All primary teacher recruitment process is under Primary and Mass Education Ministry, Bangladesh government. Previous primary teacher exam question solution is one of the most important for primary school teacher recruitment preparation. Here is primary question solution 2011 – Joba set. Primary teacher’s recruitment exam questions and answers with accuracy. So, I posted primary assistant teacher question solution 2011 – Joba set under primary question bank of bcsstudy.com.
All primary school teacher recruitment questions solution is also available at bcsstudy.com website. You can download all primary question solution pdf file from this website. Lets explain Primary Question Solution 2011 – Joba set.
This is accurate Primary Question Solution 2011 – Joba set
১) একটি জিনিস ৬০.০০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?
৪০ টাকা
৫০ টাকা
৭২ টাকা
৮০ টাকা
২) একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
১০০ টাকা
১২৫ টাকা
১৫০ টাকা
১৭৫ টাকা
৩) ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
৫৫
৫৮
৬৫
৬৭
৪) ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
৩৭৫ টাকা
৩৮০ টাকা
৩৮৫ টাকা
৩৯০ টাকা
৬) সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মি. মি. হলে এর অতিভুজের মান কত?
৫ মিমি
৬ সেমি
৭ সেমি
৭) ‘কবর‘ নাটকটির নাট্যকার কে?
জসীমউদ্দীন
মুনীর চৌধুরী
অক্ষয় কুমার
কালীপ্রসন্ন সিংহ
৮) ‘খোয়াবনামা‘ উপন্যাসের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
শওকত ওসমান
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ সামসুল হক
৯) ‘মহাশ্মশান‘ মহাকাব্যটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
মহাকবি আলাওল
১০) ‘পদ্ধতি‘ শব্দের সন্ধি বিচ্ছেদ —-
পদ + হতি
পদ + ধতি
পৎ + ধতি
পদ্ + ইতি
১১) কোন বানানটি শুদ্ধ?
সমিচীন
সমীচিন
সমিচিন
সমীচীন
১২) কোনটি শুদ্ধ বানান?
Incyclopedia
Encyclopedia
Encyclopadia
Encyclopidia
১৩) ‘Postulate’ শব্দটির Synonym হচ্ছে—-
Assume
Prove
Supplement
Complain
১৪) কোনটি শুদ্ধ বানান?
Elemantary
Elimentary
Elementory
Elementary
১৫) After it was repaired, it —-again. বাক্যের শূন্যস্থানে কোনটি সঠিক হবে?
ran perfect
ran perfectly
runs perfect
run perfect
Here is Primary Question Solution 2011 – Joba
১৬) Time and tide —-for none. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
waits
waiting
wait
renders
১৭) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে —
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
অক্সিজেন ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
১৮) ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
কোরাইশী আন্দোলন
হাসেমী আন্দোলন
সৈয়দ আন্দোলন
ফরায়েজী আন্দোলন
১৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
নিউইয়র্ক
হেগ
প্যারিস
২০) নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?
সিরিয়া
মিশর
মরক্কো
মৌরিতানিয়া
২১) সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
বীর প্রতীক
বীর বিক্রম
বীর উত্তম
বীরশ্রেষ্ঠ
২২) হিজরী সন গণনা শুরু হয় কোন সালে?
৬০২ সালে
৬১৪ সালে
৬২২ সালে
৬২৪ সালে
২৩) এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে—
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি
বিষুবরেখা
মকর ক্রান্তি
২৪) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
কামরুল হাসান
সৈয়দ মঈনুল হোসেন
শিল্পী জয়নুল আবেদীন
আলতাফ মাহমুদ
২৫) বাংলা নবরর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?
সুলতান মাহমুদ
লক্ষণ সেন
শেরশাহ
আকবর
২৬) কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
যুক্তরাজ্য
স্পেন
ফ্রান্স
পোল্যান্ড
২৭) ‘ওয়াল স্ট্রীট‘ কোন শহরে অবস্থিত?
ডালাস
লন্ডন
নিউইয়র্ক
হংকং
২৮) উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
নাটোরে
রাজশাহীতে
সৈয়দপুরে
ঠাকুরগাঁয়ে
২৯) ক্ষমতার একক হলো —
ক্যালরি
ওয়াট
জুল
নিউটন
৩০) ‘সিএফসি‘ কি ক্ষতি করে?
বায়ুর তাপ বৃদ্ধি করে
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজোন স্তর ধ্বংস করে
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
Primary Question Solution 2011 – Joba
৩১) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
১৬ ডিসেম্বর
২৬ মার্চ
৭ মার্চ
২ মার্চ
৩২) a+b=10 এবং a-b=6 হলে ab = কত?
20
18
16
12
৩৩) ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
৪০ মিটার
৩০ মিটার
২৫ মিটার
২০ মিটার
৩৪) দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
৬ ঘন্টায়
৫ ঘন্টায়
৪ ঘন্টায়
২ ঘন্টায়
৩৫) কোন অনুপাতের উভয় পদের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২ : ৩ হবে?
২ : ৫
৪ : ৯
৬ : ১১
৫ : ৭
৩৬) ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
২৪ বছর, ৮ বছর
৩৬ বছর, ১২ বছর
৯ বছর, ৩ বছর
৪৮ বছর, ১৬ বছর
৩৭) ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
১৮
১২
৯
৬
৩৮) নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
৩/৫
৪/১৫
৩/২০
৭/২৫
৩৯) a+1a=3 হবে a2+1a3 কত ?
-30
36
-18
18
৪০) একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে । ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছোট–ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল ?
৪৫৫৬%
৪০%
৪২%
৪৮%
৪১) সঠিক Preposition সহ কোন বাক্যটি শুদ্ধ?
Industry is key to success.
Industry is key for success.
Industry is key fo success.
Industry is key into success.
৪২) কোনটি শুদ্ধ বাক্য?
There is no place for doubt in it.
There is no suspension in it.
There is no room for doubt in it.
There is no misunderstanding in it.
৪৩) ‘Pros and cons’ phrase টির অর্থ —-
Good and bad
Advantage and disadvantage
Light and dark
In and out
৪৪) ‘Vice versa’ শব্দের অর্থ—–
For example
Face to face
Namely
The terms being exchanged
৪৫) ‘Come what may I shall adhere—–my principles’ বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition —
to
with
on
upon
৪৬) ‘Socrates was accused —– misleading the young section in Athens.’ বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition —
to
of
for
on
৪৭) He said that he had come to see me- এর direct speech
He said, ‘he has come to see you’.
He said, ‘I came to see you’.
He said, ‘I have come to see you’.
He said, ‘I had come to see you’.
৪৮) You said to me, ‘You do not do your duty.’ এর Indirect speech
You told me that I donot do my duty.
You said to me that I did not do my duty.
You said to me that I donot do my duty.
You told me that I did not do my duty.
৪৯) ‘I have to do it’- এর Passive form
It has to be done by me.
It is to be done by me.
Let it be done by me.
It has to be done to me.
৫০) ‘I know him ‘ এর Passive form
He is known by me.
He was known to me.
He is known to me.
He is being known to me.
৫১) কোনটি দ্বিগু সমাস?
পুরুষ সিংহ
চৌরাস্তা
হাটবাজার
কোনটিই নয়
৫২) কোনটি শুদ্ধ বানান?
আলস্যতা
অলস্য
আলস্য
আলসতা
৫৩) ‘নীলাম্বর‘ কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
৫৪) ‘আলোয় আঁধার কাটে‘ –বাক্যে ‘আলোয়‘ কোন কারক?
অধিকরণ
অপাদান
সম্প্রদান
করণ
৫৫) ‘মাঠে ধান ফলেছে‘ –বাক্যে ‘মাঠে‘ কোন কারক?
কালাধিকরণ
স্থানাধিকরণ
বিষয়াধিকরণ
ভাবাধিকরণ
৫৬) ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন‘–এককথায়
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ্ন
গোধূলি
৫৭) ‘যা দীপ্তি পাচ্ছে‘ —এককথায়
দীপ্তিমান
আলোকিত
দেদীপ্যমান
উজ্জ্বল
৫৮) ‘কাকনিদ্রা‘এর সঠিক অর্থ কোনটি?
অগভীর নিদ্রা
কাকের ন্যায় অল্প নিদ্রা
কপট চিন্তা
নিদ্রার ভান করা
৫৯) ‘সূর্য‘ এর প্রতিশব্দ নয় কোনটি?
দিবাকর
বিভাবসু
হিমকর
দিনকর
৬০) ‘অর্বাচীন‘ এর বিপরীতার্থক শব্দ —-
তরুণ
প্রাচীন
অচেনা
নবীন
৬১) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক —-
১০০ কোটি বছর আগে
১০ কোটি বছর আগে
১ কোটি বছর আগে
৫০ লক্ষ বছর আগে
৬২) কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় —
লৌহ বা আয়োডিন
ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
ফসফরাস ও ক্লোরিন
ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
৬৩) স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো —
০ ডিগ্রী সেন্টিগ্রেড
৪ ডিগ্রী সেন্টিগ্রেড
১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
২৬৩ ডিগ্রী কেলভিন
৬৪) দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
সবুজ
নীল
বেগুনি
লাল
৬৫) অধাতু কোনটি —
মার্কারি
কার্বন
পটাশিয়াম
কপার
৬৬) শুষ্ক বরফ বলা হয় —
হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
হিমায়িত অক্সিজেনকে
ক্যালসিয়াম অক্সাইডকে
হিমায়িত কার্বন মনোক্সাইডকে
৬৭) কম্পিউটারে ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ডেসিমেল
অকট্যাল
হেক্সাডেসিমেল
বাইনারী
৬৮) পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ —
চীন
জাপান
মোনাকো
বাংলাদেশ
৬৯) ২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ —
ইতালি
ব্রাজিল
আর্জেন্টিনা
স্পেন
৭০) পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?
ইউএসএ
রাশিয়া
চীন
কানাডা
৭১) বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে?
তিতাস
বাখরাবাদ
টেংরাটিলা
পলাশ
৭২) যমুনা ব্রীজের দৈর্ঘ্য —
৪.৮ কিমি
৪.৫ কিমি
৪.২ কিমি
৫.১ কিমি
৭৩) পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
জাপান
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
গ্রীনল্যান্ড
৭৪) ‘আইএলও‘ এর সদর দফতর কোথায়?
প্যারিস
জেনেভা
নিউইয়র্ক
এর কোনোটিই নয়
৭৫) কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
১৯৪২
১৯৪৩
১৯৪৫
১৯৪৬
৭৬) ‘বাকল্যান্ড বাঁধ‘ কোন নদীর তীরে অবস্থিত?
বুড়িগঙ্গা
শীতলক্ষ্যা
ধলেশ্বরী
গোমতী
৭৭) নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
ছোট কাটরা
বড় কাটরা
পরী বিবির মাজার
কোনোটিই নয়
৭৮) ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
৭৯) বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
যশোর
গাজীপুর
ময়মনসিংহ
কোনাবাড়ি
৮০) ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
৬ ডিসেম্বর ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
End of the primary question solution 2011 – joba set, If you have any question? about primary question solution 2011 – joba, comment bellow this post or you can message us through our official Facebook Page or Facebook Group clicking bellow mentioned url. We will try to reply as soon as possible according to your issues. Thanks for stay with bcsstudy.com website.