানটি অশুদ্ধ?– মনকষ্ট ( সঠিক মনঃকষ্ট)
৪. He was taken to task. অর্থ? – তাকে তিরস্কার করা হয়েছিল
৫. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? – ১৯৮০ সালে রংপুর জেলায়
৬. look forward means? – Expect with eager
৭. গাছের প্রাণ আছে- কে প্রমাণ করেন?– জগদীশচন্দ্র বসু
৮. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কিমি ও৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে? –
৯. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? – বরেন্দ্র জাদুঘর
১০.শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?– বিন্দু চিহ্ন
১১. `বঙ্গভঙ্গ’ কি ধরনের সংস্কার ছিল? – সামাজিক সংস্কার
১২.`অনুচিত শব্দটি কোন সমাস?– তৎপুরুষ
১৩. `একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন’- কোন ধরনের বাক্য—
১৪. Which sentence is with correct punctuation? – Maria, my student, is on leave today.
১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?– অধিকরণে ২য়া
১৬. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২।হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত? –
১৭.`যা আঘাত পায়নি’- এর বাক্য সংকোচন কি– অনাহত
১৮. কোনটি শুদ্ধ বাক্য?– আমার কথাই প্রামাণিত হলো।
১৯. X2+ x2/1 এর নিম্নোক্ত কোন মানের জন্য x3+x3/1=0 হবে? –
২০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? – ১৩৬ তম
২১. কোনটি সঠিক? – Paper is made from wood
২২. কোন বানানটি শুদ্ধ?c- Occasion
২৩. I suggest that he — there. – goes
২৪.পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত– সংস্কৃত
২৫.৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? – ৪ জন
২৬.যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে– মহাপ্রাণ
২৭.The Principal had an inquiry —-the case. – into
২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? – জর্জ ওয়াশিংটন
২৯. দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া নির্দেশনা প্রদান করা হয়? – ২০০৯ সাল
৩০. Grievance
৩১. Kamal said to me, what is your name? Indirect narration- Kamal asked me what my name was.
৩২. (০.০২)/২ এর মান কোন ভগ্নাংশটি সমান? –
৩৩. A rolling stone gathers no moss, What is rolling?
৩৪. যদি ( x-5)(x+3)= x2-25হয় তবে a এর মান কত?
৩৫. ‘গরু ঘাস খায়’- এখানে ‘খায়’ কোন কালের উদাহরণ? – সাধারণ বর্তমান
৩৬. সোহেল একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটি বিক্রয় মূল্য কত বাড়াতে হত?
৩৭. নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ?
৩৮. You must work hard for success (make it compound)
৩৯. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫,৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
৪০. কোন শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
৪১. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102, বছর পুত্রের বর্তমান বয়স কত?
৪২. কোনটি শুদ্ধ?
৪৩. উয়ারী- বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?– আড়াই হাজার বছর আগে
৪৪. ‘বিচ্ছিন্ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?— বি+ছিন্ন
৪৫. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?– ইয়াংসিকিয়াং
৪৬. ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? —সাধারণ পরিষদে
৪৭.‘কর্মভোগ এড়ানো যায় না’ এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে? – কৃতকর্ম
৪৮. কোনটি সঠিক বানান? – ঔজ্জ্বল্য
৪৯. What is the meaning of `of late’?
৫০. অপু, দিপু, নিপু একটি কাজ যথাক্রমে 6 ,10 ,15 দিনে করতে পারে এক্ষেত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে?
৫১. একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয় মূল্য ও ক্রয়ের মুল্যের অনুপাত নিচের কোনটি?
৫২. ‘শুদ্ধ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – কোনোটিই নয়
৫৩. একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায় ?
৫৪. যদি a+b=2, ab=1হয় তবে a ও b এর যথাক্রমে?
৫৫. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? – মহাকাশ গবেষণা
৫৬. তুমি কার সাথে কথা বলছো? এর ইংরেজি?
৫৭. ওষ্ঠ বর্ণ কোনগুলো? – প,ফ,ব,ভ,ম
৫৮. Anis had a talent —–making people laugh.
৫৯. ‘নামাজ, রোজা’ কোন দেশি শব্দ? – ফারসি শব্দ
৬০. Two heads are better than one” প্রবাদ বাক্য টির ভাবার্থ কোনটি?
৬১. পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়?– দিন ও রাত হয়
৬২.কোন বানানটি শুদ্ধ?– দূরীভূত
৬৩. P এর মান কত হলে 4x/2-px+9 একটি পূর্ণবর্গ হবে?
৬৪. জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য?– বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
৬৫. The adjective form of decision is?
৬৬. দুটি পরস্পর পূরক কোণ এর মধ্যে একটির মান ৩৫ ডিগ্রি হলে অপর টির মান কত?–
৬৭. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৯৬ সালের ২২ মার্চ
৬৮. Tress have – off their leaves
৬৯. ‘বারোভূঁইয়া’ কাদের বলা হত? – বড় বড় স্বাধীন জমিদার
৭০. `Stop Genocide’চলচ্চিত্রের পরিচালক কে?— জহির রায়হান
৭১.বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?– ৩ প্রকার
৭২. কত সালে নীল কমিশন গঠন করা হয়? – ১৮৬০
৭৩. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
৭৪. চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার এর ব্যবহার কেমন করে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
৭৫. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়?– হায়ারোগ্লিফিক
৭৬. x+y=6 হলে xy এর বৃহত্তম মান কত?
৭৭. ‘মহেঞ্জোদারো’ কথার অর্থ কি – মরা মানুষের ঢিবি
৭৮. ‘মহারাজাধিরাজ’ পদবী কারা গ্রহন করেন – শশাঙ্ক
৭৯. What is the meaning of “White Elephant’? – A very costly or troublesome possession
Primary Exam Question Solution 28-06-2019: Set- 2594
১. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক. ২
২. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? ঘ. 7.5
৩. 0.4*0.02*0.08=? ক. 0.00064
৪. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? খ. ভাই বোন
৫.‘ choose the correctly spelt word? খ. voluntary
৬. Which one is plural? গ. None of these
৭. Looks before you leap. খ. ভাবিয়া করিও কাজ
৮. মৌলিক স্বরধ্বনি কয়টি? গ. ৭ টি
৯. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? গ. সম্ভাব্যতা
১০. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? গ. কর্মে সপ্তমী
১১. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে? খ. ০.০৮
১২. x- 1/x=2 হলে x4 +1/x4=? ঘ. 34
১৩. পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? ক.ক+ষ
১৪. ‘রাতুল’ শব্দের অর্থ কি? ক. লাল
১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে? ঘ. ত্রিভুজ
১৬. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি? খ. The authority took him to task
১৭. ‘ উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি? ক. সৌম্য
১৮. The ambassador called ——- the president. গ. on
১৯.‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ? ঘ. পরা
২০. কচুরিপানা পানিতে ভাসে কেন? ক.কান্ড ফাপা বলে
২১. ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ক. ইসলাম খান
২২. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? ঘ. ৮ টি
২৩. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? ক. 5
২৪. ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ? গ. অসমাপিকা
২৫. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত? গ. ৬.২৫
২৬. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? খ. 2 ফেব্রুয়ারি
২৭. I cannot—— to pay such high prices. খ. afford
২৮. কোনটি যৌগিক বাক্য? ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো
২৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
৩০. What is the adjective of the word heart? গ. Heartening
৩১. The synonym of “stringent” is ক. Rigorous
৩২. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়. গ. ২ জন
৩৩. Frequency is ঘ. Noun
৩৪. শশব্যস্ত কোন সমাস? গ. কর্মধারয়
৩৫. The correct spelling is গ. Bureaucrat
৩৬. যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
খ. ৮৪
৩৭. All of the people at the conference are —খ. Mathematics teacher
৩৮.Choose the correct sentence ঘ. Each of the three boys got a prize
৩৯. মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়? গ. পাল শাসনামলে
৪০. কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি? ঘ. No man can live alone
৪১. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? ক. ১৩:১২:৫
৪২. স্থূলকোণী ত্রিভুজ এর স্থূলকোণের সংখ্যা- গ. ১ টি
৪৩. ‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি? খ. অপাদান কারকে সপ্তমী
৪৪. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? খ. বাঙালি জাতীয়তাবাদ
৪৫. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন? গ. টিক্কা খান
৪৬. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? ক. 1526
৪৭. কত মেগাবাইট 1 গিগাবাইট? খ. 2^10
৪৮. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? গ. আকাঙ্ক্ষা
৪৯. 2, 3, 5, 8, 13, 21, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত? খ. 55
৫০. 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়? ক. 167
৫১. 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে
৫২. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে? খ. 12
৫৩. y এর মান কত হলে 16×2 – xy +25 পুর্ণবর্গ রাশি হবে? সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)
৫৪. ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫ হলে ভাজ্য কত? খ. ০.০২৫
৫৫. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন? গ. 2017
৫৬. Counsel means? ঘ. Advice
৫৭. Ambiguous means? গ. Unclear
৫৮. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?
ক.ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
৫৯. AFTER- BEFORE খ. successor: predecessor
৬০. নিচের কোনটি প্রবাল দ্বীপ? গ. সেন্ট মার্টিন
৬১. বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুসিক? গ. গারো
৬২. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে? খ. ১০০
৬৩. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? ঘ. আমি সাক্ষ্য দিয়েছি
৬৪. 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট গ. 96
৬৫. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? খ. শেখ মুজিবুর রহমান
৬৬. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? খ. শ্রীলংকা
৬৭. শুদ্ধ বাক্য কোনটি? খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
৬৮. কোনগুলো ওষ্ঠ ধ্বনি? খ.প, ফ, ভ, ভ,ম
৬৯. The lady prides herself — her beauty
ঘ. of
৭০. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত? গ. 50
৭১. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? গ. লন্ডন
৭২. ‘সর্বজন’- এর বিশেষণ কি? গ. সর্বজনীন
৭৩. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত? খ.৫২
৭৪. Dog days means? ক. Hot weather
৭৫. At least one of the students —— full marks every time. খ. gets
৭৬. The synonym of sanguine is? গ. Sparkle
৭৭. সাপের বিষে কি থাকে? গ. জিংক সালফাইড
৭৮. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. সম+ বিধান
৭৯. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? উত্তরঃ ঘ. 1990 সালের 26 শে নভেম্বর
৮০. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত? উ. গ. ৮০
সেট ২৮১৫
1.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়- ভিটামিন এ
2.6 টি পরস্পর পূর্ণ সংখ্যা দেয়া আছে প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত-
3.কোনটি খাঁটি বাংলা উপসর্গ- আব
4. একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে- মাইকেল মধুসূদন দত্ত
5. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি-আকর্ষী
6.বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের- মন্ত্রিপরিষদ শাসিত
7. He addressed Mr . Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে-
8. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর-গঙ্গা নদী
9. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে- 2030 সালে
10. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি-
11. মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া–প্রযোজক
12. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত-নিউইয়র্ক -নিউইয়র্ক
13. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে-চট্টগ্রাম
14. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত-ঢাকায়
15. The child cried for — mother–
16. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কি–অযত্নজাত
17. বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে–
18. কোনটি তদ্ভব শব্দ- চাঁদ
19. আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি-
20. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে-সেমিকোলন
21. Kamal did not join the army , here the word army is–
22. The study of religion is– Theology
23. কোনটি সঠিক বানান- সৌজন্যে
24. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?–
25. Bottom line means– The essential point
26. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে-
27. তালব্য বর্ণ কোনগুলো-
28. 1024 এর বর্গমূল কত-
29. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি- কাজলের ন্যায় কালো
30. মনির ও বোনেরা এর অনুপাত 4ঃ3 । তপন রবিনের আই এর অনুপাত 5ঃ4 । মনিরের আয়ের 120 টাকা হলে রবিনের আয় কত-
31. 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 60 ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে–
32. 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3 । ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে—
33. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে-সম্মুখ স্বরধ্বনি
34. Which one is reflexive pronoun—
35. গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই , এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে-মিথ্যা শোক
36. Which one is always used as singular–
37. 2+4+8+16+ ——- এই ধারাটির কত তম পদের মান 128 ?—
38. Let the book be read by you “ বাক্যের active form হচ্ছে–
39. কোন বানানটি শুদ্ধ-রীতিনীতি
40. At home এর অর্থ হচ্ছে–
41. 80, 96—–128 শূন্যস্থানে সংখ্যাটি কত হবে-
42. নদী-টি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে- দিক
43. 1971 সালের 7 ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন- ঢাকার রেসকোর্স ময়দান
44. পুত্রজায়া হল- মালেশিয়ার প্রশাসনিক রাজধানী
45. Synonym for magnificance- Splendid
46. Ensure means–
47. সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- সম+ লাপ
48. I — him only one letter up to now—
49. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান— 52 বস
50. কোন বানানটি শুদ্ধ-কনিষ্ঠ
51. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
52. Black and blue অর্থ কি –
53. দুইটি কোণের পরিমাপ এর যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-
54. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 । একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত-
55. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়- মধ্যাকর্ষ
56. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়–1997
57. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল-পাকিস্তান সেনাবাহিনী
58. Karim as well as rahim –praise–
59. কোনটি শুদ্ধ বাক্য-তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
60.বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের কারণে- পরিবর্তিত হয়
61. Black and blue অর্থ কি–
62. কোন বানানটি শুদ্ধ-
63. কোনটি present perfect tense এর উদাহরণ- I have heard the news
64. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত- ফিলিপাইন
65. A burning question means– An important question
66. তার টাকা আছে কিন্তু দান করেন না কোন ধরনের বাক্য-যৌগিক
67. রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়- ভিটামিন ডি
68. ঢেউ এর প্রতিশব্দ কোনটি- বীচি
69. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত–
70. লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে–
40th BCS Result 2019 publish date
Al last of the question solution if you have any queries/question? about Primary Exam Question Solution 14-06-2019, comment bellow without any hesitation or message us through our Facebook Page or Facebook Group using bellow mentioned link. We will try to reply as soon as possible according to your problems or issues. Thanks for stay with bcsstudy.com
all ansar
we will upload after the exam
I need primary pusetion suliotions 2019
84338433
vai5124 set er answer dan plz
Question set-8433 er solution hoyese? 26-06-2109er
Cumilla jelar ta lagbe vaiya. Kew solution korle den
8433 set ar somadan dan pls
a4 th step exam solution of primary teacher exam 2019
28 vai, buriganga set er 28-06-19 date er ans den please…
Bagerhat, 5124 set no jomuna,somadan pls
Set 6227 এর সল্যুশন পাওয়া যাবে না?
we will try
I need primary exam question & solution 2019 to 2010.Please give me pdf download file.
Thank You