Primary assistant teacher recruitment process is under Primary and Mass Education Ministry, Bangladesh. Previous exam question solution is one of the most important for primary school teacher recruitment preparation or any competitive job exams. This is primary question solution 2012 – Surma set. Accurate primary teacher’s recruitment MCQ Test questions and answers with accuracy as per our best try. So, I posted primary assistant teacher question solution 2012 – Surma set under primary question bank of bcsstudy.com.
All primary school teacher recruitment questions solution is available at bcsstudy.com. You can download all primary question solution pdf file from our website. Lets follow Primary Question Solution 2012 – Surma set.
Primary Question Solution 2012 – Surma
১) কোনটি শুদ্ধ বানান?
Agreable
Agreeable
Agreeabel
Agreabel
২) কোন বানানটি শুদ্ধ?
Buracrat
Bureaucret
Bureaucrat
Buracrate
৩) কোনটি Material Noun?
Wood
Mouth
Team
Knife
৪) কোনটি Collective Noun?
June
Team
month
Envelope
৫) ‘The man is climbing the cliff’ বাক্যটির Passive form হবে—-
The cliff is climbed by the man.
The cliff is being climbed by the man.
The cliff has been climbed by the man.
The cliff was being climbed by the man.
৬) আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?
মোজাম্মেল হক
গোলাম মোস্তফা
সুফিয়া কামাল
জসীমউদ্দীন
৭) কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?
আবদুল্লাহ
চিলেকোঠার সেপাই
দেনাপাওনা
কেরী সাহেবের মুনশী
৮) ‘অয়োময়‘ নাটকটির রচয়িতা কে?
হুমায়ুন আহমেদ
আবদুল্লাহ আল মামুন
জহির রায়হান
রশীদ হায়দার
৯) ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না।‘ —এক কথায় কী হবে?
অনিবার্য
অনন্যোপায়
অদম্য
অসম্ভব
১০) ‘যা অধ্যয়ন করা হয়েছে।‘ —এক কথায় কী হবে?
পঠিত
অধীত
অধ্যয়িত
অধ্যায়িত
১১) যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
৩ দিনে
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
১২) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে—
৬ ঘণ্টা
৮ ঘণ্টা
১০ ঘণ্টা
১২ ঘণ্টা
১৩) একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে —
৯ : ১
১ : ৯
১০ : ৯
৫ : ১
১৪) ৩৫ লিটার অকটেন–পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
৮ লিটার
১০ লিটার
১২ লিটার
১৫ লিটার
১৫) নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
৩/৪
৪/৯
৭/৯
৯/১৩
Primary Question Solution 2012 – Surma
১৬) নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
চিনি
সালফিউরিক এসিড
১৭) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
লোহায় মরিচা ধরা
তাপ দ্বারা মোম গলানো
বরফ গলে পানি হওয়া
লবণ পানিতে দ্রবীভূত হওয়া
১৮) ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?
১৯৯৩
১৯৯৪
১৯৯৫
১৯৯৬
১৯) চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
মাইকেল কলিন্স
ইউরি গ্যাগারিন
নীল আর্মস্ট্রং
এডুইন অলড্রিন
২০) খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
আমিষ
শর্করা
স্নেহ
ভিটামিন
২১) প্রোটিনের মূল উপাদান কী?
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন
২২) এইচআইভি কী?
ব্যাকটেরিয়া
সায়ানো ব্যাকটেরিয়া
ভাইরাস
ছত্রাক
২৩) এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
অল্পবয়সী ছেলেমেয়েরা
অল্পবয়সী মেয়েরা
অল্পবয়সী ছেলেরা
বৃদ্ধ-বৃদ্ধারা
২৪) কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
ভিটামিন ‘বি’
ভিটামিন ‘সি’
ভিটামিন ‘ডি‘
ভিটামিন ‘কে’
২৫) ‘মিষ্টি কুমড়া‘ কোন ধরনের খাদ্য?
শ্বেতসার
আমিষ
স্নেহ
ভিটামিন
২৬) দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
শ্বেতসার
আমিষ
স্নেহ
খনিজ লবণ
২৭) ‘মঙ্গল‘ গ্রহের কয়টি উপগ্রহ আছে?
২টি
৩টি
৪টি
কোন উপগ্রহ নাই
২৮) বাংলাদেশ সরকার কবে ‘পলিথিন ব্যবহার নিষিদ্ধ‘ আইন প্রণয়ন করে?
১৯৯৮ সালে
২০০০ সালে
২০০২ সালে
২০০৪ সালে
২৯) ‘He taught me to read Arabic’ বাক্যটির Passive form হবে—-
I was taught by him to read Arabic.
I have been taught by him to read Arabic.
I had been taught by him to read Arabic.
I was being taught by him to read Arabic.
৩০) He said to me, “Wait until I come.” বাক্যটির Indirect speech হবে—-
He asked me to wait until he came.
He asked me to wait until he comes.
He told me to wait until he has come.
He told me for wait until he has returned.
Primary Question Solution 2012 – Surma
৩১) Anwar said, “What a fool I am !” বাক্যটির Indirect speech হবে—-
Anwar said that he is a great fool.
Anwar told that he has been a great fool.
Anwar exclaimed that he was a great fool.
Anwar told that he had been a great fool.
৩২) Anger may be compared——fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
with
to
on
against
৩৩) Feed the baby —–milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
to
in
on
with
৩৪) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
I feel unwell.
I took a bath.
I am somewhat sure.
I sold my furnitures.
৩৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
The cart was laden fully.
Your information is false.
Listen to my advices.
Who brought these news?
৩৬) কোনটি ‘Joyful’ শব্দের সমার্থক শব্দ?
Gloomy
Depressed
Dull
Cheerful
৩৭) কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?
Blank
Engaged
Busy
Employed
৩৮) ‘In black and white’ এর অর্থ —-
In writing
Temporary
False
Verbally
৩৯) একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
১৩৫০
১৪০০
১৪৪০
১৪৬০
৪০) বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা–এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে —
১৩ সেমি
১৪ সেমি
১২ সেমি
১৫ সেমি
৪১) একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে —
৬
৭
৮
১০
৪২) একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪২ টাকা
৪৫ টাকা
৪৮ টাকা
৫০ টাকা
৪৩) কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
৮ জন
১০ জন
১১ জন
১২ জন
৪৪) কোন বানানটি শুদ্ধ?
নীরিক্ষণ
নিরীক্ষন
নিরীক্ষণ
নীরীক্ষণ
৪৫) কোনটি শুদ্ধ বানান?
স্বায়ত্তসাশন
স্বায়ত্তসাশণ
স্বায়ত্তশাসণ
স্বায়ত্তশাসন
Primary Question Solution 2012 – Surma
৪৬) “অহঙ্কার” পতনের মূল — বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
৪৭) নেহাল “অঙ্কে” খুব কাঁচা— বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
৪৮) ‘পদ্ধতি‘ শব্দের সন্ধি– বিচ্ছেদ কোনটি?
পদ্ + হতি
পৎ + হতি
পদ্ + ধতি
পৎ + ধতি
৪৯) ‘ইত্যাদি‘ কোন সমাস (ইতি হতে আদি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
৫০) ‘ঈগল পাখী‘ কোন সমাস (ঈগল নামের যে পাখী)?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
৫১) ‘শিরে–সংক্রান্তি‘ বাগধারাটির অর্থ কি?
আসন্ন বিপদ
মাথাব্যথা
মহাবিপদ
মাথার বোঝা
৫২) কোনটি ‘নদী‘ শব্দের সমার্থক শব্দ?
জলধি
পয়োধি
জলধর
শৈবলিনী
৫৩) ‘নির্মল‘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
পঙ্কিল
অপরিস্কার
নোংরা
অনির্মল
৫৪) ১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
২৬
২৮
৩০
৩১
৫৫) a-1a=3হলে, a3-1a3 এর মান হবে–
18
24
36
42
৫৬) x2-y2+2y-1 এর একটি উৎপাদক–
x+y+1
x+y-1
x-y-1
x-2y+1
৫৭) ০.১×০.২×০.০০৩০.০১×০.০২×০.০৩ এর মান কত ?
০.১
০.০১
০.০০১
১০
৫৮) একজন মাঝি স্রোতের আনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
১১২
১২৩
১৩৪
১৩৫
৫৯) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
৪
৫
৬
৭
৬০) কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
দস্তা
সীসা
লোহা
পারদ
Primary Question Solution 2012 – Surma
৬১) পানিতে কার্বন ডাই–অক্সাইডের দ্রবণকে বলা হয় —
সোডা ওয়াটার
মিল্ক অব লাইম
ওয়াটার গ্যাস
মার্ক পারহাইড্রল
৬২) ‘হার্ডডিস্ক‘ মাপার একক হল —-
মেগাবাইট
গিগাবাইট
কিলোবাইট
টেরাবাইট
৬৩) বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?
এনড্রোজেন
এস্ট্রোজেন
ইনসুলিন
থাইরক্সিন
৬৪) পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
১৮ ভাগ
২২ ভাগ
২৫ ভাগ
২৯ভাগ
৬৫) আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
৪%
৫%
৭%
৮%
৬৬) পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ —
পেট্রোলের সাথে পানি মিশে যায়
পেট্রোল পানির সাথে মিশে না
পেট্রোল পানির চেয়ে হালকা
খ ও গ উভয়ই ঠিক
৬৭) আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম —
ধ্রুব নক্ষত্র
লুব্ধক
সুরনদী
প্রক্সিমা সেন্টারাই
৬৮) চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের —
৬ ভাগের ১ ভাগ
চেয়ে কম
চেয়ে বেশি
সমান
৬৯) সুমাত্রা দ্বীপটি অবস্থিত—
বঙ্গোপসাগরে
আরব সাগরে
ভারত মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
৭০) গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে —
শনিবার রাত্রি ১২টা
শনিবার সন্ধ্যা ৬টা
রবিবার সন্ধ্যা ৬টা
রবিবার দুপুর ১২টা
৭১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় —-
১ সেপ্টেম্বর, ১৯৩৯
১ ডিসেম্বর, ১৯৩৯
১ মার্চ, ১৯৪০
১ জুন, ১৯৪০
৭২) সরকারী ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?
১৭৬৫
১৮২৪
১৮৩৫
১৮৫৭
৭৩) পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
১৯৫৩ সালে
১৯৫৪ সালে
১৯৫৫ সালে
১৯৫৬ সালে
৭৪) কোন মোগল সম্রাট ‘জিজিয়া কর‘ রহিত করেন?
হুমায়ুন
আকবর
শাহজাহান
আওরঙ্গজেব
৭৫) পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
২৫০ টি
২৭৫টি
৩০০টি
৩০৯টি
৭৬) প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল —
২য়
৩য়
৪র্থ
৫ম
৭৭) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় —
১৯৪৭ সালে
১৯৫০ সালে
১৯৫৩ সালে
১৯৫৭ সালে
৭৮) ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম —-
ইউরিয়া
টিএসপি
অ্যামোনিয়া
সালফেট