Primary assistant teacher recruitment process is under Primary and Mass Education Ministry, Bangladesh. Previous exam question solution is one of the most important for primary school teacher recruitment preparation or any competitive job exams. This is primary question solution 2014 – Delta set. Accurate primary teacher’s recruitment MCQ Test questions and answers with accuracy as per our best try. So, I posted primary assistant teacher question solution 2014 – Delta set under primary question bank of bcsstudy.com.
All primary school teacher recruitment questions solution is available at bcsstudy.com. You can download all primary question solution pdf file from our website. Lets follow Primary Question Solution 2014 – Delta set.
This is Primary Question Solution 2014 – Delta set.
১) “De facto” means—
As per facts
In reality
By rights
Evidence
Correct Answer: In reality
২) “Lingua Franca” Means —
French
Latin
A mixed language
Translated version
Correct Answer: A mixed language
৩) The antonym of “Repulse” is—-
Reside
Emphasize
Impulse
Attract
Correct Answer: Attract
৪) Choose the correct sentence:
I wish I were you
I wish I was you
I wish I am you
I wish I are you
Correct Answer: I wish I were you
৫) “I —- to meet you ever since I read your first novel” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
have been hoping
have hoped
hope
am hopping
Correct Answer: have hoped
৬) কোনটি শুদ্ধ বানান?
ব্যতীত
ব্যতিত
ব্যাতীত
ব্যাতিত
Correct Answer: ব্যতীত
৭) কোন শব্দটি সঠিক?
আভ্যন্তরীণ
অভ্যন্তরীণ
আভ্যন্তরীন
অভ্যন্তরীন
Correct Answer: অভ্যন্তরীণ
৮) ”সাক্ষী গোপাল” অর্থ কি?
সক্রিয় দর্শক
কর্তব্যবিমুখ
কর্তব্যপরায়ণ
নিষ্ক্রিয় দর্শক
Correct Answer: নিষ্ক্রিয় দর্শক
৯) মনীষা শব্দের বিপরীত অর্থ—
প্রভা
স্থিরতা
নির্বোধ
মনস্বিতা
Correct Answer: নির্বোধ
১০) ”সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভয়
প্রত্যয়
বিস্ময়
দ্বিধা
Correct Answer: প্রত্যয়
১১) কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১৬
১৫
১২
২২
Correct Answer: ১২
১২) কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
১ মি. ২০ সে.
১ মি. ৩০ সে.
৩ মিনিট
৫ মিনিট
Correct Answer: ৫ মিনিট
১৩) দুট সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
২১০
১৮০
২০০
২২০
Correct Answer: ২১০
১৪) নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২৩/৩০
১৩/১৫
৪/৫
২/৩
Correct Answer: ১৩/১৫
১৫) ০.৫ * ০.০০০৫ = কত?
০.০২৫
০.০০০২৫
০.০০০০২৫
০.২৫
Correct Answer: ০.০০০২৫
Primary Question Solution 2014 – Delta
১৬) কোনটি সমার্থক শব্দ নয়—
গুজব
সংবাদ
সন্দেশ
বার্তা
১৭) সত্ত্ব শব্দের অর্থ—
নিত্য
সাধু
শুভ
অস্তিত্ব
১৮) ”লাঠালাঠি” কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
১৯) ”কালির দাগ দাও” বাক্যে “কালির” শব্দটির কোন সমাসে কোন বিভক্তি?
অধিকরণে শূন্য
অপাদানে শূন্য
করণে ষষ্ঠী
কর্মে ২য়া
২০) ”কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ —
কাঁদ + নি
কাঁদো + উনি
কাঁদ + ইনি
কাঁদ + উনি
২১) কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর + পর = পরস্পর
বাক + দান = বাগদান
উৎ + ছেদ = উচ্ছেদ
সম + সার = সংসার
২২) কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
রায় গুণাকর
কবিকন্ঠহার
কবিকঙ্কন
কবিররঞ্জন
২৩) কসোভোর রাজধানী হচ্ছে—
প্রিস্টিনা
তিরানা
বুদাপেস্ট
নিকোশিয়া
২৪) ভুটানের আইনসভার নাম কি?
পঞ্চায়েত
মজলিশ
পার্লামেন্ট অব ভুটান
মোগড়ু
২৫) কে “ডেজার্ট ফক্স” নামে পরিচিতি?
ফিল্ড মার্শাল রোমেল
আনোয়ার সাদাত
মার্শাল টিটো
কামাল আতাতুর্ক
২৬) নদী ছাড়া মহানন্দা কি?
সরিষা
আম
তরমুজ
বাঁধাকপি
২৭) মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?
মিসটিন
টাইরোসিন
ফিনাইল এলানিন
এলানিন
২৮) রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?
হলুদ
নীল
লাল
সবুজ
২৯) কোনটি চৌম্বক পদার্থ?
পারদ
কোবাল্ট
বিসমার্থ
অ্যান্টিমনি
৩০) যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—
১০৫ ডিবি
৭৫ ডিবি
৯০ ডিবি
১২০ ডিবি
Primary Question Solution 2014 – Delta
৩১) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় —
ইলেকট্রোমেডিসিন
ই-ট্রিটমেন্ট
টেলিমেডিসিন
জায়মা প্লাজমা
৩২) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
C++
Pascal
Fortran
ADA
৩৩) ”হাইল হাওর” কোন জেলায় অবস্থিত?
নেত্রকোণা
মৌলভীবাজার
সুনামগঞ্জ
হবিগঞ্জ
৩৪) ”শহীদ আসাদ দিবস” পালিত হয় কবে?
১৫ জানুয়ারি
২০ জানুয়ারি
২৫ জানুয়ারি
৩০ জানুয়ারি
৩৫) সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল—-
গৌড়
সোনরগাঁ
জাহাঙ্গীর নগর
ঢাকা
৩৬) জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল—-
৭১-এর মুক্তিযুদ্ধ
ব্রিটিম বিরোধী আন্দোলন
একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন
এর কোনোটিই নয়
৩৭) “Feed the baby —- milk” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
to
in
on
with
৩৮) Choose the correct preposition in the sentence “he hankered —- fame.”
for
to
from
after
৩৯) Which form of the word is adjective?
Resolute
Resolve
Resolution
Resolutely
৪০) “The door opened automatically”. The verb in this sentence is—-
Transitive verb
Linking verb
Intransitive verb
None of these
৪১) “Man cannot live alone”. The word alone is used here as —-
Pronoun
Preposition
Adjective
Adverb
৪২) Correct passive form of the sentence. “The boy pleased us” is—–
We were pleased by the boy
We were pleased with the boy
We were pleased to the boy
We were pleased at the boy
৪৩) “Solve this problem” বাক্যটির passive voice হবে—
The problem is solved by you
You are solved with the problem
Let the problem be solved by you
Let you solve the problem
৪৪) কোনটি শুদ্ধ বানান?
Conqueror
Conquerer
Conquaror
Conqarer
৪৫) Choose the correct spelling:
Asesment
Asessment
Assesment
Assessment
Primary Question Solution 2014 – Delta
৪৬) Identify the correct meaning “To keep one’s head”
To save oneself
To keep calm
To be self-respectful
None of these
৪৭) Blue chips are —-
Securities issued by the Government
Industrial shares considered to be a risky investment
Industrial shares considered to be a safe investment
None of these
৪৮) Report the following in “Indirect speech” He said to me. “How did you do it?”
He enquired of me how I had done it.
He said to me if I had done it
He said to me that I had done it
He enquired of me if had done it
৪৯) He said to me. “Do you like music?” the indirect form of this is—-
He said if I like music
He asked me do I like music
He asked to me if like music
He asked me if I liked music
৫০) “Neglect” শব্দটির synonym হচ্ছে—
Care
Carelessness
Attention
Watchfullness
৫১) “Nude” শব্দটির antonym হচ্ছে—–
Nacked
Open
Concealed
Exposed
৫২) ”বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক–
ইমাম হাসান
সীমার
এজিদ
ইমাম হোসেন
৫৩) বিদ্রোহী বালিকা বধু ’জমিলা’ কোন উপন্যাসের চরিত্র?
অপুর সংসার
লালসালু
গাভীর বৃত্তান্ত
চাঁদের অমাবস্যা
৫৪) কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
চর্তুদশ
চতুষ্কোণ
চতুষ্পাঠী
৫৫) জসীমউদ্দীনের নাটক কোনটি?
রাখালী
বেদের মেয়ে
মাটির কান্না
বোবা কাহিনী
৫৬) সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?
কেউকেটা
গোঁফ-খেজুরে
একাদশে বৃহস্পতি
এলাহী কান্ড
৫৭) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
দুই প্রকার
পাঁচ প্রকার
ছয় প্রকার
তিন প্রকার
৫৮) ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
নতুন শব্দ গঠন
বাক্যে অলঙ্কার
শব্দের মিলন
ভাষা সংক্ষেপণ
৫৯) একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
৭৫
৯১
৯২
৮১
৬০) ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?
৬৮ কেজি
৭২ কেজি
৮০ কেজি
৬২ কেজি
Primary Question Solution 2014 – Delta
৬১) দু‘টি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে —
১০
১২
১৫
১৮
৬২) ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ ৭ হবে?
২৫ লিটার
৩০ লিটার
৪০ লিটার
৪৫ লিটার
৬৩) কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
মিশরে
আরবে
গ্রীসে
চীনে
৬৪) একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি —
বিষমবাহু
সমদ্বিবাহু
সমকোণী
সমবাহু
৬৫) কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ —-
এক সমকোণের অর্ধেক
এক সমকোণ
দুই সমকোণ
সরলকোণ
৬৬) ১+২+৩+৪+ ————-+৯৯ = কত?
৪৬৫০
৪৭৫০
৪৮৫০
৪৯৫০
৬৭) বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
১৬
১২
৯
৪
৬৮) নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২৩৩০
১৩১৫
৪৫
২৩
৬৯) 0.0010.1×0.1=কত?
0.001
0.01
0.1
1.0
৭০) একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পর ১০০ জন লোক চলে গেলে বাকী খাদ্যে আর কত দিন চলবে?
১৯১২ দিনে
১৬১২ দিনে
১৭১২ দিনে
১৮৩৪ দিনে
৭১) যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
৪৩৪
১১১২
১০
১২
৭২) x-12=2 , x3-1×3= কত?
4
12
14
16
৭৩) (a+b)(a2-ab+b2) =?
a3-b3
a3+b3
a6-b6
a6+b6
৭৪) প্রেসার কুকারে পানির স্ফুটনাংক—
ঠিক থাকে
কম হয়
বেশি হয়
কোনোটিই নয়
৭৫) রাশিয়ার মুদ্রার নাম —
পেসো
ইউরো
রুবল
লিরা
৭৬) বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
মস্কো
প্যারিস
কায়রো
ইস্তাম্বুল
৭৭) ”শাহনামা” কোন ভাষায় রচিত?
আরবি
ফারসি
উর্দু
ফরাসি
৭৮) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
পদ্মা
মেঘনা
বঙ্গোপসাগর
ব্রহ্মপুত্র
৭৯) বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
বিষুব রেখা
মকর রেখা
কর্কট রেখা
দ্রাঘিমা রেখা
৮০) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
সোমপুর বিহার
How i can download primary assistant teacher exam question paper
we will create download system soon.
খুব সুন্দর একটি ওয়েবসাইট। আরো এগিয়ে যান । এই কামনাই করি।